ETV Bharat / politics

2004 সালের মতোই এবারও হারবে বিজেপি, দাবি মমতার - Mamata Banerjee

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 4:40 PM IST

Mamata Banerjee
Mamata Banerjee

Mamata Banerjee: 2004 সালে বিজেপি যেভাবে হেরেছিল, এবারও সেই ভাবেই হারবে তারা ৷ সোমবার এমনই দাবি করেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ মুর্শিদাবাদের খড়গ্রামের নির্বাচনী জনসভা থেকে তিনি এই দাবি করেন ৷

খড়গ্রাম (মুর্শিদাবাদ), 29 এপ্রিল: বিজেপি এবার কেন্দ্রে সরকার গড়তে পারবে না, এমন দাবি সাম্প্রতিক সময়ে বহুবার করেছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ কেন তিনি এই দাবি করছেন ? সেই ব্যাখ্যা সোমবার মিলল তাঁর ভাষণে ৷ বিজেপির হারের বিষয়টি বলতে গিয়ে তিনি টেনে আনলেন 2004 সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গও ৷ সেবারও বিজেপিকে অনেকে এগিয়ে রেখেছিলেন ৷ কিন্তু শেষপর্যন্ত দেখা যায় যে বিজেপির চেয়ে কংগ্রেসকে এগিয়ে রেখেছে মানুষ ৷ তাই ভোটের পর কংগ্রেস নেতৃত্বাধীন জোট সরকার গঠিত হয় কেন্দ্রে ৷

সোমবার মুর্শিদাবাদের খড়গ্রামে জঙ্গিপুর লোকসভা আসনে তৃণমূল কংগ্রেস প্রার্থী খলিলুর রহমানের সমর্থনে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ সেখানে ভাষণ দেওয়ার সময় তিনি 2004 সালের লোকসভা নির্বাচনের প্রসঙ্গ তোলেন ৷ তিনি বলেন, ‘‘2004 এ মনে আছে ? অটলজি (প্রাক্তন প্রধানমন্ত্রী প্রয়াত অটল বিহারী বাজপেয়ী) ভালো মানুষ ছিলেন ৷ ভদ্র মানুষ ৷ আমরা তাঁর বিরুদ্ধে একটা কথাও বলিনি ৷ কিন্তু অটলজির আমলে বিজেপি একটা স্লোগান দিয়েছিল ইন্ডিয়া স্মাইলিং (আসলে স্লোগানটি ছিল ইন্ডিয়া সাইনিং বা ভারত উদয়) ৷ মানুষ কিন্তু উল্টো করে দিয়েছিল ৷ মানুষ কিন্তু ভোট দেয়নি ৷’’

তাই মমতার দাবি, এবারও সেই পরিস্থিতি তৈরি হবে ৷ অনেকেই সরকার গঠনের দিক থেকে বিজেপিকে এগিয়ে রাখলেও এবার তারা জিততে পারবে না ৷ মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘এবারও প্রচারবাবুরা প্রচার করে করে মিথ্যা কথা বলছে ৷... মিথ্যে কথা বলে, ভাঁওতাবাজি করে, জুলুমবাজি করে ৷...প্রচারবাবু বলেছিলেন ইস বার চারশো পার ৷ আমি বলেছিলাম ইসবার পগারপার ৷ আমি বলেছিলাম ইস বার 200 ভি নেহি হোগা পার ৷’’

উল্লেখ্য, 2004 সালে মমতা বন্দ্যোপাধ্য়ায়ের দল তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গেই ছিল ৷ পশ্চিমবঙ্গে বিজেপির সঙ্গে জোট গড়েই লড়েছিল তৃণমূল কংগ্রেস ৷ সেবার বাংলার 42টি আসনের মধ্যে তৃণমূল 29টি ও বিজেপি 13টি আসনে প্রার্থী দিয়েছিল ৷ জিতেছিলেন শুধু মমতা বন্দ্যোপাধ্যায় ৷

অন্যদিকে এ দিন একাধিক ইস্যুতে বিজেপি, কেন্দ্রীয় সরকার ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তিনমাস ধরে কেন লোকসভার নির্বাচন চলছে, সেই প্রশ্ন তোলেন তিনি ৷ মালদা-মুর্শিদাবাদে গঙ্গা ভাঙন নিয়ে তাঁর অভিযোগ, গঙ্গার ভাঙন বড় সমস্যা ৷ এটা দিল্লির কাজ৷ তারা কাজ করছে না ৷

মমতা বন্দ্য়োপাধ্যায়ের আরও অভিযোগ, সব ধর্ম শেষ করার জন্য ইউনিফর্ম সিভিল কোড আনছে বিজেপি ৷ এতে হিন্দুদের কোনও লাভ হবে না ৷ আগামিদিন বিজেপি ক্ষমতায় এলে কারও স্বাধীনতা থাকবে না ৷ এনআরসি করে সবাইকে ডিটেনশন ক্যাম্পে পাঠিয়ে দেবে ৷ জিনিসপত্রের মূল্যবৃদ্ধির অভিযোগ তুলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন ৷ বলেন, ‘‘কেন জিনিসপত্রের দাম বাড়ছে আপনাকে বলতে হবে ?’’

একশো দিনের কাজ প্রসঙ্গেও সরব হন তিনি ৷ এই নিয়ে কোনও প্রমাণ নেই বলে দাবি করেন ৷ প্রশ্ন তোলেন, একশো দিনের কাজে যারা টাকা দেয় না বিজেপি ৷ ভোট চায় কী করে ? রাজ্যের নিয়োগ দুর্নীতি মামলার রায় নিয়ে আবার বিজেপির বিরুদ্ধে কর্মসংস্থান কেড়ে নেওয়ার অভিযোগ তোলেন ৷ তাঁর বক্তব্য, শিক্ষা নিয়ে দুর্নীতি হয়েছিল বিজেপির রাজ্যেও ৷ যারা তদন্ত করতে গিয়েছিল, তারা খুন হয়েছিল ৷ ব্যাপমের তদন্ত কী হল, সেই প্রশ্ন তুলেছেন মমতা ৷

আরও পড়ুন:

  1. তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জেতাতেই মুর্শিদাবাদে প্রার্থী সেলিম, অভিযোগ মমতার
  2. আগে আমি ভাবতাম আরএসএস মানে ত্যাগী..., দাঁতনের সভায় মন্তব্য মমতার
  3. ঊনিশের তুলনায় উত্তরপ্রদেশে এবার কম আসন পাবে বিজেপি, দাবি মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.