মথুরাপুর, 24 মে: ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশকে চ্যালেঞ্জ জানানোর হুঁশিয়ারি দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ 5 লক্ষ শংসাপত্র খারিজ করার পিছনে ষড়যন্ত্রের অভিযোগও তুলেছেন মমতা ৷ কলকাতা হাইকোর্টের বিচারপতিদের একাংশের বিরুদ্ধে বিজেপির হয়ে রায়দানের অভিযোগ করলেন তিনি ৷ এনিয়ে মমতার অভিযোগ, "বিজেপির হয়ে কলকাতা হাইকোর্টের বিচারপতিরা রায় দিচ্ছেন ৷ ভোটের ঠিক আগে এটা চক্রান্ত নয়তো কী ?"
আজ মথুরাপুর লোকসভায় তৃণমূলের প্রচারে মমতা বলেন, "এবার একজন বলছে 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল ৷ আমি বলছি বাতিল নয় ৷ এত তাড়াতাড়ি বাতিল করা সম্ভব নয় ৷ মানুষ অনেক কষ্ট করে করেছে ৷ আপনার রায়দান, বিজেপির রায়দান ৷ আপনার রায়কে চ্যালেঞ্জ করে আমরা উচ্চতর আদালতে যাব ৷ আমরা জানি কীভাবে এটাকে রুখতে হয় ৷" উল্লেখ্য়, কলকাতা হাইকোর্টের বিচারপতি তপোব্রত চক্রবর্তী এবং বিচারপতি রাজাশেখর মান্থার ডিভিশন বেঞ্চ 2010 সালের পর ইস্যু হওয়া প্রায় 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিলের নির্দেশ দিয়েছেন ৷
প্রসঙ্গত, হাইকোর্টের ডিভিশন বেঞ্চের এই রায়কে বদলাতে হলে, রাজ্য সরকারকে সুপ্রিম কোর্টের আবেদন করতে হবে ৷ আর তা সম্ভব গরমের ছুটির পর ৷ এই মুহূর্তে শীর্ষ আদালতে গরমের ছুটি চলছে ৷ তারপরেই রাজ্য সরকার কলকাতা হাইকোর্টে ডিভিশন বেঞ্চের রায়ের বিরুদ্ধে আবেদন করতে পারবে ৷
আরও পড়ুন:
মুখ্যমন্ত্রীর অভিযোগ, তাঁর অজান্তেই নাকি ওবিসি শংসাপত্র নিয়ে কলকাতা হাইকোর্টে এই মামলা ও রায়দান হয়েছে ৷ নির্বাচনের সময় পুরো বিষয়টি একটা চক্রান্তের অংশ হিসেবে অভিযোগ করেছেন মমতা ৷ কলকাতা হাইকোর্টের এই রায়ের সূত্রেই নরেন্দ্র মোদি এবং অমিত শাহকে অভিন্ন দেওয়ানি বিধি বা ইউনিফর্ম সিলিভ কোড নিয়ে নিশানা করেন তৃণমূল সুপ্রিমো ৷
আরও পড়ুন:
মমতার অভিযোগ, "নরেন্দ্র মোদি আর অমিত শাহ বলছেন, তফসিলিদের সংরক্ষণ কেড়ে নিয়ে নাকি সংখ্যালঘুদের দেওয়া হচ্ছে ৷ এটা কখনও হতে পারে না ৷ সংবিধানে সেটা সম্ভব নয় ৷ এটা আসলে তফসিলি এবং সংখ্যালঘুদের মধ্যে দ্বন্দ্ব তৈরি করার জন্য বিজেপির চক্রান্ত ৷ আর সেই পরিকল্পনা করেই এই 5 লক্ষ ওবিসি শংসাপত্র বাতিল করেছে ৷"
নির্বাচনে টাকা দিয়ে ভোট কেনার অভিযোগও করেছেন মমতা ৷ তিনি বলেন, "বলছে, তৃণমূল টাকা চুরি করেছে ৷ সন্দেশখালিতে দেখেননি, প্ল্যান করেছিল ৷ প্ল্যান করে বদনাম করার চেষ্টা করা হয়েছিল ৷ সব ধরা পড়ে গিয়েছে ৷ এখন আবার গ্রামগুলোতে কোটি কোটি টাকা নিয়ে যাচ্ছে ৷ তাও কেন্দ্রীয় সরকারের গাড়িতে করে ৷ গরিব মানুষের খাবারের ব্যবস্থা করতে পারে না ৷ এখন ভোটের জন্য লক্ষ লক্ষ কোটি কোটি টাকা নিয়ে গ্রামে ঢুকছে ৷ আমি পুলিশকে বলছি, নাকা চেকিং বাড়াতে ৷"
আরও পড়ুন: