ETV Bharat / politics

তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জেতাতেই মুর্শিদাবাদে প্রার্থী সেলিম, অভিযোগ মমতার - Mamata Banerjee

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 3:56 PM IST

Mamata Banerjee: সোমবার মুর্শিদাবাদের খড়গ্রামে নির্বাচনী জনসভা করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ জঙ্গিপুর লোকসভার জন্য় ওই সভা ছিল ৷ কিন্তু সেই সভার মঞ্চ থেকে মুর্শিদাবাদে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিমের প্রার্থী হওয়া নিয়ে প্রশ্ন তোলেন মমতা ৷ তৃণমূলের ভোট কেটে বিজেপিকে জেতাতে সেলিম প্রার্থী হয়েছেন বলেও তিনি অভিযোগ করেন ৷

Mamata Banerjee
Mamata Banerjee

খড়গ্রাম (মুর্শিদাবাদ), 29 এপ্রিল: তৃণমূল কংগ্রেসের ভোট কেটে বিজেপিকে জিতিয়ে দিতেই মুর্শিদাবাদ লোকসভা আসনে প্রার্থী হয়েছেন সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম ৷ সোমবার মুর্শিদাবাদের খড়গ্রামে আয়োজিত একটি নির্বাচনী জনসভার মঞ্চ থেকে এমনই অভিযোগ করেছেন বাংলার মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷

এ দিন মমতার জনসভা যে এলাকায় হয়, তা জঙ্গিপুর লোকসভা আসনের অধীনে ৷ কিন্তু তার পরও পাশের মুর্শিদাবাদ লোকসভার কথা চলে আসে মমতার ভাষণে ৷ সেখানে সিপিএমের রাজ্য সম্পাদকের প্রার্থী হওয়ার বিষয়টি নিয়ে সমালোচনায় সরব হন তৃণমূল নেত্রী ৷

মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, ‘‘মুর্শিদাবাদ, ওখানে উড়ে এসে একজন বাজপাখি দাঁড়িয়েছেন তৃণমূলের ভোট কাটতে ৷ জাকিরকে বলে গেলাম, খলিলুরকেও বলে যাচ্ছি, সবাইকে বলে যাচ্ছি, নজর দিতে হবে ৷ এরা সকাল সন্ধ্যা আমাদের গালাগালি দেবে ৷ আমাদের ভোট কেটে, সংখ্যালঘুদের মধ্যে ভোট ভাগ করে বিজেপিকে জেতাবে ৷ এই ভুলটা যেন আমরা না করি ৷ আমি আমার কথা আপনাদের কাছে বললাম ৷ আমি আবেদন করলাম ৷’’

এখানে বাজপাখি বলতে যে মমতা আসলে মহম্মদ সেলিমকে বুঝিয়েছেন, তা তাঁর ভাষণ পুরোটা শুনলেই বোঝা যাচ্ছে ৷ কারণ, বাজপাখির বিষয়টি তিনি তোলেন ভাষণের একেবারে শেষের দিকে ৷ কিন্তু সিপিএম-কংগ্রেসের বিরুদ্ধে ভোট-কাটাকাটির অভিযোগ আগেই উল্লেখ করেন মমতা ৷ সেই সময়ই মমতার মুখে সিপিএমের রাজ্য সম্পাদকের নাম শোনা যায় ৷

নিজের ভাষণে ভোট কাটাকাটির প্রসঙ্গ তুলে প্রথমে মমতা বলেন, ‘‘ভোট কাটাকাটি বাংলায় করবেন না দয়া করে ৷ অন্যান্য রাজনৈতিক দলরা, তাদের যে ভালোবেসে সবাই ভোট দিচ্ছে, তা নয় ৷ কিন্তু বিজেপির উপরে সকলে বিরক্ত ৷ তাই বিজেপির বিরুদ্ধে যে ভোটটা যে যেখানে লড়াই করছেন বাংলার বাইরে পান, আমরা নিশ্চই চাই ৷ আমরা যেখানে লড়াই করছি সেটুকু বাদ দিয়ে ৷’’

তাঁর এই বক্তব্যে স্পষ্ট যে তিনি চাইছেন বাংলায় বিজেপি বিরোধী সব ভোট তৃণমূল কংগ্রেসই পাক ৷ সেই কারণে তিনি বিজেপির সঙ্গে কংগ্রেস ও সিপিএমের গোপন আঁতাতের অভিযোগ আরও একবার তুলেছেন ৷ মমতা বলেন, ‘‘মনে রাখবেন বাংলায় বিজেপির দু’টো চোখ ৷ আর একটা সিপিএম আর একটা কংগ্রেস ৷ দু’জনে মিলে জোট তৈরি করেছে ৷ সিপিএমের অত্যাচার ভুলে গেলেন এত তাড়াতাড়ি ? মা-বোনেরা সিপিএমের আমলের সব অত্যাচার ভুলে গেলেন ?’’

এর পরই মমতার মুখে সেলিমের নাম শোনা যায় ৷ তিনি বলেন, ‘‘মুর্শিদাবাদে পাঠিয়েছে কংগ্রেসরা সেলিমকে লড়তে ৷ উত্তর দিনাজপুরে পাঠিয়েছে ফরওয়ার্ড ব্লকের রমজানকে লড়তে ৷ মালদায় পাঠিয়েছে আরেকজনকে লড়তে ৷ অর্থাৎ যে আসনগুলো তৃণমূলের পাক্কা আসন, সেগুলোতে জল ঢেলে দিয়ে, ঘোল ঘেঁটে দিয়ে যাতে বিজেপিকে জেতানো যায় তৃণমূল কংগ্রেসের ভোটটা কেটে ৷’’

তাই জনতার উদ্দেশ্যে মমতার আবেদন, ‘‘আমি বারবার বলব ভুল করলে কিন্তু আর হবে না ৷ এই সুযোগ হারাবেন না ৷’’

আরও পড়ুন:

  1. ধস কবলিতরা বিপদে পড়লে ইসিএলকে ছাড়ব না, কেন্দ্রের পুনর্বাসন নিয়ে হুঁশিয়ারি মমতার
  2. আগে আমি ভাবতাম আরএসএস মানে ত্যাগী..., দাঁতনের সভায় মন্তব্য মমতার
  3. ঊনিশের তুলনায় উত্তরপ্রদেশে এবার কম আসন পাবে বিজেপি, দাবি মমতার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.