ETV Bharat / politics

রাজনীতি থেকে আপাতত অব্যাহতি চেয়ে নাড্ডাকে চিঠি বিজেপি সাংসদ গম্ভীরের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 12:44 PM IST

Updated : Mar 2, 2024, 1:09 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Gautam Gambhir will not contesting in Lok Sabha Elections: আসন্ন লোকসভা নির্বাচনে দ্বিতীয়বার পূর্ব দিল্লির প্রার্থী হচ্ছেন না গৌতম গম্ভীর ৷ আইপিএল সিজন 17-তে তিনি কেকেআরের মেন্টরের দায়িত্বে রয়েছেন ৷ সেই কারণে আজ বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে সেই আবেদন করলেন প্রাক্তন ভারতীয় ক্রিকেটার ৷

নয়াদিল্লি, 2 মার্চ: সম্ভাবনা প্রবল ছিল ৷ আর সেটাই বাস্তবে হল ৷ রাজনীতির মঞ্চ থেকে সরে দাঁড়ালেন পূর্ব দিল্লির সাংসদ তথা প্রাক্তন ভারতীয় ক্রিকেটার গৌতম গম্ভীর ৷ আর তাই সবরকম দায়িত্ব থেকে অব্যাহতি চেয়ে বিজেপির জাতীয় সভাপতি জেপি নাড্ডার কাছে আবেদন জানালেন তিনি ৷ আজ সকালে নিজের সোশাল মিডিয়া সাইটে জেপি নাড্ডা, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে উল্লেখ করে একটি পোস্ট করেন ৷ তাঁর ক্রিকেটীয় দায়বদ্ধতা পালনের জন্য রাজনীতি দায়িত্ব থেকে নিজেকে সরিয়ে নেওয়ার কথা জানিয়েছেন গম্ভীর ৷

আগামী 22 মার্চ থেকে আইপিএল শুরু ৷ বর্তমানে গম্ভীর তাঁর প্রাক্তন দল তথা আইপিএল ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মেন্টর ৷ আইপিএল সিজন 17-র প্রস্তুতি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে ৷ ফলে সেখানে তাঁকে পুরো সময় দিতে হচ্ছে ৷ এই পরিস্থিতিতে আসন্ন লোকসভা নির্বাচনে প্রার্থী হওয়া বা নির্বাচনী প্রচারে অংশ নেওয়া তাঁর পক্ষে সম্ভব নয় ৷ তাই গতবার বিপুল ভোটে পূর্ব দিল্লি কেন্দ্র থেকে জয়ী সাংসদ গৌতম গম্ভীর রাজনৈতিক দায়িত্ব থেকে অব্যাহতি চেয়েছেন ৷

তিনি সোশাল মিডিয়া পোস্টে লিখেছেন, "সম্মানীয় দলীয় সভাপতি জেপি নাড্ডা জি-র কাছে অনুরোধ, আমাকে রাজনৈতিক দায়িত্ব থেকে মুক্তি দিন ৷ যাতে আমি ক্রিকেটের প্রতি আমার আসন্ন দায়িত্ব পালন করতে পারি ৷ আমি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর কাছে খুবই কৃতজ্ঞ, যে তাঁরা আমাকে মানুষের সেবা করার সুযোগ করে দিয়েছিলেন ৷ জয় হিন্দ !"

2019 লোকসভা নির্বাচনে গৌতম গম্ভীর পূর্ব দিল্লি লোকসভা থেকে 3 লক্ষ 91 হাজার 222 ভোটে জিতেছিলেন ৷ প্রতিপক্ষ কংগ্রেসের প্রার্থী অরবিন্দ সিং লাভলিকে হারিয়েছিলেন তিনি ৷ তবে, বিজেপির অন্দরে কানাঘুষ চলছিল যে, আসন্ন লোকসভা নির্বাচনে গম্ভীরকে পূর্ব দিল্লির আসন থেকে সরিয়ে দেওয়া হতে পারে ৷ আর সেই আবহেই গম্ভীর নিজেকে আগে থেকে সরিয়ে নিলেন বলে মনে করা হচ্ছে ৷ উল্লেখ্য, দিল্লির সাতটি লোকসভা আসনে বিজেপি এখনও তাঁদের কোনও প্রার্থী ঘোষণা করেনি ৷

দিল্লি বিজেপির সংগঠনের সক্রিয় কোনও সদস্যকে ওই আসন থেকে প্রার্থী করতে পারেন মোদি-শাহ জুটি ৷ যেখানে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেব, সাধারণ সম্পাদক হর্ষ মালহোত্রা এবং রাজ্য বিজেপির কোষাধ্যক্ষ বিষ্ণু মিত্তলের নাম উঠে আসছে ৷ সংবাদসংস্থা পিটিআইয়ের খবর অনুযায়ী, গম্ভীরের নিকটজনদের দাবি, পূর্ব দিল্লি লোকসভা কেন্দ্র থেকে নির্বাচনে দাঁড়ানোর প্রস্তুতি নিচ্ছিলেন তিনি ৷ কিন্তু, হঠাৎ করে কেন সিদ্ধান্ত বদল করলেন, তা বোঝা যাচ্ছে না ৷

তবে, মনে করা হচ্ছে শীর্ষ নেতৃত্ব তাঁকে পূর্ব দিল্লির আসন থেকে সরিয়ে দেওয়ার বিষয়টি জোরাল হওয়ার পরেই, গম্ভীর নিজেকে সরিয়ে নিয়েছেন ৷ আর একটি বিষয় হল, আইপিএলে গত দু’বছর গম্ভীর লখনউ সুপার জায়ান্টস ফ্র্যাঞ্চাইজির মেন্টর ছিলেন ৷ এবার নিলামের আগে তিনি তাঁর প্রাক্তন দল কেকেআরের সঙ্গে যুক্ত হন ৷ এবার লোকসভা নির্বাচন ও আইপিএল সমান্তরালভাবে চলবে ৷ সেক্ষেত্রে, পূর্ব দিল্লির প্রার্থী হিসেবে প্রচার ও নির্বাচনী কাজকর্ম এবং আইপিএলের দায়িত্ব পালন একসঙ্গে কতটা সম্ভব, তা নিয়ে সংশয় ছিলই ৷ তাই মনে করা হচ্ছে, বাধ্য হয়েই রাজনীতিকে বিদায় জানিয়েছেন গৌতম গম্ভীর ৷

আরও পড়ুন:

  1. 'প্রথমে কমিশন, পরে পারমিশন'; কৃষ্ণনগরের সভা থেকে তৃণমূলকে কড়া আক্রমণ মোদির
  2. '25 লক্ষ ভুয়ো জবকার্ড তৈরি হয়েছে', 100 দিনের কাজের বকেয়া নিয়ে তৃণমূলকে জবাব মোদির
  3. নাইট সংসারে ফিরছেন গম্ভীর, এবার মেন্টরের ভূমিকায় 2 বারের ট্রফিজয়ী অধিনায়ক
Last Updated :Mar 2, 2024, 1:09 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.