ETV Bharat / politics

লড়ে জিতেছি তাই কাউকে পরোয়া করি না, মমতার ‘নো ফ্যাক্টর’ মন্তব্যের পালটা জবাব অধীরের

author img

By ETV Bharat Bangla Team

Published : Jan 20, 2024, 8:15 PM IST

Adhir Ranjan Chowdhury: মুর্শিদাবাদে অধীর চৌধুরী কোনও ফ্যাক্টর নন বলে মনে করেন মমতা বন্দ্যোপাধ্যায় ৷ শুক্রবার তৃণমূলের অন্দরে সেই কথা স্পষ্ট করেছেন ৷ সেই নিয়ে শনিবার তৃণমূল নেত্রীকে পালটা জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি ৷

Adhir Ranjan Chowdhury
Adhir Ranjan Chowdhury

মমতার ‘নো ফ্যাক্টর’ মন্তব্যের পালটা জবাব অধীরের

শিলিগুড়ি, 20 জানুয়ারি: মমতা বন্দ্য়োপাধ্যায়ের ‘নো ফ্যাক্টর’ মন্তব্যের পালটা জবাব দিলেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরী ৷ শনিবার তিনি বলেন, "আমি লড়ে জিতেছি ৷ আমি হারিয়ে বড় হয়েছি । আমার কাছে লড়াইটা শেষ কথা । আমি কাউকে পরোয়া করি না ৷ কাউকে পরোয়া করে রাজনীতি করি না । এক বার না, হাজারবার বলেছি ৷ আবার বললাম । যা করার কাজ করে দেখিয়ে দিয়েছি ।"

শনিবার শিলিগুড়িতে রাহুল গান্ধির ‘ভারত জোড়ো ন্যায় যাত্রা’র প্রস্তুতি বৈঠকে যোগ দেন লোকসভায় কংগ্রেসের দলনেতা অধীররঞ্জন চৌধুরী । আর সেই বৈঠকের শেষে সাংবাদিকদের মুখোমুখি হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পালটা জবাব দেন তিনি ।

উল্লেখ্য, শুক্রবার কালীঘাটে মুর্শিদাবাদ জেলা নিয়ে সাংগঠনিক বৈঠক করেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় ৷ সেই বৈঠকে তিনি মুর্শিদাবাদের তৃণমূল নেতাদের বলেন, ‘‘আপনারা ঐক্যবদ্ধ ভাবে লড়াই করুন । অধীর কোনও ফ্যাক্টর নয় ।’’ এই বক্তব্যে সামনে আসার পর থেকে রাজ্য রাজনীতিতে জোর আলোচনা শুরু হয় ৷

কারণ, বহরমপুরের কংগ্রেস সাংসদ অধীর চৌধুরীকে বরাবরই মুর্শিদাবাদে বড় ফ্যাক্টর বলে মনে করা হয় ৷ 2019 সালের লোকসভা নির্বাচনে চারিদিকে যখন ঘাসফুল ও গেরুয়া ঝড়, সেই সময় এই রাজ্য থেকে কংগ্রেসের জেতা দু’টি আসনের মধ্য়ে একটি বহরমপুর ৷ বিশেষ করে মুর্শিদাবাদ জেলার অন্য দু’টি লোকসভা আসনে তৃণমূল জিতলেও বহরমপুরের গড় ধরে রাখতে সক্ষম হন অধীর চৌধুরী ৷

কিন্তু এবার বহরমপুরেও জিততে মরিয়া তৃণমূল ৷ সেই প্রসঙ্গেই দলীয় নেতাদের ঐক্যবদ্ধ হয়ে লড়াইয়ের বার্তা দিয়েছেন তৃণমূল নেত্রী ৷ সেই বার্তা দিতে গিয়েই তিনি অধীর চৌধুরীকে ‘নো ফ্যাক্টর’ বলে উল্লেখ করেছেন ৷ যার জবাব শনিবার দিলেন অধীর ৷

অন্যদিকে বহরমপুরেও যদি তৃণমূল জেতার রণকৌশল তৈরি করতে শুরু করে, তাহলে বাংলায় কংগ্রেস-তৃণমূলের জোট সম্ভাবনা কার্যত বিশবাঁও জলে বলেই মনে করছে রাজনৈতিক মহল ৷ এই প্রসঙ্গে অধীর চৌধুরীর মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ ৷ তাঁর কথায়, "দিল্লিতে এগুলো আলোচনা হতে পারে ৷ আমার জানা নেই । আন্দাজে কথা বলতে পারব না । আমি জানি আমাকে লড়তে হবে । লড়ে জিতেছি, তৃণমূল-বিজেপিকে হারিয়ে বড় হয়েছি । আমি সব কিছুতে প্রস্তুত । কংগ্রেস সব কিছু করতে পারে ।"

এখন দেখার শেষ পর্যন্ত কংগ্রেস-তৃণমূলের জোটের সম্ভাবনা বাস্তবায়িত হয় কি না ! না হলে তৃণমূল ও বিজেপির বিরুদ্ধে লড়ে ফের জিততে পারেন কি না অধীর চৌধুরী !

আরও পড়ুন:

  1. নেতারা ঐক্যবদ্ধ হলে অধীর ফ্যাক্টর নন, মুর্শিদাবাদের জেলা নেতাদের বোঝালেন মমতা
  2. তবে কি রাজ্যে ইন্ডিয়া জোটে জলাঞ্জলি! দলকে 42 আসনেই প্রস্তুত থাকতে বললেন মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.