ETV Bharat / politics

দিল্লি ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলাম, অরুণ জেটলি জানতেন, বিজেপিকে খোঁচা কীর্তি আজাদের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 12, 2024, 1:30 PM IST

Updated : Mar 12, 2024, 4:43 PM IST

Burdwan Durgapur TMC Candidate Kirti Azad
Burdwan Durgapur TMC Candidate Kirti Azad

Lok Sabha Elections 2024: মঙ্গলবার দুর্গাপুরের ভিড়িঙ্গি কালীমন্দিরে পুজো দেন বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনের তৃণমূল প্রার্থী কীর্তি আজাদ ৷ তার পর দাবি করেন, দিল্লি ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলেন তিনি ৷ প্রয়াত অরুণ জেটলি জানতেন সবটা ৷

দিল্লি ক্রিকেট বোর্ডের দুর্নীতি নিয়ে সরব হয়েছিলাম, অরুণ জেটলি জানতেন, বিজেপিকে খোঁচা কীর্তি আজাদের

দুর্গাপুর, 12 মার্চ: বর্ধমান-দুর্গাপুর লোকসভা আসনে এবার তৃণমূল কংগ্রেসের বাজি প্রাক্তন ক্রিকেটার কীর্তি আজাদ ৷ কিন্তু তাঁর নাম ঘোষণার হওয়ার সঙ্গেই সরব হয়েছে বাম-বিজেপি ৷ আজাদের বিরুদ্ধে দিল্লি ক্রিকেট বোর্ডের কর্তা থাকাকালীন ‘দুর্নীতির কীর্তির’ অভিযোগ তোলা হচ্ছে বাম-বিজেপির তরফে ৷ তিরাশির বিশ্বকাপজয়ী দলের এই সদস্য অবশ্য অবিচল দুর্নীতির অভিযোগ শুনে ৷ খেলার মাঠে যেভাবে ওভার বাউন্ডারি হাঁকাতেন, মঙ্গলবার অনেকটা সেই ঢঙেই বললেন, ‘‘সিপিএম ও বিজেপি হল মুগ এবং মুসুরের ডাল । যদি এরা মায়ের দুধ খেয়ে থাকে, তাহলে আমার এবং আমার পরিবারের বিরুদ্ধে এক পয়সার দুর্নীতির প্রমাণ দিয়ে দেখাক ।’’

রবিবার ব্রিগেডে তৃণমূল কংগ্রেসের ‘জনগর্জন’ সভা থেকে তাঁর নাম ঘোষণা করা হয়েছে বর্ধমান-দুর্গাপুরের প্রার্থী হিসেবে ৷ তার 48 ঘণ্টা কাটার আগেই এ দিন প্রচার শুরু করে দিয়েছেন কীর্তি আজাদ ৷ শুরুতেই পুজো দিয়েছেন দুর্গাপুরের প্রাচীন ভিরিঙ্গি কালীমন্দিরে ৷ প্রচারের মাঝে তিনি শুধু দুর্নীতির অভিযোগ নিয়ে বিরোধীদের জবাবই দেননি ৷ বরং নিজের ‘সততার’ স্বপক্ষে যুক্তিও দিয়েছেন ৷ কপিল দেবের সতীর্থ বলেছেন, ‘‘মাননীয় অরুণ জেটলি আজ আর জীবিত নেই । দিল্লি ক্রিকেট বোর্ডের সরকারি কাগজে চার হাজার কোটি টাকার দুর্নীতির বিরুদ্ধে আমি সরব হয়েছিলাম ।’’ কীর্তি বোঝাতে চেয়েছেন যে তিনি দুর্নীতি করেন না ৷ বরং দুর্নীতি হলে, তা নিয়ে সরব হন ৷

Burdwan Durgapur TMC Candidate Kirti Azad
দুর্গাপুরে তৃণমূল কংগ্রেসের প্রার্থী কীর্তি আজাদ ও রাজ্যের মন্ত্রী প্রদীপ মজুমদার৷ মঙ্গলবার৷

বিরোধীরা তাঁর বিরুদ্ধে প্রথম থেকেই ‘বহিরাগত প্রার্থী’ এই অভিযোগ তোলায় প্রাক্তন এই ভারতীয় ক্রিকেটার সপাটে স্ট্রেট ড্রাইভের ভঙ্গিমায় বলেছেন, ‘‘খেলোয়ারদের না কোনও জাতি, না কোনও ধর্ম হয় । আমি খেলার সুবাদে বাংলায় বহুবার এসেছি । ইন্টার স্টিল খেলতে এসেছি দুর্গাপুর, বার্নপুরে । রঞ্জি ট্রফি খেলতে এসেছি ইডেনে । আমি যদি বহিরাগত হই, তাহলে নরেন্দ্র মোদী গুজরাতের মুখ্যমন্ত্রী ছিলেন । তিনি কিভাবে বেনারসের প্রার্থী হলেন ?’’

তাঁকে বর্ধমান-দুর্গাপুর লোকসভা কেন্দ্রের প্রার্থী করার জন্য তৃণমূল কংগ্রেসের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জানান । ‘‘কীর্তি আজাদের বাবা ছিলেন বাংলা বিরোধী,’’ এক্স হ্যান্ডালে এমন কথা লিখেছেন ভারতীয় জনতা পার্টির আইটি সেলের প্রধান অমিত মালব্য । তার উত্তর দিতে গিয়ে কীর্তি আজাদ বলেন, ‘‘সারাদেশের সমস্ত প্রদেশে অমিত মালব্যর বিরুদ্ধে মামলা হয়েছে । এর আগে 15 বার তিনি বিভিন্ন জায়গায় ক্ষমা চেয়ে মুক্তি পেয়েছেন । অমিত মালব্য একজন মানসিক রোগী । তাহলে আমার বাবার বিরুদ্ধে কোথাও এফআইআর বা কোন অভিযোগ নেই কেন ? আসলে বিজেপি ভয় পেয়েছে ।’’

নরেন্দ্র মোদির গ্যারান্টিকে এবার চাপা দিয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওয়ারেন্টি বলেও কটাক্ষ করেন প্রাক্তন এই দাপুটে ব্যাটার ।

আরও পড়ুন:

  1. মমতাকে 'মহিষাসুরমর্দিনী' অ্যাখ্যা দিয়ে ভোটের প্রচার শুরু কীর্তি আজাদের
  2. ফের বাইশগজে চার-ছয়, ব্যাট হাতে মন কাড়লেন প্রথম বিশ্বকাপজয়ী দলের সদস্য
  3. গেরুয়া রং ব্যবহার করে দলতন্ত্র কায়েমের চেষ্টা চলছে, বিজেপিকে আক্রমণ কীর্তি আজাদের
Last Updated :Mar 12, 2024, 4:43 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.