ETV Bharat / politics

'তৃণমূলে আসা কিছুটা ভুল হয়েছিল', জল্পনা জিইয়ে রেখে মন্তব্য অর্জুনের

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 11, 2024, 2:07 PM IST

Updated : Mar 11, 2024, 3:21 PM IST

Arjun Singh angry about not getting TMC ticket: ব্যারাকপুর থেকে তৃণমূলের টিকিট পাননি অর্জুন সিং ৷ তার জেরে অভিমান তাঁর কমেনি এক ছটাকও ৷ তবে এখনই দলবদল নিয়ে মুখ খুলতে নারাজ অর্জুন ৷

Etv Bharat
Etv Bharat

সাংবাদিকদের মুখোমুখি অর্জুন

ব্য়ারাকপুর, 11 মার্চ: ব্যারাকপুর থেকে টিকিট দেয়নি তৃণমূল, যার জেরে অসন্তোষ যে বাড়ছে অর্জুনের তা রবিবারের পর সোমবারও তাঁর কথা থেকে স্পষ্ট হয়ে গেল ৷ একই সঙ্গে, দল বদলের জল্পনা এদি‘ও জিইয়ে রাখলেন অর্জুন ৷ তবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে কথা হয়েছে বলেও জানালেন অর্জুন সিং ৷ অভিমানী অর্জুনের দাবি, তৃণমূলে আসা কিছুটা ভুল হয়েছে তাঁর ৷

এদিন বাড়িতে সাংবাদিকদের মুখোমুখি হয়ে অর্জুন বলেন, "গতকাল (রবিবার) দলের সিদ্ধান্তে স্তম্ভিত হয়ে গিয়েছিলাম ৷ এখন একটু ধাতস্থ হয়েছি ৷" তবে এখনও তিনি কোনও সিদ্ধান্ত নেননি বলে এদিনও জানিয়েছেন অর্জুন ৷ তাঁর কথায়, "এখনও কোনও সিদ্ধান্ত নিইনি ৷ কর্মীদের সঙ্গে কথা বলেই সিদ্ধান্ত নেব ৷" তবে কি অর্জুন সিং নির্দলে দাঁড়াবেন ? যার সহাস্য উত্তরে অর্জুন বলেন, "পাগল, মাথাখারাপ নাকি ! অর্জুন সিং বিনা টিকিটে কোথাও যায় না ৷ সব জায়গায় টিকিট কেটে যাই ৷" তবে ফিরহাদ হাকিমের সঙ্গে তাঁর কথা হয়েছে বলেও জানান ব্য়ারাকপুরের বিদায়ী সাংসদ ৷ তবে তাতে যে চিঁড়ে খুব একটা ভেজেনি তাও এদিন বোঝা গেল অর্জুনের কথা থেকেই ৷

বিজেপির টিকিটে সাংসদ হওয়ার পর ফের তৃণমূলে ফেরত এসেছিলেন অর্জুন সিং ৷ ব্যারাকপুরে তিনিই ফের রাজ্যের শাসক দলের প্রার্থী হবেন বলে ধরেও নিয়েছিলেন অর্জুন ৷ প্রার্থী হওয়ার আশা নিয়েই রবিবার ব্রিগেড ময়দানে পা রেখেছিলেন ব্যারাকপুরের সাংসদ ৷ কিন্তু অর্জুন এবং তাঁর অনুগামীদের অবাক করেই ব্যারাকপুর থেকে তৃণমূলের প্রার্থী হিসেবে রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিকের নাম ঘোষণা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷ তারপর থেকেই জল্পনা শুরু হয়, ফের কি তাহলে বিজেপিতে ফিরছেন অর্জুন সিং?

অর্জুন সিং অবশ্য এদিন দাবি করেছেন, বিজেপির সঙ্গে তাঁর এখনও কোনও কথা হয়নি। তবে, তিনি বিজেপিতে যাবেন না, এমন কথাও জোর দিয়ে বলেননি অর্জুন। তিনি বলেন, ”আমার দুর্ভাগ্য আমি টিকিট পেলাম না। টিকিট না পাওয়ার জন্য কাউকে দোষ দেব না। ফিরহাদ হাকিমের সঙ্গে কথা হয়েছে। পার্থ ভৌমিকের সঙ্গেও আমার কথা হয়েছে। সব দিক ভেবে সিদ্ধান্ত নেব। বিজেপির সঙ্গে আমার কোনও কথা হয়নি। এখনও কোনও সিদ্ধান্ত নিইনি।” তবে পার্থ ভৌমিকের হয়ে কি তিনি প্রচারে নামবেন ? যার উত্তরে ধোঁয়াশা জিইয়ে রেখেছেন অর্জুন ৷ যার উত্তরে অর্জুন জানিয়েছেন, লোকসভা ভোটে তিনি রাজনীতিকের ভূমিকা পালন করবেন। অর্জুনের কথায়, "দল প্রচারের দায়িত্ব দিলে তখন দেখা যাবে ৷"

আরও পড়ুন

মুখ্যমন্ত্রীকে ধন‍্যবাদ, অর্জুনকে প্রার্থী না-করা প্রসঙ্গে প্রতিক্রিয়া শ্যামের

হয়তো আমাকেও মরতে হত, তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণার পর মন্তব্য সাংসদ সুনীল মণ্ডলের

Last Updated :Mar 11, 2024, 3:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.