ETV Bharat / politics

উত্তরে পদ্মে কাঁটা! আমার লোকদের কাঁদিয়েছে; মনোজকে এড়িয়ে বিস্ফোরক বার্লা

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 4:09 PM IST

Updated : Mar 6, 2024, 4:40 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Alipurduar BJP Candidate for Lok Sabha Election: 2024 লোকসভা নির্বাচনে আলিপুরদুয়ারের টিকিট পাননি ৷ তাঁর ক্ষোভ এতটাই, যে রাজ্য নেতৃত্বকে বাড়িতে বসিয়ে রেখেও দেখা করলেন না কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷ এমনকী দেখা করলেন না, তাঁর লোকসভার নতুন প্রার্থীর সঙ্গেও ৷

জন বার্লার বাড়িতে গিয়ে সাক্ষাৎ না করেই ফিরলেন মনোজ টিগ্গা-সহ বিজেপির নেতারা

জলপাইগুড়ি, 6 মার্চ: বাড়িতেই ছিলেন, তবুও রাজ্য নেতৃত্বের সঙ্গে দেখা করলেন না ৷ দীর্ঘক্ষণ বসে থেকে চলে যেতে হল বিজেপির রাজ্য সম্পাদক দীপক বর্মন এবং আলিপুরদুয়ার লোকসভার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গাকে ৷ কথা হচ্ছে, আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ তথা কেন্দ্রীয় রাষ্ট্রমন্ত্রী জন বার্লার ৷ কিন্তু, কেন এমনটা করলেন তিনি ?

যে প্রশ্নের জবাব জন বার্লার মুখে একাধিক অভিযোগ আলিপুরদুয়ার লোকসভার বিজেপি প্রার্থী মনোজ টিগ্গার বিরুদ্ধে ৷ তিনি বলেন, "এই লোক আমার নামে কেন্দ্র ও রাজ্য নেতৃত্বের কাছে অভিযোগ করেছে, আমি কোনও কাজ করিনি আলিপুরদুয়ারের জন্য ৷ কিন্তু, আমাকে অনুরোধ করে বীরপাড়া স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের স্টপেজ করাল ৷ আজকে তার উদ্বোধন ৷ এটা কে করে দিল, এই জন বার্লা ৷"

এখানেই থামেননি কেন্দ্রীয় সংখ্যালঘু মন্ত্রকের রাষ্ট্রমন্ত্রী ৷ তাঁর অভিযোগ, "আমি নাকি বড় বাড়ি করেছি ৷ আমি ওটা নিজের জন্য করিনি ৷ আমার বাড়ির বাগানে যে ঘর বাড়িয়েছি, সেখানে 50-60 জন বিজেপি কর্মী থাকছে ৷ তৃণমূলের অত্যাচারে যাঁরা ঘরছাড়া, তাঁদের আশ্রয় দিয়েছি ৷ আর আমার নামে অভিযোগ করছে ৷ নিজেরগুলো বলে না তো ৷ সিকিমে নিজের 15টা বোল্ডারের গাড়ি চলে, সেগুলি তো বলে না ৷"

আর আজকে মনোজ টিগ্গা এবং বিজেপির রাজ্য সম্পাদক দীপক বর্মনের সঙ্গে দেখা না করার প্রসঙ্গে শীর্ষ নেতৃত্বের বিরুদ্ধেও ক্ষোভ উগড়ে দিয়েছেন আলিপুরদুয়ারের বিদায়ী সাংসদ ৷ তিনি বলেন, "প্রার্থী ঘোষণার আগে আমাকে বলা হয়নি ৷ ঘোষণার পরে জেনেছি ৷ আগে তো আমার সঙ্গে দেখা করতে আসেনি ৷ এখন কেন আসছে ? যে আমার কার্যকর্তা, চা বাগানের শ্রমিক এবং আলিপুরদুয়ারের মানুষকে কাঁদিয়েছে, তাঁর সঙ্গে আমি কেন দেখা করব ? আমার লোকজনদের রাতের ঘুম কেড়ে নিয়েছে ৷ ওঁরা বলছে, দাদা আমরা রাতে ঘুমাতে পারছি না ৷ এটা কীভাবে হল ! যে আমার লোকজনের ঘুম কেড়েছে, তার সঙ্গে আমাকে দেখা করতে হবে, কখনও না ৷"

কিন্তু, বাড়িতে থেকেও একবারের জন্য দেখা করলেন না জন বার্লা ! এনিয়ে মনোজ টিগ্গাকে প্রশ্ন করা হলে, জন বার্লার বাড়িতে থাকার বিষয়টি অস্বীকার করেন তিনি ৷ বলেন, "আমি ভোটে দাঁড়িয়েছি ৷ বড় দাদাক সঙ্গে দেখা করতে এসেছিলাম ৷ উনি আজ ব্যস্ত আছেন ৷ উনি বাড়িতে নেই ৷ বীরপাড়ায় রেলের স্টপেজের উদ্বোধন আছে ৷ সেখানে গেছেন ৷ পরে অবশ্যই দেখা হবে ৷"

একদিকে জন বার্লা প্রকাশ্যে মনোজ টিগ্গার বিরুদ্ধে বিষোদগার করছেন ৷ তাঁর টিকিট না পাওয়ার জন্য মাদারিহাটের বিধায়ককেই দায়ী করেছেন ৷ সেখানে ভোটের আগে কোনও বিতর্কিত মন্তব্য করতে চাইলেন না আলিপুরদুয়ারের লোকসভার প্রার্থী ৷ আবেগ নিয়ন্ত্রণে রেখে দলের অন্দরের দ্বন্দ্বকে লুকিয়ে রাখার চেষ্টা করলেন ৷ কিন্তু, তাঁর সেই চেষ্টা সাফল্যের সঙ্গে পণ্ড করলেন জন বার্লা ৷

আরও পড়ুন:

  1. মনোজ টিগ্গা প্রার্থী হতেই আলিপুরদুয়ারে প্রকাশ্যে বিজেপির গোষ্ঠীদ্বন্দ্ব
  2. পৃথক রাজ্য ও ভাষার স্বীকৃতি না পেলে বিজেপিকে ভোট নয়, হুঁশিয়ারি কেপিপির
  3. নয়াদিল্লিতে শাহী-সাক্ষাতে মনোজ টিগ্গা
Last Updated :Mar 6, 2024, 4:40 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.