ETV Bharat / politics

'হারাতঙ্ক রোগে ভুগছেন মোদি', বিচারপতিদের একাংশকেও নিশানা মমতার - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 24, 2024, 12:41 PM IST

Mamata Banerjee: মোদির পাশাপাশি বিচার ব্যবস্থার একাংশকেও নিশানা করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ ভোটে হেরে যাওয়ার আতঙ্কে ভুগছেন বলেও মোদিকে নিশানা মুখ্যমন্ত্রীর ৷

Mamata Banerjee
মমতা বন্দ্যোপাধ্য়ায় (নিজস্ব চিত্র)

সাগর, 24 মে: 'হেরে যাওয়ার ভয়ে বিজেপি হারাতঙ্ক রোগে ভুগছে ৷' শুক্রবার মথুরাপুর লোকসভা কেন্দ্রের তৃণমূলের প্রার্থীর সমর্থনে নির্বাচনী সভা থেকে এই ভাষাতেই আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায় ৷ পাশাপাশি সরাসরি প্রধানমন্ত্রীকেও একহাত নিয়েছেন মমতা ৷ এদিন তিনি বলেন, "নির্বাচন 10 দিন বাদে শেষ হয়ে যাবে ৷ আমি যা বলি সেটাই করি, আর বিজেপি যা বলে সেটা করে না ৷ সকাল থেকে উঠে মিথ্য়া কথা বলেন প্রধানমন্ত্রী ৷"

অন্যদিকে, এদিনও ওবিসি সংরক্ষণ নিয়ে সরব হয়েছেন মুখ্যমন্ত্রী ৷ আর হাইকোর্টের রায়ের প্রসঙ্গে বলতে গিয়ে বিচারপতি এবং বিচার ব্যবস্থার একাংশকেও নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন তিনি সরাসরি বলেন, "মানুষ যখন কোথাও বিচার পায় না তখন আদালতে যায়। কিন্তু এখন মানুষকেই নিজের বিচার করতে হবে। আমরা আদালতের অসম্মান করি না। কিন্তু কয়েক জনের রায়ের ভিত্তি নেই। কোনও বিচারপতি বলেন, ‘‘আরএসএস করতাম !’’

আরও পড়ুন:

মথুরাপুরের তৃণমূল প্রার্থী বাপি হালদারের সমর্থনে এদিন সাগর বিধানসভার রুদ্রনগরে নির্বাচনী প্রচার করেন মমতা বন্দ্যোপাধ্যায়ের। রাজ্যের একাধিক মন্ত্রী-সহ সেই সভায় হাজির ছিলেন মথুরাপুর লোকসভা কেন্দ্রের সাত বিধানসভার বিধায়করা। এই জনসভা থেকেই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে একের পর এক তোপ দাগেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যদিকে, রাজ্যকে বঞ্চনার কথা বলে বিজেপিকেও নিশানা করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

গঙ্গাসাগরে কপিলমুনি মন্দির রক্ষা করার জন্য কেন্দ্র অনুদান দিচ্ছে না বলেও এদিন অভিযোগ করেন রাজ্যের মুখ্যমন্ত্রী ৷ এদিন মমতা বলেন, "আমাদের 1 লক্ষ 84 হাজার কোটি টাকা মোদিবাবুরা আটকে রেখেছে ৷ আমরা 11 লক্ষ পাকা বাড়ি ডিসেম্বরে বানিয়ে দেব ৷ আমরা যেটা বলি সেটা করি ৷ ওরা যেটা বলে সেটা ফালতু ৷ কোনও গ্য়ারান্টি নেই ৷ আমি ওবিসিদের সংরক্ষণ কাড়তে দেব না ৷ সংরক্ষণ যেমন চলছে তেমনই চলবে ৷ সব যেমন চলছে তেমনই চলবে ৷ ভয় পাওয়ার কিছু নেই ৷"

এর সঙ্গেই প্রধানমন্ত্রী মোদিকে সরাসরি আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্য়ায় বলেন, "বলছে আমার বাবা-মা ছিল না ৷ তিনি নাকি বায়োলজিক্যাল সন্তান নন ৷ ঈশ্বর নাকি তাঁকে তৈরি করেছেন ! জগন্নাথ দেবও নাকি ওর ভক্ত ! তা হলে আপনার মন্দির তৈরি করে দেবে। সেখানে তোমার একটা ছবি রাখব ৷ পুরোহিত রেখে দেব ৷ তুলসি, ধূপ দেব ৷ রোজ ধোকলা, খিচুড়ি প্রসাদ দেব ৷ খাও-দাও আর সেখানেই বসে থাকো ৷ দেশটাকে বিক্রি করতে হবে না ।"

আরও পড়ুন:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.