ETV Bharat / politics

'অভিযোগের পর দিনই পালিয়ে গেলেন কেন ?', শ্লীলতাহানী নিয়ে রাজ্যপালকে খোঁচা অভিষেকের - Abhishek Banerjee

author img

By ETV Bharat Bangla Team

Published : May 4, 2024, 10:32 PM IST

Abhishek Banerjee: শ্লীলতাহানির অভিযোগের পর দিনই রাজভবন ছেড়েছেন রাজ্যপাল ৷ তা নিয়ে এবার পালটা খোঁচা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷

Etv Bharat
Etv Bharat (Etv Bharat)

কলকাতা, 4 মে: রাজভবনে শ্লীলতাহানির অভিযোগ নিয়ে এই মুহূর্তে তোলপাড় রাজ্য-রাজনীতি। অভিযোগ সরাসরি রাজভবনের বাসিন্দা তথা রাজ্যপাল সিভি আনন্দ বোসের বিরুদ্ধেই। রাজ্যপাল এই অভিযোগের পিছনে পালটা রাজনৈতিক চক্রান্তের অভিযোগ তুলেছেন। শনিবার তৃণমূল ভবনে সাংবাদিক সম্মেলন করতে গিয়ে এর বিরুদ্ধেও মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় রাজ্যপালকে সরাসরি নিশানা করে তিনি বলেছেন, "রাজ্যের সাংবিধানিক প্রধানের ক্ষমা চাওয়া উচিত।" একই সঙ্গে ওঁর আচরণের জন্য বাংলার মানুষ তাঁকে বয়কট করবে বলেও জানিয়েছেন অভিষেক।

এদিন তৃণমূল ভবনে সন্দেশখালি নিয়ে প্রকাশ্যে আসা ভিডিয়োর প্রসঙ্গে সাংবাদিক সম্মেলন করেন অভিষেক। সেখানেই রাজ্যপালের বিরুদ্ধে ওঠা শ্লীলতাহানি প্রসঙ্গ নিয়ে প্রশ্ন করা হয় তাঁকে। জবাবে অভিষেক বলেন, "রাজ্যপালের বিরুদ্ধে যে অভিযোগ উঠছে তা নিয়ে কী বলব ? লজ্জা করে আমাদের। সবচেয়ে বড় কথা শ্লীলতাহানির অভিযোগের ঠিক পরদিনই তিনি কোচি পালিয়ে গেলেন। কেন ? তাঁর উচিত ক্ষমা চাওয়া।"

একসঙ্গে এই অভিযোগ ওঠার পর রাজ্যের এক গুরুত্বপূর্ণ মন্ত্রীকে রাজভবনে প্রবেশের উপর নিষেধাজ্ঞাও জারি করেন তিনি। এই নিয়ে অভিষেককে প্রশ্ন করা হলে তিনি বলেন, "তিনি কী নিষেধাজ্ঞা জারি করবেন, বাংলার মানুষই বয়কট করবে রাজভবনকে। রাজ্যপালের কোনও বিবৃতি নেই এখনও পর্যন্ত। যতদিন উনি এই আসনে থাকবেন, ততদিন বাংলার মানুষই তাঁকে বয়কট করবে। শুধুমাত্র বিজেপি যাবে রাজভবনে।"

এখানেই শেষ নয়, আরও একধাপ এগিয়ে রাজ্যপালের উদ্দেশ্যে অভিষেক বলেন, "আপনি যা করেছেন, তার জন্য লজ্জা হওয়া উচিত। সিসিটিভি ফুটেজ আছে নিশ্চয়ই। এই ছোট্ট তৃণমূল ভবনেও এতগুলো সিসিটিভি রয়েছে। রাজভবনেও নিশ্চয় আছে। আপনি নির্দোষ হলে সিসিটিভি ফুটেজই সেটা বলে দেবে। সেটা কেন রিলিজ করছে না ? তাহলেই তো সব স্পষ্ট হয়ে যাবে।"

প্রসঙ্গত, রাজভবনে শ্লীলতাহানির ঘটনা নিয়ে ইতিমধ্যে মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের অন্য নেতারাও। একই সঙ্গে পুলিশের তরফ থেকে স্পেশাল ইনভেস্ট্রিগেটিং টিম গঠন করে তদন্ত শুরু হয়েছে। যদিও এই তদন্তের সাংবিধানিক স্বীকৃতি নিয়ে প্রশ্ন রয়েছে। তবে এর মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ও রাজ্যপাল প্রসঙ্গে সরব হলেন।

আরও পড়ুন

সন্দেশখালির ভাইরাল ভিডিয়ো নিয়ে অভিষেকের বিরুদ্ধে সিবিআই-এর কাছে অভিযোগের পথে বিজেপি, জানালেন শুভেন্দু

'2 হাজার টাকার বিনিময়ে অভিযোগ করেছেন সন্দেশখালির মহিলারা', দাবি অভিষেকের

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.