ETV Bharat / politics

তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ-রচনা, রয়েছে আরও চমক; দেখে নিন কে কে রয়েছেন

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 2:34 PM IST

Updated : Mar 10, 2024, 3:13 PM IST

ETV BHARAT
ETV BHARAT

TMC Candidate List for Lok Sabha Elections 2024: চমকে ভরা তৃণমূলের প্রার্থী তালিকা ৷ একনজরে দেখে নিন লোকসভা নির্বাচনে তৃণমূলের সম্পূর্ণ প্রার্থী তালিকা ৷

কলকাতা, 10 মার্চ: লোকসভা নির্বাচনের জন্য তৃণমূল কংগ্রেসের প্রার্থী তালিকা ঘোষিত হল ব্রিগেডের সমাবেশ থেকে ৷ আজ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাঁর বক্তব্য শেষ করার পর তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে প্রার্থী তালিকা ঘোষণা করতে বলেন ৷ সেই মতোই একে একে লোকসভা নির্বাচনের জন্য রাজ্যের 42টি আসনে প্রার্থীদের নাম ঘোষণা করেন অভিষেক ৷ নাম ঘোষণার সঙ্গে সঙ্গেই প্রার্থীদের সবার সঙ্গে পরিচয় করিয়ে দিতে তাঁদের নিয়ে ব্রিগেডে নির্মিত ব়্যাম্পে হাঁটেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷

এবারে তৃণমূলের প্রার্থী তালিকায় রয়েছে বেশকিছু চমক ৷ কীর্তি আজাদ বা রচনা বন্দ্যোপাধ্যায়দের যে প্রার্থী করা হবে তা নিয়ে আগে জল্পনা চললেও এ দিন সবচেয়ে বড় চমক অপেক্ষা করেছিল বহরমপুর কেন্দ্র থেকে ৷ অধীর চৌধুরীর গড়ে তৃণমূলের হয়ে লড়াই করবেন জনপ্রিয় প্রাক্তন ক্রিকেটার ইউসুফ পাঠান ৷ বর্ধমান দুর্গাপুর কেন্দ্রে তৃণমূলের প্রার্থী কীর্তি আজাদ ৷ হাওড়ায় প্রার্থী হচ্ছেন প্রসূন বন্দ্যোপাধ্যায় ৷ জল্পনাকে সত্যি করে হুগলিতে প্রার্থী হয়েছেন অভিনেত্রী রচনা বন্দ্যোপাধ্যায় ৷ এছাড়াও ঘাটালে দেব, যাদবপুরে সায়নী ঘোষ, বীরভূমে শতাব্দী রায়, কৃষ্ণনগরে মহুয়া মৈত্র প্রার্থী হয়েছেন ৷ ডায়মন্ডহারবার কেন্দ্রের থেকে প্রার্থী হিসেবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম এ দিন ঘোষণা করেন ইন্দ্রনীল সেন ৷ সাতজন বিদায়ী সাংসদ এ বার টিকিট পাননি ৷

একনজরে দেখে নেব তৃণমূলের সম্পূর্ণ প্রার্থী তালিকা...

1. জগদীশচন্দ্র বাসুনিয়া - কোচবিহার

2. প্রকাশচিক বরাইক - আলিপুরদুয়ার

3. নির্মলচন্দ্র রায় - জলপাইগুড়ি

4. গোপাল লামা - দার্জিলিং

5. কৃষ্ণ কল্যাণী - রায়গঞ্জ

6. বিপ্লব মিত্র - বালুরঘাট

7. প্রসূন বন্দ্যোপাধ্যায় - মালদা উত্তর

8. শাহনওয়াজ আলি রেহান - মালদা দক্ষিণ

9. খলিলুর রহমান - জঙ্গিপুর

10. ইউসুফ পাঠান - বহরমপুর

11. আবু তাহের খান - মুর্শিদাবাদ

12. মহুয়া মৈত্র - কৃষ্ণনগর

13. মুকুটমণি অধিকারী - রাণাঘাট

14. বিশ্বজিৎ দাস - বনগাঁ

15. পার্থ ভৌমিক - বারাকপুর

16. সৌগত রায় - দমদম

17. কাকলি ঘোষ দস্তিদার - বারাসত

18. হাজি নুরুল ইসলাম - বসিরহাট

19. জয়নগর - প্রতিমা মণ্ডল

20. বাপী হালদার - মথুরাপুর

21. অভিষেক বন্দ্যোপাধ্যায় - ডায়মন্ডহারবার

22. সায়নী ঘোষ - যাদবপুর

23. মালা রায় - কলকাতা দক্ষিণ

24. সুদীপ বন্দ্যোপাধ্যায় - কলকাতা উত্তর

25. প্রসূন বন্দ্যোপাধ্যায় - হাওড়া

26. সাজদা আহমেদ - উলুবেড়িয়া

27. কল্যাণ বন্দ্যোপাধ্যায় - শ্রীরামপুর

28. রচনা বন্দ্যোপাধ্যায় - হুগলি

29. মিতালী বাগ - আরামবাগ

30. দেবাংশু ভট্টাচার্য - তমলুক

31. উত্তম বারিক - কাঁথি

32. দীপক অধিকারী - ঘাটাল

33. কালীপদ সোরেন - ঝাড়গ্রাম

34. জুন মালিয়া - মেদিনীপুর

35. শান্তিরাম মাহাত - পুরুলিয়া

36. অরূপ চক্রবর্তী - বাঁকুড়া

37. শর্মিলা সরকার - বর্ধমান পূর্ব

38. কীর্তি আজাদ - বর্ধমান দুর্গাপুর

39. শত্রুঘ্ন সিনহা - আসানসোল

40. অসিত কুমার মাল - বোলপুর

41. শতাব্দী রায় - বীরভূম

42. সুজাতা মণ্ডল - বিষ্ণুপুর

আরও পড়ুন:

  1. ডিম-ভাত অতীত ! ব্রিগেডগামী তৃণমূল কর্মীদের পাতে পড়ল খিচুড়ি
  2. ভাঙছে ছক, ব্রিগেড সমাবেশ থেকে প্রার্থী তালিকা প্রকাশ করতে চলেছে তৃণমূল
  3. 'জনগণের গর্জন, বাংলায় বিরোধীদের বিসর্জন', ব্রিগেডের মঞ্চে হুঙ্কার অভিষেকের
Last Updated :Mar 10, 2024, 3:13 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.