ETV Bharat / politics

রাজ্যে বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান কংগ্রেস কেন্দ্রীয় কমিটি নেতার ! - Lok Sabha Election 2024

Sudip Roy Barman: রাজ্যে বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানালেন কংগ্রেস কেন্দ্রীয় কমিটি নেতা তথা ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : May 2, 2024, 8:06 PM IST

ETV BHARAT
ETV BHARAT

কলকাতা, 2 মে: রাজ্যে বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানালেন কংগ্রেস কেন্দ্রীয় কমিটির নেতা । বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধানভবনে সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন এই আর্জি জানিয়েছেন । যদিও বাম-কংগ্রেসকে বাদ দিয়ে সরাসরি তিনি তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান তিনি জানাননি ।

এ দিন ত্রিপুরা সিপিএম-কে 'চোর' আখ্যা দিয়ে সুদীপ রায় বর্মন বলেন, "আমরাই ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতায় এনে দিয়েছি । বাংলা যেন এই ভুল না করে । বাঙালি রাজনৈতিক সচেতন । কিন্তু আবেগপ্রবণ । বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই । চোর ঠেকাতে ডাকাতকে আনবেন না ৷ পশ্চিমবঙ্গের মানুষকে অনুরোধ ইন্ডিয়া জোটকে জেতান । যেখানে যে বিজেপিকে হারাতে পারবে তাকে ভোট দিন ।"

ত্রিপুরার এই কংগ্রেস নেতা একটা সময়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন । পরে পুনরায় বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি । সে কথা নিজে স্বীকার করে নিয়ে সুদীপ রায় বর্মনের অভিযোগ, "আমি নিজে বিজেপিতে যোগ দিয়েছিলাম । কিন্তু, আবার কংগ্রেসে ফিরে এসেছি । কারণ, বিজেপি নামক রাজনৈতিক দল মানুষ করতে পারে না । তাঁদের এজেন্ডা মন্দির-মসজিদ, হিন্দু-মুসলিম, মঙ্গলসূত্র...। কংগ্রেসই একমাত্র রাজনৈতিক দল যারা এই বিজেপিকে হারাতে পারে । দেশে আর কোনও রাজনৈতিক দল নেই । এ কারণেই এবার সব থেকে কম আসনে লড়াই করছে । বাকিদের সঙ্গে নিয়ে বিজেপিকে রুখতে উদ্যোগী হয়েছে । ফলে, যেন তেন প্রকারে তাকে আটকাতে হবে ।"

কিন্তু, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন, বিজেপির দুই চোখ সিপিএম আর কংগ্রেস । একইভাবে অধীররঞ্জন চৌধুরী বক্তব্য, ভিডিয়ো বিকৃত করে প্রচার করছে তাঁর দল । এ প্রসঙ্গে সুদীপের বক্তব্য, "এটা দেশ বাঁচানোর লড়াই । মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে আছেন । তিনি বারবার সেটা স্পষ্ট করেছেন । রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কারও কারও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ অভিমান থাকতেই পারে । ওই বিকৃত ভিডিয়োর বিরুদ্ধে ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগও করা হয়েছে ।"

একই ভাবে ত্রিপুরায় সিপিএম-কে চোর বলে কটাক্ষ করলেও ইন্ডিয়া জোটে আছে সিপিএম । এমনকি, বাংলায় বাম-কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে লড়ছে । এ বিষয়ে সুদীপের বক্তব্য, "আমি ক্যামেরার সামনে আবারও বলছি । সিপিএম অনেক ভালো ছিল । আমরা তাদের তাড়িয়ে ত্রিপুরায় ডাকাত বিজেপিকে নিয়ে এসেছি । তাই, বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন, বিজেপির বিরুদ্ধে যারাই জিততে পারবেন, সেই রাজনৈতিক দলকে ভোট দিন ।"

আরও পড়ুন:

  1. 24 ঘণ্টার মধ্যেই আমেঠি-রায়বরেলি আসনে প্রার্থীর নাম ঘোষণা, জানাল কংগ্রেস
  2. আদর্শ আচরণবিধি ভঙ্গের শাস্তি! চন্দ্রশেখরের উপর প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের
  3. ভোটের ময়দানে হিংসা-বিদ্বেষের মাঝে রাজনৈতিক সৌজন্যবোধ

কলকাতা, 2 মে: রাজ্যে বিজেপিকে আটকাতে তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান জানালেন কংগ্রেস কেন্দ্রীয় কমিটির নেতা । বৃহস্পতিবার প্রদেশ কংগ্রেস সদর দফতর বিধানভবনে সাংবাদিক সম্মেলনে সর্বভারতীয় কংগ্রেস ওয়ার্কিং কমিটির সদস্য তথা ত্রিপুরা সরকারের প্রাক্তন মন্ত্রী সুদীপ রায় বর্মন এই আর্জি জানিয়েছেন । যদিও বাম-কংগ্রেসকে বাদ দিয়ে সরাসরি তিনি তৃণমূলকে ভোট দেওয়ার আহ্বান তিনি জানাননি ।

এ দিন ত্রিপুরা সিপিএম-কে 'চোর' আখ্যা দিয়ে সুদীপ রায় বর্মন বলেন, "আমরাই ত্রিপুরায় বিজেপিকে ক্ষমতায় এনে দিয়েছি । বাংলা যেন এই ভুল না করে । বাঙালি রাজনৈতিক সচেতন । কিন্তু আবেগপ্রবণ । বিজেপির বিরুদ্ধে আমাদের লড়াই । চোর ঠেকাতে ডাকাতকে আনবেন না ৷ পশ্চিমবঙ্গের মানুষকে অনুরোধ ইন্ডিয়া জোটকে জেতান । যেখানে যে বিজেপিকে হারাতে পারবে তাকে ভোট দিন ।"

ত্রিপুরার এই কংগ্রেস নেতা একটা সময়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন । পরে পুনরায় বিজেপি ছেড়ে কংগ্রেসে যোগ দেন তিনি । সে কথা নিজে স্বীকার করে নিয়ে সুদীপ রায় বর্মনের অভিযোগ, "আমি নিজে বিজেপিতে যোগ দিয়েছিলাম । কিন্তু, আবার কংগ্রেসে ফিরে এসেছি । কারণ, বিজেপি নামক রাজনৈতিক দল মানুষ করতে পারে না । তাঁদের এজেন্ডা মন্দির-মসজিদ, হিন্দু-মুসলিম, মঙ্গলসূত্র...। কংগ্রেসই একমাত্র রাজনৈতিক দল যারা এই বিজেপিকে হারাতে পারে । দেশে আর কোনও রাজনৈতিক দল নেই । এ কারণেই এবার সব থেকে কম আসনে লড়াই করছে । বাকিদের সঙ্গে নিয়ে বিজেপিকে রুখতে উদ্যোগী হয়েছে । ফলে, যেন তেন প্রকারে তাকে আটকাতে হবে ।"

কিন্তু, এ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নিজে বলছেন, বিজেপির দুই চোখ সিপিএম আর কংগ্রেস । একইভাবে অধীররঞ্জন চৌধুরী বক্তব্য, ভিডিয়ো বিকৃত করে প্রচার করছে তাঁর দল । এ প্রসঙ্গে সুদীপের বক্তব্য, "এটা দেশ বাঁচানোর লড়াই । মমতা বন্দ্যোপাধ্যায় ইন্ডিয়া জোটে আছেন । তিনি বারবার সেটা স্পষ্ট করেছেন । রাজনৈতিক লড়াইয়ের ময়দানে কারও কারও নির্দিষ্ট ব্যক্তির বিরুদ্ধে ক্ষোভ অভিমান থাকতেই পারে । ওই বিকৃত ভিডিয়োর বিরুদ্ধে ইতিমধ্যে নির্বাচন কমিশনে অভিযোগও করা হয়েছে ।"

একই ভাবে ত্রিপুরায় সিপিএম-কে চোর বলে কটাক্ষ করলেও ইন্ডিয়া জোটে আছে সিপিএম । এমনকি, বাংলায় বাম-কংগ্রেস ঐক্যবদ্ধ হয়ে লড়ছে । এ বিষয়ে সুদীপের বক্তব্য, "আমি ক্যামেরার সামনে আবারও বলছি । সিপিএম অনেক ভালো ছিল । আমরা তাদের তাড়িয়ে ত্রিপুরায় ডাকাত বিজেপিকে নিয়ে এসেছি । তাই, বাংলার শুভবুদ্ধি সম্পন্ন মানুষের কাছে আমার আবেদন, বিজেপির বিরুদ্ধে যারাই জিততে পারবেন, সেই রাজনৈতিক দলকে ভোট দিন ।"

আরও পড়ুন:

  1. 24 ঘণ্টার মধ্যেই আমেঠি-রায়বরেলি আসনে প্রার্থীর নাম ঘোষণা, জানাল কংগ্রেস
  2. আদর্শ আচরণবিধি ভঙ্গের শাস্তি! চন্দ্রশেখরের উপর প্রচারে নিষেধাজ্ঞা কমিশনের
  3. ভোটের ময়দানে হিংসা-বিদ্বেষের মাঝে রাজনৈতিক সৌজন্যবোধ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.