ETV Bharat / politics

ব্রিগেডের মঞ্চে কর্পোরেট লুক, চমকের মাঝে কি সারল্য হারাচ্ছে মমতার 'সাদামাটা' ঘাসফুল ?

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 10, 2024, 7:47 PM IST

Corporate Look in TMC Brigade Stage: একটাই পেল্লাই মঞ্চ সেখানে একটি পোডিয়াম ৷ কিন্তু, সেই পোডিয়াম ফাঁকা ৷ মঞ্চের এ-মাথা থেকে ও-মাথা হাঁটতে হাঁটতে ভাষণ দিচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ তৃণমূলের ব্রিগেডের সেই চেনা ছবিতে বদল ৷ মমতা বন্দ্যোপাধ্যায়ের সেই চেনা সারল্যে ভরা ব্রিগেডে এল আধুনিকতার ছোঁয়া ৷

Image Courtesy: All India Trinamool Congress X
Image Courtesy: All India Trinamool Congress X
তৃণমূলের কর্পোরেট ব্রিগেড

কলকাতা, 10 মার্চ: একটা দল যার পরিচিতি হল হাওয়াই চটি, টালির চাল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ জীবন যাপন ৷ সেই সাদামাটা তৃণমূল দলই আজ চমক দিল গোটা দেশকে ৷ হাওয়াই চটির সারল্য থেকে একেবারে কর্পোরেট বিপ্লব ৷ যেখানে কর্পোরেট কায়দায় প্রার্থী ঘোষণা থেকে শুরু করে, 42 জন প্রার্থীকে নিয়ে ব়্যাম্পে হাঁটলেন মমতা ৷

রবিবারে ব্রিগেড থেকে এক কর্পোরেট তৃণমূলকে তুলে ধরলেন মানুষের সামনে ৷ স্মরণকালে এমন রাজনৈতিক সমাবেশ বাংলার মানুষ দেখেছে কিনা সন্দেহ ৷ যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই টাইম ম্যানেজমেন্ট, নাটকীয় এবং ওয়েল স্ক্রিপ্ট ৷ আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি বদলাচ্ছেন মমতা ও তাঁর দল ?

প্রসঙ্গত, রবিবারের এই বিশাল জনসভা মূলত ছিল, পুরনো তৃণমূলের খোলনলচে বদলে ফেলার ব্রিগেড ৷ একটা দল যার ছত্রেছত্রে দুর্নীতি বাসা বাঁধার অভিযোগ ৷ কোথাও এই দলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কাটমানি নেওয়ার ৷ কয়লা, গরু, রেশন, শিক্ষা দুর্নীতি সবেতেই জরিয়েছে তৃণমূল নেতাদের নাম ৷ এই অবস্থায় তৃণমূলকে নয়া মোড়ক দিতে গেলে যতটুকু যা করা যেত তাই করা হল আজ ৷ ম্যানেজমেন্টের ছাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর মতো করে তৃণমূলকে পুনরায় মানুষের আলোচনায় নিয়ে আসার চেষ্টা করলেন ৷ আজকের ব্রিগেডে সেটারই এক নমুনা দেখল বাংলার মানুষ ৷

রাজনৈতিক হোক বা গীতাপাঠ, অনেক ঘটনার সাক্ষী এই বিস্তৃত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ৷ কিন্তু, সেই ময়দানে এমন চেহারার মঞ্চ অতীতে দেখা যায়নি ৷ আবার প্রার্থী ঘোষণার পর, এই মঞ্চেই যে কায়দায় প্রার্থীদের পরিচয় করানো হল, তাও আগে কখনও দেখেনি বাংলা ৷ সেই জায়গা থেকে আজকের ব্রিগেড ঐতিহাসিক, তাতে কোনও সন্দেহ নেই ৷

তবে, প্রশ্ন একটা উঠছেই ৷ আর তা হল, কেন এমনটা করতে হল ? রাজনৈতিক মহলের একাংশ বলছে, ভোট কুশলীদের হাতে পড়া রাজনৈতিক দলগুলি এখন একটা প্রোডাক্ট ৷ তাই যখন যখন রাজনৈতিক দলগুলির ভাবমূর্তিতে প্রশ্নচিহ্ন ওঠে, তখনই প্রয়োজন হয় রি-লঞ্চের ৷ এদিন তারই চেষ্টা করেছেন অভিষেক ৷ তবে, এই পদ্ধতি বা পরিবর্তনকে গ্রহণ অথবা বর্জন, সবটাই নির্ভর করছে মানুষের উপর ৷ কারণ ভোটের ময়দানে শেষ কথা বলবে মানুষই ৷

আরও পড়ুন:

  1. তৃণমূলের জনগর্জনে হলুদ পতাকায় 'অধিনায়ক অভিষেক'
  2. তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ-রচনা, রয়েছে আরও চমক; দেখে নিন কে কে রয়েছেন
  3. ইন্ডিয়া জোটকে বড় ধাক্কা মমতার, একাই প্রার্থী ঘোষণা তৃণমূলের

তৃণমূলের কর্পোরেট ব্রিগেড

কলকাতা, 10 মার্চ: একটা দল যার পরিচিতি হল হাওয়াই চটি, টালির চাল ও মমতা বন্দ্যোপাধ্যায়ের সাধারণ জীবন যাপন ৷ সেই সাদামাটা তৃণমূল দলই আজ চমক দিল গোটা দেশকে ৷ হাওয়াই চটির সারল্য থেকে একেবারে কর্পোরেট বিপ্লব ৷ যেখানে কর্পোরেট কায়দায় প্রার্থী ঘোষণা থেকে শুরু করে, 42 জন প্রার্থীকে নিয়ে ব়্যাম্পে হাঁটলেন মমতা ৷

রবিবারে ব্রিগেড থেকে এক কর্পোরেট তৃণমূলকে তুলে ধরলেন মানুষের সামনে ৷ স্মরণকালে এমন রাজনৈতিক সমাবেশ বাংলার মানুষ দেখেছে কিনা সন্দেহ ৷ যেখানে শুরু থেকে শেষ পর্যন্ত সবটাই টাইম ম্যানেজমেন্ট, নাটকীয় এবং ওয়েল স্ক্রিপ্ট ৷ আর সেখান থেকেই প্রশ্ন উঠছে, তাহলে কি বদলাচ্ছেন মমতা ও তাঁর দল ?

প্রসঙ্গত, রবিবারের এই বিশাল জনসভা মূলত ছিল, পুরনো তৃণমূলের খোলনলচে বদলে ফেলার ব্রিগেড ৷ একটা দল যার ছত্রেছত্রে দুর্নীতি বাসা বাঁধার অভিযোগ ৷ কোথাও এই দলের বিরুদ্ধে অভিযোগ রয়েছে কাটমানি নেওয়ার ৷ কয়লা, গরু, রেশন, শিক্ষা দুর্নীতি সবেতেই জরিয়েছে তৃণমূল নেতাদের নাম ৷ এই অবস্থায় তৃণমূলকে নয়া মোড়ক দিতে গেলে যতটুকু যা করা যেত তাই করা হল আজ ৷ ম্যানেজমেন্টের ছাত্র অভিষেক বন্দ্যোপাধ্যায়, তাঁর মতো করে তৃণমূলকে পুনরায় মানুষের আলোচনায় নিয়ে আসার চেষ্টা করলেন ৷ আজকের ব্রিগেডে সেটারই এক নমুনা দেখল বাংলার মানুষ ৷

রাজনৈতিক হোক বা গীতাপাঠ, অনেক ঘটনার সাক্ষী এই বিস্তৃত ব্রিগেড প্যারেড গ্রাউন্ড ৷ কিন্তু, সেই ময়দানে এমন চেহারার মঞ্চ অতীতে দেখা যায়নি ৷ আবার প্রার্থী ঘোষণার পর, এই মঞ্চেই যে কায়দায় প্রার্থীদের পরিচয় করানো হল, তাও আগে কখনও দেখেনি বাংলা ৷ সেই জায়গা থেকে আজকের ব্রিগেড ঐতিহাসিক, তাতে কোনও সন্দেহ নেই ৷

তবে, প্রশ্ন একটা উঠছেই ৷ আর তা হল, কেন এমনটা করতে হল ? রাজনৈতিক মহলের একাংশ বলছে, ভোট কুশলীদের হাতে পড়া রাজনৈতিক দলগুলি এখন একটা প্রোডাক্ট ৷ তাই যখন যখন রাজনৈতিক দলগুলির ভাবমূর্তিতে প্রশ্নচিহ্ন ওঠে, তখনই প্রয়োজন হয় রি-লঞ্চের ৷ এদিন তারই চেষ্টা করেছেন অভিষেক ৷ তবে, এই পদ্ধতি বা পরিবর্তনকে গ্রহণ অথবা বর্জন, সবটাই নির্ভর করছে মানুষের উপর ৷ কারণ ভোটের ময়দানে শেষ কথা বলবে মানুষই ৷

আরও পড়ুন:

  1. তৃণমূলের জনগর্জনে হলুদ পতাকায় 'অধিনায়ক অভিষেক'
  2. তৃণমূলের প্রার্থী তালিকায় ইউসুফ-রচনা, রয়েছে আরও চমক; দেখে নিন কে কে রয়েছেন
  3. ইন্ডিয়া জোটকে বড় ধাক্কা মমতার, একাই প্রার্থী ঘোষণা তৃণমূলের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.