ETV Bharat / politics

বৃন্দা কারাতের নেতৃত্বে সন্দেশখালির পথে সিপিএমের মহিলা ব্রিগেড

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 20, 2024, 9:37 AM IST

Etv Bharat
বৃন্দা কারাত

Brinda Karat at Sandeshkhali: সন্দেশখালি ইস্যুতে উত্তাল রাজ্য রাজনীতি ৷ আজ সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাতের নেতৃত্বে সন্দেশখালির উদ্দেশ্যে রওনা দিল বামেদের মহিলা ব্রিগেড ৷

কলকাতা, 20 ফেব্রুয়ারি: বৃন্দা কারাতের নেতৃত্বে সন্দেশখালি পথে সিপিএমের মহিলা ব্রিগেড । মঙ্গলবার সকাল সাড়ে 8টা নাগাদ সিপিএমের মহিলা সংগঠন এআইডিডব্লিউএ-এর কলকাতা অফিসে পৌঁছন সিপিএম পলিটব্যুরো সদস্য বৃন্দা কারাত । সেখানে প্রাথমিক বৈঠক সেরে এআইডিডব্লিউএ-এর নেত্রী কনীনিকা ঘোষ-সহ একাধিক নেতানেত্রীকে নিয়ে সন্দেশখালি উদ্দেশ্যে রওনা দেন বৃন্দা কারাত । সায়েন্স সিটি হয়ে তাঁরা ন্যাজাটের দিকে যাবেন বলে জানা গিয়েছে ।

এই বিষয়ে সিপিএমের মহিলা সংগঠন এআইডিডব্লিউএ-র বক্তব্য, সন্দেশখালির মহিলাদের সম্মান ভূলুণ্ঠিত । এরপর চলছে জুলুমবাজি । ওখানকার মহিলারা সম্মানরক্ষার জন্য এক ইঞ্চি জমি ছাড়বে না বলে জানিয়ে দিয়েছে । মূল অপরাধীকে গ্রেফতার না-করে আড়াল করার চেষ্টা করা হচ্ছে। প্রাক্তন বাম বিধায়ক নিরাপদ সরদারকে নিঃশর্ত মুক্তি দিতে হবে । পাশে আছে ছাত্র-যুব মহিলারা । মহিলাদের সাহসী লড়াইকে কুর্নিশ জানাতে এবং ছাত্র-যুব মহিলারা পুলিশি বাধা উপেক্ষা করেই লড়াই জারি রাখতে দৃপ্ত অঙ্গীকার ঘোষণা করছে ।

এর আগে গত 15 ফেব্রুয়ারি সিপিএমের আদিবাসী জনজাতি সংগঠনের নেত্রী দেবলীনা হেমব্রম-সহ বহু বাম কর্মী-সমর্থক সন্দেশখালিতে যান । তার আগে 11 ফেব্রুয়ারি সন্দেশখালি যাওয়ার পথে মীনাক্ষী মুখোপাধ্যায়দের ন্যাজাট ফেরিঘাটেই আটকে দেওয়া হয় । সেই বিষয়ে সিপিএমের রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম বলেন, "যখন বাড়ির মহিলাদের নিয়ে ইজ্জত নিয়ে খেলা হচ্ছে তখন তৃণমূলের মহিলারা কী করছিল । চোরের মায়ের বড় গলা জানতাম । মহিলা হয়ে তিনি মহিলাদের জন্য কী করছেন । পুলিশ বলছে আমরা অভিযোগ পায়নি । গোটা রাজ্যের মানুষ যখন ধিক্কার জানাচ্ছে তখন দুটো আইপিএস আধিকারিককে পাঠানো হল কেন । সেখানে আমাদের কর্মীরা যাবেন । নির্যাতিতাদের সঙ্গে কথা বলবেন ।"

আরও পড়ুন :

  1. পৌরনিগমের বাজেটে সন্দেশখালি-রাম মন্দির, তীব্র বাদানুবাদ তৃণমূল-বিজেপি কাউন্সিলরদের
  2. 'অন্যায় করলে শাস্তি পাক', সন্দেশখালি প্রসঙ্গে মন্তব্য জুন মালিয়ার
  3. 'ইডি-বিজেপি সন্দেশখালিতে আগুন লাগাচ্ছে', কেষ্টগড়ে বললেন মমতা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.