ETV Bharat / politics

মলয় ঘটকের খাসতালুকে বিজেপির থাবা, গেরুয়া শিবিরে যোগদান শতাধিক তৃণমূল কর্মীর

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 24, 2024, 1:11 PM IST

ETV BHRATA
ETV BHRATA

Minorities of TMC Join BJP in Asansol: এবার আসানসোলে তৃণমূলের সংখ্যালঘু ভোটে থাবা বসাল বিজেপি ৷ আসানসোল খালপাড়ার এলাকার সংখ্যালঘু বলয়ের শতাধিক তৃণমূল কর্মী ও সমর্থক বিজেপির পতাকা হাতে তুলে নিল ৷ এর আগে বারাবনি বিধানসভা এলাকাতেও তৃণমূলের ভোট ব্যাংকে থাবা বসিয়েছে গেরুয়া শিবির ৷

মলয় ঘটকের বিধানসভা কেন্দ্রে বিজেপিতে শতাধিক সংখ্যালঘু তৃণমূল কর্মীর

আসানসোল, 24 জানুয়ারি: বারাবনি বিধানসভার পর এবার আসানসোল উত্তর ৷ খোদ রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের বিধানসভা আসানসোল উত্তরের রেলপাড়ের সংখ্যালঘু অধ্যুষিত অঞ্চলে বিজেপিতে যোগ দিল শতাধিক বাসিন্দা ৷ এতদিন এই এলাকা তৃণমূলের খাসতালুক বলেই চিহ্নিত ছিল ৷ স্বভাবতই লোকসভা ভোটে এর প্রভাব পড়তে পারে বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ যদিও, তৃণমূলের স্থানীয় নেতৃত্বের দাবি, কোনও প্রভাব পড়বে না এই যোগদানের কারণে ৷

আসানসোল রেলপাড়ের সংখ্যালঘু অধ্যুষিত এলাকা 2011 সাল থেকেই তৃণমূলের একচেটিয়া দখলে ৷ বিভিন্ন ভোটে রেলপার এলাকার বুথগুলিতে শুধুই তৃণমূলের ইভিএম ভারি হয় ৷ সেই অর্থে 2011 সাল থেকেই আসানসোল উত্তর মলয় ঘটকের নিশ্চিত জয়ের আসন ৷ পরিসংখ্যান বলছে আসানসোল রেলপাড়ের সংখ্যালঘু অধ্যুষিত বুথগুলি থেকেই মলয় ঘটকের জয়ের ব্যবধান বাড়ে প্রতিবার ৷ এবার সেই রেলপাড়েই প্রথম থাবা বসালো বিজেপি ৷ 2011 সালের পর থেকে রেলপাড়ের সংখ্যালঘু এলাকায় সেইভাবে বিজেপির সংগঠন দেখা যায়নি ৷ এলাকায় ভোট প্রচার থেকে মিটিং, মিছিলে তৃণমূলের একচেটিয়া দাপট ছিল বলে স্থানীয় সূত্রে খবর ৷ এবার সেখানেই ব্যতিক্রমী ছবি ৷

মঙ্গলবার বিকেলে আসানসোল দক্ষিণের বিধায়ক অগ্নিমিত্রা পাল ও বিজেপির জেলা সম্পাদক অভিজিৎ রায়ের নেতৃত্বে শতাধিক সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগ দিলেন ৷ লোকসভা ভোটের আগে যা রাজনৈতিকভাবে গুরুত্বপূর্ণ বলে মনে করছে ওয়াকিবহাল মহল ৷ এর আগে বারাবনিতেও তৃণমূলের সংখ্যালঘু শিবির থেকে বহু মানুষ এসেছে বিজেপিতে ৷ এবার আসানসোল রেলপাড় ৷ খোদ রাজ্যের মন্ত্রী মলয় ঘটকের খাসতালুক ৷ তবে কি তৃণমূলের ভোট ব্যাঙ্কে এবার প্রভাব পড়বে ?

এই প্রশ্নের উত্তরে আসানসোল পৌরনিগমের ডেপুটি মেয়র ওয়াসিম উল হক জানান, "কিছু বাসিন্দাকে ভুল বুঝিয়ে যোগ দিইয়ে নাটক করা হয়েছে ৷ রেলপাড়ে বিজেপি কিছুই করতে পারবে না ৷ কারণ সমস্ত সংখ্যালঘু মানুষজন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছেন ৷" যদিও, বিজেপির সংখ্যালঘু সেলের নেতা মহম্মদ আকবর জানিয়েছেন, আগামিদিনে আরও অনেক সংখ্যালঘু মানুষ বিজেপিতে যোগ দেবে ৷

মহম্মদ আকবরের দাবি, "রেলপাড়ের বাসিন্দাদের ভয় দেখানো হচ্ছে সরকারি ভাতা বন্ধ করে দেওয়ার ৷ তা সত্ত্বেও মানুষ সাহস করে বিজেপিতে যোগ দিচ্ছে ৷" বিধায়ক অগ্নিমিত্রা পাল আবার দাবি করেছেন, "এই যোগদান পর্বের অনুষ্ঠান করতে তৃণমূল ও পুলিশ বাধা দিয়েছে ৷ বারবার বিজেপি কর্মীদের ফোন করে হুমকি দিয়েছে ৷"

যদিও তৃণমূল নেতা ওয়াসিম উলের দাবি, "কোনও হুমকি দেওয়া হয়নি ৷ ওনারা করুন অনুষ্ঠান ৷ আসলে লোকজন যায়নি বলেই এমন অভিযোগ করছেন ওনারা ৷ আসানসোল উত্তর থানার পুলিশ জানিয়েছে, "অতীতের নানান অভিজ্ঞতা থেকে যাতে কোনও ধরনের অশান্তি না ছড়ায় তাই পুলিশ সচেষ্ট থেকেছে ৷ কাউকে বাধা দেওয়া হয়নি ৷"

আরও পড়ুন:

  1. গ্রামে নেই রাস্তা, পরবে গিয়ে হতবাক বিধায়ক অগ্নিমিত্রা
  2. শবদাহ করার টাকা নেই, বিজেপি কর্মীর পাশে দাঁড়ালেন অগ্নিমিত্রা; দুষলেন তৃণমূলকে
  3. ভরসা নেই রাজ্য নেতৃত্বে ! বিজেপি মোর্চার নজরদারি করবে কেন্দ্রীয় পর্যবেক্ষকরা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.