ETV Bharat / politics

প্রথম তালিকায় 39 প্রার্থীকে নিয়েই আশাবাদী কংগ্রেসের জয়রাম রমেশ

Jairam Ramesh: কংগ্রেসের প্রথম তালিকাকে শক্তিশালী বলে মন্তব্য করলেন জয়রাম রমেশ ৷ কংগ্রেসের এই সাংসদ শনিবার এই কথা বলেন ৷ একই সঙ্গে তিনি প্রার্থী বাছাই নিয়ে বিজেপি-কে কটাক্ষ করেন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 9, 2024, 1:11 PM IST

Jairam Ramesh
Jairam Ramesh

পঞ্চমহল (গুজরাত), 9 মার্চ: শুক্রবার কংগ্রেসের তরফে প্রকাশ করা হয়েছে তাদের প্রথম প্রার্থী তালিকা ৷ সেই তালিকা যথেষ্ট শক্তিশালী বলে দাবি করলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ ৷ শনিবার তিনি বলেন, ‘‘এটি একটি শক্তিশালী তালিকা । কিন্তু এটা শুধু প্রথম তালিকা৷ এরকম আরও তালিকা আসবে ।’’

শুক্রবার কংগ্রেসের তরফে 39 জনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় ৷ সেই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম রাহুল গান্ধি ৷ তিনি আবারও কেরালার ওয়েনাড় কেন্দ্র থেকে লড়াই করতে চলেছেন ৷ এছাড়াও তালিকায় শশী থারুর, কেসি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, ডিকে সুরেশের মতো বেশ কিছু উল্লেখযোগ্য নাম রয়েছে ৷ সম্ভবত সেই কারণেই এই তালিকাকে শক্তিশালী বলেছেন জয়রাম রমেশ ৷

তবে তিনি এই সুযোগে বিজেপিকেও কটাক্ষ করেছেন ৷ তিনি বলেন, ‘‘আমরা একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসারে তালিকা প্রকাশ করি ৷ বিজেপিতে তো দু’জন ব্যক্তি সিদ্ধান্ত নেন । আসানসোল থেকে তাদের (বিজেপি) প্রার্থী নাম প্রত্যাহার করেছে ৷ উত্তরপ্রদেশেও একই রকম ঘটনা ঘটেছে । আমরা এরকম করি না ৷ আমাদের একটি নির্দিষ্ট পদ্ধতি আছে ৷’’

উল্লেখ্য, গত 3 মার্চ বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে ৷ সেই তালিকায় ছিল 195 জনের নাম ৷ সেই 195 জনের মধ্যে একজন ছিলেন ভোজপুরী তারকা পবন সিং ৷ তাঁকে আসানসোল থেকে প্রার্থী করা হয় ৷ কিন্তু চলচ্চিত্র জগতে তাঁর কিছু কাজ নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ যার জেরে তিনি নিজেই সরে দাঁড়ান ভোটের লড়াই থেকে ৷ যদিও সোশাল মিডিয়ায় তিনি সরে দাঁড়ানোর কোনও নির্দিষ্ট কারণ জানাননি ৷

অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় কংগ্রেসের তরফে তালিকা প্রকাশের পর সেভাবে কোনও বিতর্ক হয়নি ৷ ওই দিন কংগ্রেস ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, লাক্ষাদ্বীপ, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা ও ত্রিপুরার জন্য প্রার্থী তালিকা প্রকাশ করে ৷ যদিও এবার কংগ্রেসের তালিকায় রাহুল গান্ধির কেন্দ্র নিয়ে যেমন আকর্ষণ ছিল, তেমনই অনেকেই জানতে উৎসুক ছিলেন যে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা প্রার্থী হন কি না ! প্রথম তালিকায় তাঁর নাম নেই ৷ এখন দেখার পরবর্তী তালিকাগুলিতে তাঁর নাম থাকে কি না !

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের আমেঠি ও রায়বরেলিকে গান্ধি পরিবারের গড় হিসেবে মনে করা হয় ৷ যদিও 2019 সালে আমেঠিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল গান্ধি ৷ তবে রায়বরেলিতে ফের জয়ী হন সোনিয়া গান্ধি ৷ তিনি এবার আর রায়বরেলিতে লড়বেন না ৷ তিনি ইতিমধ্যেই রাজস্থান থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন ৷ অনেকের ধারণা, ওই আসনেই লড়তে পারেন প্রিয়াঙ্কা ৷ এখন দেখার সেই ধারণা সত্যি কি না !

(সংবাদসংস্থা এএনআই-এর ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. ওয়েনাড় থেকেই লড়বেন রাহুল গান্ধি, কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকায় নাম নেই প্রিয়াঙ্কার
  2. আর্থিক তছরুপ মামলায় শিবকুমারের বিরুদ্ধে অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টের
  3. দমন ও দিউ থেকে লোকসভায় লড়বেন প্রিয়াঙ্কা, দাবি কংগ্রেস সূত্রের

পঞ্চমহল (গুজরাত), 9 মার্চ: শুক্রবার কংগ্রেসের তরফে প্রকাশ করা হয়েছে তাদের প্রথম প্রার্থী তালিকা ৷ সেই তালিকা যথেষ্ট শক্তিশালী বলে দাবি করলেন কংগ্রেস সাংসদ জয়রাম রমেশ ৷ শনিবার তিনি বলেন, ‘‘এটি একটি শক্তিশালী তালিকা । কিন্তু এটা শুধু প্রথম তালিকা৷ এরকম আরও তালিকা আসবে ।’’

শুক্রবার কংগ্রেসের তরফে 39 জনের নাম প্রার্থী হিসেবে ঘোষণা করা হয় ৷ সেই তালিকায় সবচেয়ে উল্লেখযোগ্য নাম রাহুল গান্ধি ৷ তিনি আবারও কেরালার ওয়েনাড় কেন্দ্র থেকে লড়াই করতে চলেছেন ৷ এছাড়াও তালিকায় শশী থারুর, কেসি বেণুগোপাল, ভূপেশ বাঘেল, ডিকে সুরেশের মতো বেশ কিছু উল্লেখযোগ্য নাম রয়েছে ৷ সম্ভবত সেই কারণেই এই তালিকাকে শক্তিশালী বলেছেন জয়রাম রমেশ ৷

তবে তিনি এই সুযোগে বিজেপিকেও কটাক্ষ করেছেন ৷ তিনি বলেন, ‘‘আমরা একটি নির্দিষ্ট পদ্ধতি অনুসারে তালিকা প্রকাশ করি ৷ বিজেপিতে তো দু’জন ব্যক্তি সিদ্ধান্ত নেন । আসানসোল থেকে তাদের (বিজেপি) প্রার্থী নাম প্রত্যাহার করেছে ৷ উত্তরপ্রদেশেও একই রকম ঘটনা ঘটেছে । আমরা এরকম করি না ৷ আমাদের একটি নির্দিষ্ট পদ্ধতি আছে ৷’’

উল্লেখ্য, গত 3 মার্চ বিজেপি তাদের প্রথম প্রার্থী তালিকা প্রকাশ করে ৷ সেই তালিকায় ছিল 195 জনের নাম ৷ সেই 195 জনের মধ্যে একজন ছিলেন ভোজপুরী তারকা পবন সিং ৷ তাঁকে আসানসোল থেকে প্রার্থী করা হয় ৷ কিন্তু চলচ্চিত্র জগতে তাঁর কিছু কাজ নিয়ে বিতর্ক তৈরি হয় ৷ যার জেরে তিনি নিজেই সরে দাঁড়ান ভোটের লড়াই থেকে ৷ যদিও সোশাল মিডিয়ায় তিনি সরে দাঁড়ানোর কোনও নির্দিষ্ট কারণ জানাননি ৷

অন্যদিকে শুক্রবার সন্ধ্যায় কংগ্রেসের তরফে তালিকা প্রকাশের পর সেভাবে কোনও বিতর্ক হয়নি ৷ ওই দিন কংগ্রেস ছত্তিশগড়, কর্ণাটক, কেরালা, লাক্ষাদ্বীপ, মেঘালয়, নাগাল্যান্ড, সিকিম, তেলেঙ্গানা ও ত্রিপুরার জন্য প্রার্থী তালিকা প্রকাশ করে ৷ যদিও এবার কংগ্রেসের তালিকায় রাহুল গান্ধির কেন্দ্র নিয়ে যেমন আকর্ষণ ছিল, তেমনই অনেকেই জানতে উৎসুক ছিলেন যে প্রিয়াঙ্কা গান্ধি বঢরা প্রার্থী হন কি না ! প্রথম তালিকায় তাঁর নাম নেই ৷ এখন দেখার পরবর্তী তালিকাগুলিতে তাঁর নাম থাকে কি না !

প্রসঙ্গত, উত্তরপ্রদেশের আমেঠি ও রায়বরেলিকে গান্ধি পরিবারের গড় হিসেবে মনে করা হয় ৷ যদিও 2019 সালে আমেঠিতে বিজেপির স্মৃতি ইরানির কাছে হেরে যান রাহুল গান্ধি ৷ তবে রায়বরেলিতে ফের জয়ী হন সোনিয়া গান্ধি ৷ তিনি এবার আর রায়বরেলিতে লড়বেন না ৷ তিনি ইতিমধ্যেই রাজস্থান থেকে রাজ্যসভায় নির্বাচিত হয়েছেন ৷ অনেকের ধারণা, ওই আসনেই লড়তে পারেন প্রিয়াঙ্কা ৷ এখন দেখার সেই ধারণা সত্যি কি না !

(সংবাদসংস্থা এএনআই-এর ইনপুট-সহ)

আরও পড়ুন:

  1. ওয়েনাড় থেকেই লড়বেন রাহুল গান্ধি, কংগ্রেসের প্রথম প্রার্থী তালিকায় নাম নেই প্রিয়াঙ্কার
  2. আর্থিক তছরুপ মামলায় শিবকুমারের বিরুদ্ধে অভিযোগ খারিজ সুপ্রিম কোর্টের
  3. দমন ও দিউ থেকে লোকসভায় লড়বেন প্রিয়াঙ্কা, দাবি কংগ্রেস সূত্রের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.