ETV Bharat / politics

প্রার্থীদের কিনে মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে বিজেপি, অভিযোগ পিনারাই বিজয়নের - Kerala CM Pinarayi Vijayan

Kerala CM Pinarayi Vijayan: বুধবার কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিএমের পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়ন একটি বিবৃতি দিয়েছেন ৷ সেই বিবৃতিতে তিনি বিজেপি ও কংগ্রেসের সমালোচনা করেছেন ৷ কেরালার মানুষকে তিনি শুধুমাত্র বাম প্রার্থীদের ভোট দেওয়ার জন্য আবেদন করেছেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 24, 2024, 8:04 PM IST

Kerala CM Pinarayi Vijayan
Kerala CM Pinarayi Vijayan

কান্নুর, 24 এপ্রিল: সুরাত লোকসভা আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি ৷ এই নিয়ে বিজেপির কড়া সমালোচনা করলেন কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিএমের পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়ন ৷ তাঁর অভিযোগ, বিজেপি এখন আর ঘোড়া কেনাবেচায় বিশ্বাস করে না ৷ তারা এখন বিজয়ীদের অর্থের বিনিময়ে দলে টানার চেষ্টা করে না ৷ বরং প্রার্থীদের কিনে নিচ্ছে ৷ বুধবার বিজয়নের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেছেন ৷ ওই বিবৃতিতে বিজয়নের আরও দাবি, এভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে বিজেপি ৷ তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে ৷

তবে শুধু বিজেপির বিরুদ্ধেই তোপ দেগে থেমে যাননি পিনারাই বিজয়ন ৷ তিনি কংগ্রেসেরও সমালোচনা করেছেন ৷ টেনে এনেছেন অরুণাচল প্রদেশের উদাহরণ ৷ যেখানে বিধানসভা নির্বাচনে বিজেপির 10 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন ৷ বিজয়নের অভিযোগ, কংগ্রেসের প্রার্থীরাই লাইন দিয়ে বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছেন ৷ প্রথমে অরুণাচল প্রদেশে তা শুরু হয় ৷ সেই ধারাই অব্য়াহত হয়েছে সুরাতে ৷

বিজয়নের আরও দাবি, প্রথমে জানা গিয়েছিল যে সুরাতে কংগ্রেস প্রার্থী তাঁর মনোনয়নের সঙ্গে জমা দেওয়া হলফনামায় অন্যদের সই জাল করেছেন ৷ তাই মনোনয়নপত্র বাতিল হয়ে গিয়েছে ৷ পরে জানা যায় যে কংগ্রেস-সহ অন্য প্রার্থীরা বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছেন ৷ তিনি কংগ্রেস প্রার্থীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ এই প্রার্থীদের মধ্য়ে যাঁরা জয়ী, হবেন তাঁদের কতজন শেষপর্যন্ত কংগ্রেসে থাকবেন, সেই প্রশ্নও ওই বিবৃতিতে তুলেছেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা ৷

বিজয়নের আরও দাবি, কেরালায় কংগ্রেস নেতারা আরএসএস-কে রক্ষা করছে ৷ স্থানীয় কংগ্রেস নেতারা আঞ্চলিক দল গড়ে বিজেপির সঙ্গে হাত মেলাতে চায় বলে অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্বয়ং জানিয়েছেন ৷ কংগ্রেস প্রার্থী হিসেবে যাঁরা লড়ছেন, তাঁরাও সেই দলে আছেন, এই প্রশ্ন তুলেছেন বিজয়ন ৷ তাই বিজয়নের কটাক্ষ, এর থেকে প্রমাণিত বিজেপির বিদ্বেষের রাজনীতিকে হারাতে কংগ্রেস কতটা আন্তরিক ৷ সেই কারণে তিনি কেরালায় বাম প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন করেছেন ৷

আরও পড়ুন:

  1. সুরাত লোকসভায় ফুটল পদ্ম, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপির মুকেশ দালাল
  2. নির্বাচনী বন্ডের বিরুদ্ধে লড়াই করা সিপিএম অর্থ সংগ্রহে কতটা স্বচ্ছ ?
  3. ফোনে কেরলের মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিল বালক

কান্নুর, 24 এপ্রিল: সুরাত লোকসভা আসনে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছে বিজেপি ৷ এই নিয়ে বিজেপির কড়া সমালোচনা করলেন কেরালার মুখ্যমন্ত্রী ও সিপিএমের পলিটব্যুরো সদস্য পিনারাই বিজয়ন ৷ তাঁর অভিযোগ, বিজেপি এখন আর ঘোড়া কেনাবেচায় বিশ্বাস করে না ৷ তারা এখন বিজয়ীদের অর্থের বিনিময়ে দলে টানার চেষ্টা করে না ৷ বরং প্রার্থীদের কিনে নিচ্ছে ৷ বুধবার বিজয়নের তরফে একটি বিবৃতি জারি করা হয়েছে ৷ সেখানেই তিনি এই অভিযোগ করেছেন ৷ ওই বিবৃতিতে বিজয়নের আরও দাবি, এভাবে গণতন্ত্রকে ধ্বংস করছে বিজেপি ৷ তারা মানুষের গণতান্ত্রিক অধিকার কেড়ে নিচ্ছে ৷

তবে শুধু বিজেপির বিরুদ্ধেই তোপ দেগে থেমে যাননি পিনারাই বিজয়ন ৷ তিনি কংগ্রেসেরও সমালোচনা করেছেন ৷ টেনে এনেছেন অরুণাচল প্রদেশের উদাহরণ ৷ যেখানে বিধানসভা নির্বাচনে বিজেপির 10 জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতেছেন ৷ বিজয়নের অভিযোগ, কংগ্রেসের প্রার্থীরাই লাইন দিয়ে বিজেপির কাছে বিক্রি হয়ে যাচ্ছেন ৷ প্রথমে অরুণাচল প্রদেশে তা শুরু হয় ৷ সেই ধারাই অব্য়াহত হয়েছে সুরাতে ৷

বিজয়নের আরও দাবি, প্রথমে জানা গিয়েছিল যে সুরাতে কংগ্রেস প্রার্থী তাঁর মনোনয়নের সঙ্গে জমা দেওয়া হলফনামায় অন্যদের সই জাল করেছেন ৷ তাই মনোনয়নপত্র বাতিল হয়ে গিয়েছে ৷ পরে জানা যায় যে কংগ্রেস-সহ অন্য প্রার্থীরা বিজেপির কাছে বিক্রি হয়ে গিয়েছেন ৷ তিনি কংগ্রেস প্রার্থীদের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন ৷ এই প্রার্থীদের মধ্য়ে যাঁরা জয়ী, হবেন তাঁদের কতজন শেষপর্যন্ত কংগ্রেসে থাকবেন, সেই প্রশ্নও ওই বিবৃতিতে তুলেছেন সিপিএমের এই বর্ষীয়ান নেতা ৷

বিজয়নের আরও দাবি, কেরালায় কংগ্রেস নেতারা আরএসএস-কে রক্ষা করছে ৷ স্থানীয় কংগ্রেস নেতারা আঞ্চলিক দল গড়ে বিজেপির সঙ্গে হাত মেলাতে চায় বলে অসমের মুখ্য়মন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা স্বয়ং জানিয়েছেন ৷ কংগ্রেস প্রার্থী হিসেবে যাঁরা লড়ছেন, তাঁরাও সেই দলে আছেন, এই প্রশ্ন তুলেছেন বিজয়ন ৷ তাই বিজয়নের কটাক্ষ, এর থেকে প্রমাণিত বিজেপির বিদ্বেষের রাজনীতিকে হারাতে কংগ্রেস কতটা আন্তরিক ৷ সেই কারণে তিনি কেরালায় বাম প্রার্থীদের ভোট দেওয়ার আবেদন করেছেন ৷

আরও পড়ুন:

  1. সুরাত লোকসভায় ফুটল পদ্ম, বিনাপ্রতিদ্বন্দ্বিতায় জয়ী বিজেপির মুকেশ দালাল
  2. নির্বাচনী বন্ডের বিরুদ্ধে লড়াই করা সিপিএম অর্থ সংগ্রহে কতটা স্বচ্ছ ?
  3. ফোনে কেরলের মুখ্যমন্ত্রীকে প্রাণনাশের হুমকি দিল বালক
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.