ETV Bharat / politics

বার্ষিক আয় দু'কোটির উপর, নেই নিজস্ব গাড়ি; কৃষ্ণ কল্যাণীর সম্পত্তির উৎস কী? - Lok Sabha Election 2024

Lok Sabha Election 2024: রায়গঞ্জের তৃণমূল প্রার্থী শিল্পপতি কৃষ্ণ কল্যাণী ৷ বার্ষিক আয় দু'কোটির উপরে হলেও নেই নিজস্ব কোনও গাড়ি ৷ অথচ এলাকায় গাড়ি ছাড়া তাঁর দেখা মেলা ভার ৷ রয়েছে উপহারে পাওয়া বাড়ি ৷ হলফনামার সম্পত্তির পরিমাণ দেখলে অবাক না হয়ে উপায় নেই ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 6, 2024, 7:56 PM IST

KRISHNA KALYANI wealth
KRISHNA KALYANI wealth

রায়গঞ্জ, 6 এপ্রিল: তিনি শিল্পপতি ৷ বার্ষিক আয় দু'কোটিরও বেশি ৷ কম যান না তাঁর স্ত্রীও ৷ তাঁরও বার্ষিক আয় বেশ কয়েক লক্ষ টাকা ৷ অথচ রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী কিংবা তাঁর স্ত্রী নিশা কল্যাণীর কোনও গাড়ি নেই ৷ মানুষ বলছে, শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি বাদে কৃষ্ণ কল্যাণী বা তাঁর স্ত্রীকে গাড়ি ছাড়া রাস্তায় দেখেননি কেউ ৷ মনোনয়নপত্রের সঙ্গে কৃষ্ণের জমা করা হলফনামা দেখে বিস্মিত সবাই ৷

2021 সালে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৃষ্ণ ৷ প্রথমবারেই বাজিমাত ৷ পদ্মের বিধায়ক হিসাবে বিধানসভায় শপথ নেন তিনি ৷ দিন গড়ানোর সঙ্গে তাঁর ফুল প্রীতি বদলে যায় ৷ সেবছরই অক্টোবরে যোগ দেন ঘাসফুলে ৷ তাঁর বাবা প্রয়াত দীনদয়াল কল্যাণীও ছিলেন তৃণমূল নেতা ৷ 2023 সালে তিনি মেরঠের চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে বিকম ডিগ্রি হাসিল করেছেন ৷ বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ছ'কোটি টাকা ৷ এবার তিনি রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী ৷

কৃষ্ণ কল্যাণীর সম্পত্তির পরিমাণ

2022-23 আর্থিক বছরে তাঁর আয় ছিল দু'কোটি 76 লক্ষ 91 হাজার 820 টাকা ৷ সেবছর তাঁর স্ত্রী নিশা কল্যাণীর আয় ছিল 38 লক্ষ 76 হাজার 220 টাকা ৷ 2021-22 অর্থবর্ষে কৃষ্ণের আয় ছিল দু'কোটি পাঁচ লক্ষ 67 হাজার 390 টাকা ৷ সেবছর তাঁর স্ত্রীর আয় ছিল 35 লক্ষ 27 হাজার 447 টাকা ৷

কৃষ্ণ কল্যাণীর স্থাবর সম্পত্তি

কলকাতার বালিগঞ্জ প্লেসের গড়িয়াহাটে তাঁর একটি উপহার পাওয়া ফ্ল্যাট রয়েছে ৷ রায়গঞ্জের বন্দর এলাকায় একটি উপহার পাওয়া বাড়িও রয়েছে ৷ রায়গঞ্জ ও কলকাতায় আরও একটি করে ফ্ল্যাট রয়েছে তাঁর ৷ ফ্ল্যাট রয়েছে বারাণসিতেও ৷

কৃষ্ণ কল্যাণীর অস্থাবর সম্পত্তি

তাঁর কিংবা তাঁর স্ত্রীর নিজস্ব কোনও গাড়ি নেই ৷ এই মুহূর্তে তাঁর ব্যাংক ঋণ রয়েছে এক কোটি 29 লক্ষ 65 হাজার 314 টাকা 15 পয়সা ৷ তাঁর কোনও স্বর্ণালঙ্কার না থাকলেও স্ত্রী নিশার নামে 396 গ্রাম সোনা এবং দেড় কিলো রুপোর অলঙ্কার রয়েছে ৷

কৃষ্ণ কল্যাণীর নামে মামলা

তৃণমূল প্রার্থী হলফনামায় জানিয়েছেন, তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই ৷

আরও পড়ুন:

  1. মথুরার বিজেপি প্রার্থীর গয়না-গাড়ির শখ, কত সম্পত্তির মালিক 'ড্রিমগার্ল'
  2. আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থীর নামে একাধিক মামলা, সম্পত্তির পরিমাণ কত ?
  3. জলপাইগুড়িতে ভোটের ইস্যু ‘বাংলাদেশ’! তেঁতুলিয়া করিডর চালুর প্রতিশ্রুতি বিজেপির জয়ন্ত রায়ের

রায়গঞ্জ, 6 এপ্রিল: তিনি শিল্পপতি ৷ বার্ষিক আয় দু'কোটিরও বেশি ৷ কম যান না তাঁর স্ত্রীও ৷ তাঁরও বার্ষিক আয় বেশ কয়েক লক্ষ টাকা ৷ অথচ রায়গঞ্জ কেন্দ্রের তৃণমূল প্রার্থী কৃষ্ণ কল্যাণী কিংবা তাঁর স্ত্রী নিশা কল্যাণীর কোনও গাড়ি নেই ৷ মানুষ বলছে, শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি বাদে কৃষ্ণ কল্যাণী বা তাঁর স্ত্রীকে গাড়ি ছাড়া রাস্তায় দেখেননি কেউ ৷ মনোনয়নপত্রের সঙ্গে কৃষ্ণের জমা করা হলফনামা দেখে বিস্মিত সবাই ৷

2021 সালে রায়গঞ্জ বিধানসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন কৃষ্ণ ৷ প্রথমবারেই বাজিমাত ৷ পদ্মের বিধায়ক হিসাবে বিধানসভায় শপথ নেন তিনি ৷ দিন গড়ানোর সঙ্গে তাঁর ফুল প্রীতি বদলে যায় ৷ সেবছরই অক্টোবরে যোগ দেন ঘাসফুলে ৷ তাঁর বাবা প্রয়াত দীনদয়াল কল্যাণীও ছিলেন তৃণমূল নেতা ৷ 2023 সালে তিনি মেরঠের চৌধুরী চরণ সিং বিশ্ববিদ্যালয় থেকে বিকম ডিগ্রি হাসিল করেছেন ৷ বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ প্রায় ছ'কোটি টাকা ৷ এবার তিনি রায়গঞ্জ লোকসভা আসনে তৃণমূলের প্রার্থী ৷

কৃষ্ণ কল্যাণীর সম্পত্তির পরিমাণ

2022-23 আর্থিক বছরে তাঁর আয় ছিল দু'কোটি 76 লক্ষ 91 হাজার 820 টাকা ৷ সেবছর তাঁর স্ত্রী নিশা কল্যাণীর আয় ছিল 38 লক্ষ 76 হাজার 220 টাকা ৷ 2021-22 অর্থবর্ষে কৃষ্ণের আয় ছিল দু'কোটি পাঁচ লক্ষ 67 হাজার 390 টাকা ৷ সেবছর তাঁর স্ত্রীর আয় ছিল 35 লক্ষ 27 হাজার 447 টাকা ৷

কৃষ্ণ কল্যাণীর স্থাবর সম্পত্তি

কলকাতার বালিগঞ্জ প্লেসের গড়িয়াহাটে তাঁর একটি উপহার পাওয়া ফ্ল্যাট রয়েছে ৷ রায়গঞ্জের বন্দর এলাকায় একটি উপহার পাওয়া বাড়িও রয়েছে ৷ রায়গঞ্জ ও কলকাতায় আরও একটি করে ফ্ল্যাট রয়েছে তাঁর ৷ ফ্ল্যাট রয়েছে বারাণসিতেও ৷

কৃষ্ণ কল্যাণীর অস্থাবর সম্পত্তি

তাঁর কিংবা তাঁর স্ত্রীর নিজস্ব কোনও গাড়ি নেই ৷ এই মুহূর্তে তাঁর ব্যাংক ঋণ রয়েছে এক কোটি 29 লক্ষ 65 হাজার 314 টাকা 15 পয়সা ৷ তাঁর কোনও স্বর্ণালঙ্কার না থাকলেও স্ত্রী নিশার নামে 396 গ্রাম সোনা এবং দেড় কিলো রুপোর অলঙ্কার রয়েছে ৷

কৃষ্ণ কল্যাণীর নামে মামলা

তৃণমূল প্রার্থী হলফনামায় জানিয়েছেন, তাঁর নামে কোনও ফৌজদারি মামলা নেই ৷

আরও পড়ুন:

  1. মথুরার বিজেপি প্রার্থীর গয়না-গাড়ির শখ, কত সম্পত্তির মালিক 'ড্রিমগার্ল'
  2. আলিপুরদুয়ারের বিজেপি প্রার্থীর নামে একাধিক মামলা, সম্পত্তির পরিমাণ কত ?
  3. জলপাইগুড়িতে ভোটের ইস্যু ‘বাংলাদেশ’! তেঁতুলিয়া করিডর চালুর প্রতিশ্রুতি বিজেপির জয়ন্ত রায়ের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.