ETV Bharat / politics

ক্ষমতা থাকলে গণতান্ত্রিকভাবে জয়ী হও, বুথকর্মী-এজেন্টদের গ্রেফতার করে নয়: মমতা - Mamata Banerjee

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 1:04 PM IST

Updated : Apr 6, 2024, 5:00 PM IST

Mamata Banerjee
Mamata Banerjee

Mamata Banerjee: শনিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটে সভা করেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেই সভা থেকে বাংলায় এনআইএ তদন্ত নিয়ে সরব হলেন তিনি ৷ সরাসরি বললেন, বুথকর্মী-এজেন্টদের গ্রেফতার করবে না ৷

বালুরঘাট, 6 এপ্রিল: এনআইএ তদন্ত নিয়ে সরাসরি কেন্দ্রীয় সরকার ও বিজেপির উদ্দেশ্য়ে তোপ দাগলেন মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শনিবার দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাঘাইট মাঠ থেকে সরাসরি হুঁশিয়ারি দিলেন তিনি ৷ বললেন, ‘‘তোমার যদি ক্ষমতা থাকে গণতন্ত্রের লড়াই করে জেতো ৷ আমার বুথকর্মী, এজেন্টদের গ্রেফতার করবে না ৷’’

বালুরঘাট লোকসভা আসনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী বিপ্লব মিত্র ৷ তাঁর সমর্থনেই জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই সভার মঞ্চ থেকে একাধিক ইস্যুতে তিনি তোপ দাগেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ৷ বিশেষ করে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে এনআইএ-র অভিযানের বিষয়টি তাঁর ভাষণে উঠে আসে ৷ এই নিয়ে তিনি সরাসরি চ্যালেঞ্জ করেন বিজেপি ও কেন্দ্রীয় সরকারকে ৷

শুরুতেই তিনি দাবি করেন যে ভূপতিনগরে এনআইএ-র উপর মহিলারা কোনও হামলা করেনি ৷ বরং এনআইএ হামলা করেছে বলে তিনি অভিযোগ করেন ৷ তিনি বলেন, ‘‘গদ্দার জানে হারবে ৷ তাই লোকের বাড়ি গিয়ে গিয়ে...কোথায় একটা চকোলেট বোমা ফেটেছিল 2022 সালে... আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে, তাহলে মহিলারা কী করবেন ? শাঁখা-পলা পরে বসে থাকবেন ? না মাথায় ওড়না দিয়ে বসে থাকবেন ? তাঁরা তাঁদের রক্ষা করবেন না... তাঁদের ইজ্জত, তাঁদের সম্মান ?’’

এর পর তিনি দাবি করেন যে কেন্দ্রীয় সরকার এজেন্সি ব্যবহার করে তৃণমূল কংগ্রেসের সব বুথ প্রেসিডেন্ট ও এজেন্টদের গ্রেফতার করতে চাইছে ৷ তাঁর আরও অভিযোগ, নির্বাচন কমিশনকেও ব্যবহার করছে বিজেপি ৷ মমতা বলেন, ‘‘আমরা চাই নির্বাচন কমিশন নিরপেক্ষভাবে কাজ করুক ৷ আমরা বিজেপির নির্বাচন কমিশন চাই না ৷ রাজ্য়ের আধিকারিকদের বদলি করে দেবে ৷ অত্যাচারী ইডি-কে কেন বদলি করবে না ? অত্যাচারী সিবিআই-কে কেন বদলি করবে না ? অত্যাচারী ইনকাম ট্য়াক্সকে কেন বদলাবে না ? অত্যাচারী এনআইএ-কে কেন বদল করবে না ? যত দোষ রাজ্য়ের বেলায় ?’’

এই প্রসঙ্গে তিনি মনে করিয়ে দেন যে রাজ্যের পুলিশ ও প্রশাসন রাজ্যের সমস্ত উৎসব-অনুষ্ঠান-খেলায় নিরাপত্তা দেয় ৷ কিন্তু ভোটের সময় কেন্দ্রীয় বাহিনী এসে হাজির হয় বলে তিনি দাবি করেন ৷ ফের তিনি শীতলকুচির ঘটনার কথা মনে করিয়ে দাবি করেন যে কেন্দ্রীয় বাহিনী এখানে এসে গুলি চালায় ৷ এর পর তিনি আবার কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্য়বহারের অভিযোগ তুলে সরব হন ৷ মমতার কথায়, ‘‘এনআইএ আর সিবিআই বিজেপির ভাই-ভাই ৷ ইডি আর ইনকাম ট্যাক্স বিজেপির ফান্ডিং বক্স ৷ জোর করে টাকা তুলছে ৷ আর বিজেপির ফান্ডে দিয়ে দিচ্ছে ৷’’

এর পরই তিনি সরাসরি চ্যালেঞ্জ ছুঁড়ে দেন ৷ মমতা বলেন, ‘‘তোমার যদি ক্ষমতা থাকে গণতন্ত্রের লড়াই করে জেতো ৷ আমার বুথকর্মীদের গ্রেফতার করবে না ৷ এজেন্টদের গ্রেফতার করবে না ৷... নির্বাচনে লেভেল প্লেয়িং ফ্লিল্ড থাকা দরকার ৷’’ পাশাপাশি তিনি দাবি করেন যে ভূপতিনগর থেকে এক তৃণমূল কর্মীকে গ্রেফতার করা হয়েছে ৷ পরে রায়গঞ্জের সভা থেকে তিনি জানান, বলাই মাইতি নামে একজনকে গ্রেফতার করা হয়েছে ৷

আরও পড়ুন:

  1. ‘মহিলারা হামলা করেননি, করেছে এনআইএ’, ভূপতিনগর কাণ্ডে পালটা অভিযোগ মমতার
  2. ইডি’র পর এবার আক্রান্ত এনআইএ ! ভাঙল গাড়ির কাচ, আহত এক আধিকারিক
  3. মমতার গ্যারান্টি মোদির মতো মিথ্যাচার নয়, তৃণমূল নেত্রীর নিশানায় প্রধানমন্ত্রী
Last Updated :Apr 6, 2024, 5:00 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.