ETV Bharat / international

পুতিনের চরম শত্রু নাভালনির মৃত্যু রাশিয়ার সংশোধনাগারে, বয়স ছিল 47

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 16, 2024, 6:36 PM IST

Jailed Opposition Leader Dies in Russia: রাশিয়ার কারা সংস্থা জানিয়েছে যে, সংশোধনাগারে বন্দি বিরোধী নেতা আলেক্সি নাভালনির মৃত্যু হয়েছে ৷ তাঁর বয়স ছিল 47 । ফেডারেল প্রিজন সার্ভিস এক বিবৃতিতে বলেছে যে, শুক্রবার হাঁটার পর নাভালনি অসুস্থ বোধ করেন এবং জ্ঞান হারান ।

ETV BHARAT
ETV BHARAT

মস্কো, 16 ফেব্রুয়াকি: রাশিয়ার সংশোধনাগারে মৃত্যু হল সে দেশের প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের চরম শত্রু তথা বিরোধী নেতা আলেক্সি নাভালনির ৷ তাঁর বয়স হয়েছিল মাত্র 47 বছর ৷ সরকারি দুর্নীতির বিরুদ্ধে তীব্র আন্দোলন গড়ে তুলে ক্রেমলিন বিরোধী বিক্ষোভে নেতৃত্ব দিয়েছিলেন তিনি ৷

ফেডারেল প্রিজন সার্ভিস এক বিবৃতিতে বলেছে যে, শুক্রবার একটু হেঁটে আসার পর নাভালনি অসুস্থ বোধ করেন এবং তখনই জ্ঞান হারিয়ে ফেলেন । একটি অ্যাম্বুলেন্সে তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার চেষ্টা করা হলেও কোনও লাভ হয়নি ৷ মৃত্যু হয় তাঁর ৷

নাভালনির মুখপাত্র কিরা ইয়ারমিশ তাঁর এক্স হ্যান্ডেলে বলেছেন, তাঁদের দলের কাছে এখনও পর্যন্ত নাভালনির মৃত্যুর কোনও নিশ্চিত খবর আসেনি ৷ এমনকি যে শহরে নাভালনিকে বন্দি করা হয়েছিল, সেখানেই বেড়াতে গিয়েছিলেন তাঁর আইনজীবী ৷ তবুও তিনি কোনও খবর পাননি ৷

চরমপন্থার অভিযোগে 19 বছরের সাজা ভোগ করছিলেন নাভালনি ৷ তিনি আগে যে সংশোধনাগারে ছিলেন, গত ডিসেম্বরে সেখান থেকে মধ্য রাশিয়ার ভ্লাদিমির অঞ্চলের কারাগারে তাঁকে নিয়ে যাওয়া হয় ৷ সেটি ছিল স্পেশাল রেজিম পিনাল কলোনি, যার নিরাপত্তার স্তর আর্টিক সার্কেলের থেকেও বেশি ৷

মস্কোর প্রায় 1,900 কিলোমিটার (1,200 মাইল) উত্তর-পূর্বে ইয়ামালো-নেনেটস অঞ্চলের খার্প শহরের একটি উপনিবেশে নাভালনির স্থানান্তরের নিন্দা করেছিলেন তাঁর সহযোগীরা ৷ তাঁদের অভিযোগ ছিল, নাভালনির মুখ বন্ধ রাখার জন্যই এই প্রচেষ্টা ৷ প্রত্যন্ত অঞ্চলটি দীর্ঘ এবং তীব্র শীতের জন্য কুখ্যাত । ভরকুটা থেকে খার্প প্রায় 100 কিলোমিটার (60 মাইল) দূরে, যার কয়লা খনিগুলি সোভিয়েত গুলাগ জেল-ক্যাম্প সিস্টেমের অংশ ছিল ।

নাভালনি 2021 সালের জানুয়ারি থেকে সংশোধনাগারে বন্দি ছিলেন ৷ তাঁর উপর ক্রেমলিন নার্ভ এজেন্ট বিষক্রিয়া করেছিলেন বলে অভিযোগ করেছিলেন নাভালনি ৷ তার থেকে সুস্থ হওয়ার পর তিনি জার্মানি থেকে মস্কোতে ফিরে আসেন । গ্রেফতারিরর আগে তিনি সরকারি দুর্নীতির বিরুদ্ধে তীব্র প্রচার চালিয়েছেন, ক্রেমলিন বিরোধী বড় বড় বিক্ষোভ সংগঠিত করেন ৷ এরপর থেকে তিনি তিনবার কারাদণ্ড পেয়েছেন, যার সবগুলোই তিনি রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত বলে দাবি করেছিলেন ।

আরও পড়ুন:

  1. ইউক্রেনে তাঁর লক্ষ্য একই থাকবে, তা দখল না-হওয়া পর্যন্ত সেখানে শান্তি আসবে না: পুতিন
  2. ইজরায়েল-হামাস যুদ্ধের জন্য দায়ী আমেরিকা, দুষলেন রাশিয়ার প্রেসিডেন্ট পুতিন
  3. মোদির নেতৃত্বে ভারতের দেশীয় প্রযুক্তির প্রচার সঠিক সিদ্ধান্ত, মত পুতিনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.