ETV Bharat / politics

ঘাটালে কি দেব বনাম হিরণ! চোর সাংসদ মুক্ত কেন্দ্রই লক্ষ্য, টিকিট পেয়ে বললেন প্রার্থী

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 10:07 PM IST

Hiranmoy Chatterjee: লোকসভা ভোটে ঘাটালের প্রার্থী হচ্ছেন হিরণ চট্টোপাধ্যায়। এবারের লড়াইটা হবে অভিনেতা বনাম অভিনেতার হতে পারে বলেই মনে করা হচ্ছে। যদিও হিরণ চট্টোপাধ্যায় এক বিবৃতিতে বলেন, "ঘাটালের লড়াইটা হবে চোর সাংসদ মুক্ত করার।" তিনি এও বলেন, "দল টিকিট দিয়েছে। দল যা নির্দেশ দেবে তাই পালন করব।

ঘাটালে দেবের বিরুদ্ধে টিকিট পেয়ে বললেন হিরণ
Hiranmoy Chatterjee

ঘাটাল, 2 মার্চ: অবশেষে হিরণ চট্টোপাধ্যায়ের উপরই ভরসা রাখল দল ৷ লোকসভা ভোটে ঘাটালের হয়ে বিজেপির প্রার্থী হিসেবে নাম ঘোষণা করলেন এই অভিনেতার। সামনেই 2024-এর লোকসভা ভোট। ইতিমধ্যেই মেদিনীপুর জেলার দু'টি লোকসভা কেন্দ্রে বিজেপির প্রার্থী কে হবে তা নিয়েই শোরগোল ছিল রাজনৈতিক মহলে। অনেকেই মনে করছিলেন, ঘাটালে গত লোকসভা ভোটে দেবের বিরুদ্ধে দাপুটে প্রাক্তন আইপিএস অফিসার ভারতী ঘোষকেই পুনরায় দাঁড় করানো হবে ৷

আবার এও শোনা যাচ্ছিল দিলীপ ঘোষের নামও । কিন্তু শেষ পর্যন্ত বিজেপি তার প্রথম তালিকায় ঘাটালের লোকসভা কেন্দ্রে লড়ার জন্য হিরণ চট্টোপাধ্যায়ের নামই মনোনীত করলেন। এদিন সন্ধ্যা নাগাদ এক বিজ্ঞপ্তির মাধ্যমে মোট 20 জনের নাম ঘোষণা হয়েছে। যার মধ্যে ঘাটাল কেন্দ্রে প্রার্থী হিসেবে নাম রয়েছে হিরণ চট্টোপাধ্যায়ের। আর তাতেই কিছুটা হলেও উল্লসিত ঘাটাল এলাকার বিজেপি কর্মী থেকে সমর্থকরা। যদিও দু'বার জেতা সাংসদ হিসেবে এখানে রয়েছেন দেব ওরফে অভিনেতা দীপক অধিকারী।

প্রায় 7 লক্ষ ভোট পেয়ে তিনি জিতেছিলেন। তাঁর বিরুদ্ধে দাঁড়িয়ে প্রাক্তন আইপিএস অফিসার তথা বিজেপি সভানেত্রী ভারতী ঘোষ ভোট পেয়েছিলেন প্রায় 6 লক্ষ মতো। যদিও ঘাটালের সাতটা বিধানসভার মধ্যে মূল লড়াইটা হয়েছিল লালদুর্গ হিসেবে পরিচিত কেশপুরে নিয়ে। 2019-এর লোকসভার শিরোনামে সারা দিনব্যাপী ছিল ভারতী ঘোষের নাম। 2019 লোকসভা ও 2021 বিধানসভা ভোটে বিজেপির হয়ে ভোটে দাঁড়িয়েছিলেন ভারতী ঘোষ। কিন্তু দু'বারই হেরেছেন। এবারে দেবের বিরুদ্ধে লড়াইয়ে নামতে চলেছেন হিরণ চট্টোপাধ্যায়।

এই হিরণ চট্টোপাধ্যায় ইতিমধ্যে খড়গপুর বিধানসভার বিধায়ক এবং খড়গপুর পৌরসভার 33 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবে জেতা বিজেপি প্রার্থী ৷ যদিও হিরণ চট্টোপাধ্যায়কে এদিন সাংবাদিকদের তরফে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, "ঘাটালের দুর্নীতিমুক্ত সাংসদ প্রয়োজন। তাই চোর সাংসদের বিরুদ্ধে আমাদের লড়াই। দল আমাকে মনে করেছে তাই টিকিট দিয়েছে। দল যা বলবে তাই কাজ করব।"

আরও পড়ুন:

  1. আসানসোলে বিহারীবাবুর পালটা ভোজপুরি নায়ক, দেবের মুখোমুখি বিজেপির হিরণ; বাদ বার্লা
  2. 19-র ছায়ায় 24! বারাণসীতেই মোদি-গান্ধিনগরে শাহ, লখনউ থেকে রাজনাথ
  3. মুখপাত্র পদের ইস্তফা গ্রহণ করেছে তৃণমূল নেতৃত্ব, সোশাল মিডিয়ায় দাবি কুণালের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.