ETV Bharat / politics

'মোদির পুতুল' অমৃতাকে নয়, 'মমতার প্রকৃত সৈনিক' মহুয়াকে জেতান: অভিষেক - Lok Sabha Election 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : May 5, 2024, 5:03 PM IST

Abhishek Campaigns for Mahua: কৃষ্ণনগরের বিজেপি প্রার্থী অমৃতা রায়কে 'মোদির পুতুল' বলে কটাক্ষ করলেন অভিষেক বন্দ্যোপাধ্য়ায় ৷ তাঁর আহ্বান, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত সৈনিক মহুয়া মৈত্রকে দ্বিগুণ ভোটে জেতান ৷

ETV BHARAT
মহুয়ার প্রচারে অভিষেক (ছবি সৌজন্য: টুইটার)

কালীগঞ্জ, 5 মে: জনগণ ভোট দিয়ে যাঁকে সংসদে পাঠিয়েছিল, তাঁকে সংসদ থেকে বের করে দিয়েছে বিজেপির সরকার ৷ তার এ বার জবাব দেওয়ার পালা ৷ কৃষ্ণনগরে তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্রের সমর্থনে প্রচারে গিয়ে এ কথা মনে করিয়ে দিয়ে বিদায়ী সাংসদকে আবারও সংসদে পাঠানোর আর্জি জানালেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় ৷

তাঁর অভিযোগ, মহুয়া 'মোদি সরকারের চেহারাটা প্রকাশ্যে এনেছেন' বলেই তাঁকে কোনও তদন্ত ছাড়াই বহিষ্কার করা হয়েছে ৷ অথচ সংসদে ধোঁয়া-হামলার মতো গুরুতর বিষয়ে বিজেপি সাংসদের নাম জড়ালেও তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি ৷ তাই অভিষেকের আহ্বান, 'মোদির পুতুল' অমৃতা রায়কে নয়, 'মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত সৈনিক' মহুয়া মৈত্রকে আগের থেকেও বেশি ব্যবধানে জয়ী করুক কৃষ্ণনগরের জনতা ৷

রবিবার কালীগঞ্জের সভার শুরু থেকেই সাংসদ থাকাকালীন মহুয়া মৈত্রের কর্মকাণ্ডের কথা তুলে ধরেন অভিষেক ৷ তিনি বলেন, "আপনারা পাঁচ বছর সংসদে মহুয়া মৈত্রের পারফরম্যান্স দেখেছেন ৷ তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রকৃত সৈনিক ৷ গত পাঁচ বছরে তিনি যে ভাবে মোদি সরকারের চেহারা প্রকাশ্যে এনেছে, তাতেই ওদের গায়ে জ্বালা ধরেছে ৷"

মহুয়ার সাংসদ পদ খারিজের কথা তুলে অভিষেকের প্রশ্ন, "কোনও তদন্ত হয়েছে ? প্রমাণ এসেছে ? বলছে পাসওয়ার্ড শেয়ার করেছে । বিজেপি নেতা, বিজেপি সাংসদদের সইয়ের পরে সংসদে ঢুকে সুরক্ষাবলয়ে লোক ঢুকেছে । যাঁদের জন্য সুরক্ষা বিপাকে পড়ে গিয়েছিল, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা হয়েছে ? বিজেপির নেতা বলেছেন মোল্লা, বাঙালিদের বলছে রোহিঙ্গা, মুসলমানদের বলছে পাকিস্তানি । ভারতে যাঁরা হিংসার বীজ বপন করছে, তাঁদের বিরুদ্ধে কোনও ব্যবস্থা নেননি প্রধানমন্ত্রী ।"

এতদিন প্রধানমন্ত্রীকে এ রাজ্যে দেখা যায়নি বলেও এদিন কটাক্ষ করেন অভিষেক ৷ তাঁর মতে, বিজেপির প্রার্থী অমৃতা রায়কেও এলাকায় কেউ চেনেন না ৷ অভিষেকের কথায়, "যে প্রার্থী তাঁকে কেউ চেনে না ৷ তিনি নিজেকে পরিচয় দেন রাজমাতা হিসেবে ৷ আমাদের সৈনিকেরা প্রশ্ন তুলেছেন বলে সাংসদ পদ খারিজ করতে হবে । কৃষ্ণনগরের মায়েদের অনুরোধ করব, 13 তারিখ আপনি মোদির পুতুলকে নির্বাচিত করতে চান, নাকি নিজের প্রাণ বিপন্ন করে লড়াই করা মহুয়া মৈত্রকে নির্বাচিত করতে চান ?"

অভিষেক আরও বলেন, "অমৃতাকে তিনটি প্রশ্ন করবেন । বিজেপি নেতারা বলছেন, লক্ষ্মীর ভাণ্ডার বন্ধ করে দেবে । সেই অডিয়ো শোনাব ৷ তাঁরা যাঁকে রাজ্যপাল করে পাঠিয়েছেন, সেই পদ কলঙ্কিত করেছেন বর্তমান রাজ্যপাল । মেয়ের বয়সি বোনকে শ্লীলতাহানি করেছেন । আর তার পরদিনই ল্যাজ গুটিয়ে রাজ্য ছেড়ে পালিয়ে গিয়েছেন । এই নিয়ে বিজেপির অবস্থান কী ? তৃতীয় প্রশ্ন, সন্দেশখালি নিয়ে অনেক কথা বলেছিল, গলা ফাটিয়েছিল, কাল সন্দেশখালি দেখেছেন তো? প্রমাণিত হয়েছে ৷ বাংলার মানুষকে কলঙ্কিত করতে গিয়ে, কলুষিত করতে গিয়ে বাংলার মানুষকে ছোট করেছে ওরা ।"

অভিষেকের প্রতিশ্রুতি, "গত বছরের থেকে দ্বিগুণ ভোটে জয়ী করুন মহুয়াকে । এই ঋণ উন্নয়নের মাধ্যমে শোধ করব ।" অভিষেকের দাবি, দিল্লির সরকারের বিদায় শুধু সময়ের অপেক্ষা ৷

আরও পড়ুন:

  1. ‘ব্যক্তি আক্রমণে বিশ্বাসী নই, না-হলে ওঁকে ঝেড়ে-ধুয়ে দিতাম’, ইটিভি ভারতে অকপট রাজমাতা
  2. হাতিয়ার সন্দেশখালির ভিডিয়ো, বিজেপিকে উচিত শিক্ষা দেওয়ার ডাক অভিষেকের
  3. '2 হাজার টাকার বিনিময়ে অভিযোগ করেছেন সন্দেশখালির মহিলারা', দাবি অভিষেকের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.