ETV Bharat / politics

কংগ্রেসকে ছাড়াই প্রার্থীতালিকা ঘোষণার সিদ্ধান্ত বামেদের, আইএসএফ’কে নিয়েও জটিলতা

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 13, 2024, 5:03 PM IST

Etv Bharat
Etv Bharat

Lok Sabha Elections 2024: চলতি সপ্তাহের মধ্যেই প্রার্থীতালিকা ঘোষণা করতে চলেছে সিপিএম ৷ আলিমুদ্দিন স্ট্রিট সূত্রে জানা গিয়েছে, কংগ্রেস ও আইএসএফ ছাড়াই প্রার্থী দিতে চলেছে সিপিএম ৷ কিন্তু কেন ?

কলকাতা, 13 মার্চ: কংগ্রেসকে ছাড়াই চলতি সপ্তাহে বামেদের প্রাথমিক প্রার্থীতালিকা ঘোষণার সিদ্ধান্ত নিল আলিমুদ্দিন স্ট্রিট । বুধবার সিপিএমের রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে এমনটাই আলোচনা হয়েছে বলে সূত্রের খবর । বাম শরিক ও আইএসএফের সঙ্গে আলোচনা করেই চলতি সপ্তাহের মধ্যে প্রার্থীতালিকা প্রকাশ করার কথা ভাবা হচ্ছে । কিন্তু, তারপর বেশ কয়েকটি আসন নিয়ে বাম শরিকদের মধ্যে কাটাছেঁড়ার প্রয়োজন । তার মধ্যে অন্যতম উত্তর 24 পরগনার বসিরহাট লোকসভা । সেখানে বরাবর সিপিআই প্রার্থী দিয়ে থাকে । এবার সেখানে সিপিএম ক্ষেতমজুর সংগঠনের নেতা তথা সন্দেশখালির প্রাক্তন বিধায়ক নিরাপদ সরদারকে প্রার্থী করতে চায় আলিমুদ্দিন স্ট্রিট । একইভাবে দক্ষিণ 24 পরগনার জয়নগর আসনটি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট বা আইএসএফকে দেওয়ার কথা ভাবা হচ্ছে ।

কংগ্রেসের তরফে কোনও সদুত্তর না পাওয়ায় দ্রুত প্রার্থীতালিকা ঘোষণার পরিকল্পনা নেওয়া হয়েছে । আজকে রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকের পর বৃহস্পতিবার আবার বাম-শরিকদের সঙ্গে বসার কথা রয়েছে বলে জানা গিয়েছে । বুধবার বামফ্রন্টের বৈঠকে বিমান বসু নিজে আরএসপি ফরওয়ার্ড ব্লক সিপিআইয়ের কাছে প্রার্থীতালিকা ঘোষণা এবং আসন ভাগাভাগি নিয়ে সিদ্ধান্তগ্রহণ করতে 24 ঘণ্টা সময় চান ।

গত 11 মার্চ দিল্লিতে সিপিএম পলিটব্যুরোর বৈঠকে বাম কংগ্রেস জোট নিয়ে আলোচনা হয় । পশ্চিমবঙ্গে কংগ্রেসের সঙ্গে আসন রফা নিয়ে দিল্লির কোনও আপত্তি নেই বলে স্পষ্ট বলে দেওয়া হয় । কিন্তু, কংগ্রেস যে টালবাহানা করছে তা বেশিদিন বরদাস্ত করা যাবে না বলেই সিদ্ধান্ত হয় । এরপরেই কংগ্রেসকে আল্টিমেটাম দেওয়া হয় । কিন্তু, সেখানেও সদুত্তর পাওয়া যায়নি বলে কংগ্রেসকে ছাড়াই প্রার্থীতালিকা ঘোষণার পরিকল্পনা নেওয়া হয়েছে ।

এদিকে, বারাসত, বসিরহাট, যাদবপুর, ঘাটাল মিলিয়ে প্রায় 14টা আসনের তালিকা জমা দেয় আইএসএফ । সেখান থেকে কমিয়ে 7টা আসন দেওয়ার কথা ভাবা হয়েছে । কিন্তু, গোল বেঁধেছে অন্য জায়গায় । আইএসএফ যে আসনগুলির কথা বলেছে অধিকাংশটাই বাম শরিকদের । তারা নিজেদের আসন ছাড়তে নারাজ । ফলে, বামেদের সঙ্গে আইএসএফ থাকবে কি না, তা নিয়েও সংশয় রয়েছে ।

আরও পড়ুন :

  1. তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ-রচনা, রয়েছে আরও চমক; দেখে নিন কে কে রয়েছেন
  2. কংগ্রেসের দ্বিতীয় প্রার্থীতালিকায় চমক, লোকসভায় লড়বেন কমলনাথ-গেহলতের ছেলে
  3. মাঝে ব্যবধান সাতদিন, 180 ডিগ্রি বেঁকে মনোজের পাশে থাকার বার্তা জন বারলার
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.