ETV Bharat / politics

আয় শূন্য হলেও 10 লাখি গাড়ির মালিক কংগ্রেস প্রার্থী ভিক্টর, ব্যাংকে লাখো টাকা - Congress candidate Property

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 10:27 AM IST

Updated : Apr 8, 2024, 1:22 PM IST

ETV BHARAT
ETV BHARAT

Ali Imran Ramz alias Victor: আয় শূন্য হলেও দশ লাখ টাকার গাড়ি ও প্রচুর নগদ অর্থ রয়েছে রায়গঞ্জের কংগ্রেস প্রার্থী আলি ইমরান রমজের ৷ মনোনয়ন পত্র পেশের সময় দাখিল করা হলফনামায় এ কথা জানিয়েছেন তিনি ৷

রায়গঞ্জ, 7 এপ্রিল: তিনি চারবারের বিধায়ক ৷ সুবক্তা হিসাবে পরিচিত ৷ এলাকার মানুষের দাবি, বিধানসভাতেও একাধিকবার প্রশ্ন তুলতে দেখা গিয়েছে তাঁকে ৷ একসময় চাকুলিয়া, গোয়ালপোখরের বাম রাজনীতি তাঁকে ঘিরেই আবর্তিত হত ৷ কিন্তু দিন বদলের গানে রাজনৈতিক অবস্থানও বদলে গিয়েছে আলি ইমরান রমজের ৷ মানুষ তাঁকে ভিক্টর নামেই চেনেন ৷ নেতাজির আদর্শকে সরিয়ে রেখে তিনি আঁকড়ে নিয়েছেন গান্ধিকে ৷ ফরওয়ার্ড ব্লক ছেড়ে যোগ দিয়েছেন কংগ্রেসে ৷ এ বার তাঁকেই রায়গঞ্জ কেন্দ্রে প্রার্থী করেছে এআইসিসি ৷ এহেন ভিক্টর জানিয়েছেন, 2021-22 এবং 2022-23 অর্থবর্ষে তাঁর এবং তাঁর স্ত্রীর আয় শূন্য ৷ যদিও তাঁর নিজস্ব একটি দশলাখি গাড়ি রয়েছে ৷ হলফনামায় তাঁর এমন বিষয়-আশয় দেখে হতবাক সবাই ৷

  • ফব থেকে তৃণমূলে

কাকা হাফিজ আলি সাইরানি ছিলেন গোয়ালপোখর কেন্দ্রের তিনবারের বিধায়ক ৷ সেই আসনেই 2009 সালের উপনির্বাচনে ফরওয়ার্ড ব্লকের প্রার্থী হিসাবে প্রতিদ্বন্দ্বিতা করেন ভিক্টর ৷ 2011 সাল থেকে তিনি চাকুলিয়া কেন্দ্রের তিনবারের বিধায়ক ৷ দলের অভ্যন্তরীণ ঝামেলায় 2022 সালের 17 অক্টোবর প্রদেশ কংগ্রেস সভাপতি অধীররঞ্জন চৌধুরীর হাত থেকে তিনি তুলে নেন কংগ্রেসের ঝান্ডা ৷

  • শূন্য আয়েও 10লাখি গাড়ি

বামেদের সমর্থনে এ বার রায়গঞ্জ কেন্দ্রে হাত প্রতীকে লড়ছেন ভিক্টর ৷ ইতিমধ্যে নিজের মনোনয়ন পেশ করেছেন ৷ হলফনামায় তিনি জানিয়েছেন, 2021-22 ও 2022-23 আর্থিক বছরে তাঁর এবং তাঁর স্ত্রী প্রিয়াঞ্জলি নিয়োগীর আয়ের পরিমাণ শূন্য ৷ তবে তাঁর নিজস্ব একটি চার চাকার গাড়ি রয়েছে ৷ যার দাম 10 লাখ টাকা ৷ চাকুলিয়ায় তাঁর নিজস্ব বাড়ি রয়েছে ৷ কলকাতায় তাঁর স্ত্রীর নামে একটি বিলাসবহুল ফ্ল্যাটও রয়েছে ৷ যার দাম দু'কোটি টাকারও বেশি ৷

  • ফৌজদারি মামলায় অভিযুক্ত

ভিক্টর তাঁর হলফনামায় জানিয়েছেন যে, তাঁর বিরুদ্ধে বেশ কয়েকটি ফৌজদারি মামলা রয়েছে, যেগুলি বিচারাধীন ৷

  • অস্থাবর সম্পত্তি

এই মুহূর্তে তাঁর হাতে এক লাখ আর তাঁর স্ত্রীর হাতে 30 হাজার টাকা রয়েছে ৷ সব মিলিয়ে তাঁর তিনটি ব্যাংক অ্যাকাউন্টে রয়েছে 11 লাখ 94 হাজার 107 টাকা 34 পয়সা ৷ তাঁর স্ত্রীর একটি অ্যাকাউন্টে গচ্ছিত রয়েছে নগদ পাঁচ লাখ তিন হাজার টাকা ৷

  • একনজরে রায়গঞ্জ লোকসভা

এই আসনে এ বার তৃণমূলের প্রার্থী কৃষ্ণ কল্যাণী এবং বিজেপি প্রার্থী করেছে কার্তিক পালকে ৷ গত লোকসভা নির্বাচনে তৃণমূলের কানাইয়া লাল আগরওয়ালকে পেছনে ফেলে এই কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন বিজেপির দেবশ্রী চৌধুরী ৷ তবে এ বার তৃণমূলের দুর্গ হিসেবে পরিচিত কলকাতা দক্ষিণে প্রার্থী করা হয়েছে রায়গঞ্জের বিদায়ী সাংসদকে ৷ গতবার তাঁর সামনে হার মানতে হয়েছিল 2014 সালের রায়গঞ্জের সাংসদ মহম্মদ সেলিমকেও ৷ 2014-তে বিদায়ী সাংসদ দীপা দাশমুন্সিকে হারিয়েছিলেন সেলিম ৷ তাঁর আগে এই আসন কংগ্রেসের শক্ত ঘাঁটি হিসেবেই পরিচিত ছিল ৷ এই কেন্দ্র থেকেই 1971 সালে সিদ্ধার্থ শংকর রায়, 2004 সালে প্রিয়রঞ্জন দাশমুন্সি এবং 2009 সালে দীপা দাশমুন্সি জয়লাভ করেছিলেন ৷ সেই ধারা এ বার ভিক্টর ধরে রাখতে পারেন কি না, তার জন্য আর কিছুদিনের অপেক্ষা ৷

আরও পড়ুন:

  1. প্রেক্ষাগৃহের আগে ওটিটিতে প্রভাসের 'কালকি'! বড় ঘোষণা টিমের
  2. 'নেহেরু নন, নেতাজি ভারতের প্রথম প্রধানমন্ত্রী', কেন এমন বললেন কঙ্গনা, দিলেন 'প্রমাণও'
  3. কেমন লাগছে শ্রীভল্লিকে? রশ্মিকার জন্মদিনে 'পুষ্পা' টিমের উপহার
Last Updated :Apr 8, 2024, 1:22 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.