ETV Bharat / international

আমেরিকায় দুষ্কৃতী হামলার শিকার হয়ে ভারতীয় বংশোদ্ভূতের মৃত্যু

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 10, 2024, 12:31 PM IST

Indian-Origin Dies in US: পড়ুয়ার পর আমেরিকায় হামলার শিকার হয়ে আরও এক ভারতীয় বংশোদ্ভূতর মৃত্যু ৷ 2 ফেব্রুয়ারি রেস্তোরাঁর বাইরে আক্রমণে গুরুতর জখম হন এই ব্যক্তি ৷ বুধবার তাঁর মৃত্যু হয় ৷ পুলিশ অভিযুক্তের খোঁজ চালাচ্ছে ৷

Indian Origin Death
ভারতীয় বংশোদ্ভূতর মৃত্যু

ওয়াশিংটন, 10 ফেব্রুয়ারি: ফের বিদেশের মাটিতে ভারতীয়ের মৃত্যু ৷ দুষ্কৃতীদের হামলার শিকার হয়ে 41 বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূতর মৃত্যু হয়েছে মার্কিন মুলুকে ৷ মৃতের নাম বিবেক তানেজা ৷ তিনি ডায়নামো টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ছিলেন বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, ওয়াশিংটনের একটি রেস্তোরাঁর বাইরে কয়েকদিন আগে বিবেকের সঙ্গে এক ব্যক্তির ঝামেলা হয় ৷ সেই বিবাদের জেরেই নাকি বিবেকের উপর হামলা হয় বলে জানা গিয়েছে ৷ গত 2 ফেব্রুয়ারি 15 স্ট্রিট নর্থওয়েস্টের 1100 ব্লকে রেস্তোরাঁর বাইরে একটি হামলার খবর পায় পুলিশ। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে বিবেক তানেজাকে ফুটপাথে পড়ে থাকতে দেখেন । গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভরতি ছিলেন তিনি ৷ বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । মেট্রোপলিটন পুলিশ বিবেকের মৃত্যুকে খুন হিসেবে অনুমান করে তদন্ত শুরু করেছে ।

প্রাথমিক তদন্তে পাওয়া গিয়েছে, মাথায় গুরুতর আঘাতের জেরে বিবেক তানেজার মৃত্যু হয়েছে ৷ বিবেকের উপর আক্রমণকারী ব্যক্তিকে খুঁজছেন মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের তদন্তকারী আধিকারিকরা । সিসিটিভি ক্যামেরায় ওই অজ্ঞাতকে বিবেকের উপর হামলা চালাতে দেখা গিয়েছে ৷ এরপরেই পুলিশ তার সন্ধানে নেমেছে ৷ মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট অভিযুক্তের খোঁজ দেওয়া ব্যক্তিদের পুরস্কৃত করে । এ ক্ষেত্রে ওই ব্যক্তির খোঁজ দেওয়া ব্যক্তিকে পুরস্কারের কথা জানানো হয়েছে ৷

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে সৈয়দ মাজাহির আলি নামে একজন ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া শিকাগোতে দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছিলেন । এর আগে 25 বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া বিবেক সাইনির উপর জর্জিয়া রাজ্যের লিথোনিয়া শহরে মারাত্মকভাবে আক্রমণ করা হয় ৷ এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত আরও চার পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ।

(সংবাদ সংস্থা-পিটিআই)

আরও পড়ুন:

  1. পারডিউ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যু, আত্মহত্যা বলছে কর্তৃপক্ষ
  2. কানাডার এডমন্টন শহরে এক ভারতীয় বংশোদ্ভূত ও তাঁর 11 বছরের ছেলেকে গুলি করে খুন
  3. আমেরিকায় জখম ভারতীয় বংশোদ্ভূত, ডেলিভারি বয়কে ছুরিকাঘাত

ওয়াশিংটন, 10 ফেব্রুয়ারি: ফের বিদেশের মাটিতে ভারতীয়ের মৃত্যু ৷ দুষ্কৃতীদের হামলার শিকার হয়ে 41 বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূতর মৃত্যু হয়েছে মার্কিন মুলুকে ৷ মৃতের নাম বিবেক তানেজা ৷ তিনি ডায়নামো টেকনোলজিসের সহ-প্রতিষ্ঠাতা ও প্রেসিডেন্ট ছিলেন বলে জানা গিয়েছে ৷

জানা গিয়েছে, ওয়াশিংটনের একটি রেস্তোরাঁর বাইরে কয়েকদিন আগে বিবেকের সঙ্গে এক ব্যক্তির ঝামেলা হয় ৷ সেই বিবাদের জেরেই নাকি বিবেকের উপর হামলা হয় বলে জানা গিয়েছে ৷ গত 2 ফেব্রুয়ারি 15 স্ট্রিট নর্থওয়েস্টের 1100 ব্লকে রেস্তোরাঁর বাইরে একটি হামলার খবর পায় পুলিশ। পুলিশ আধিকারিকরা ঘটনাস্থলে এসে বিবেক তানেজাকে ফুটপাথে পড়ে থাকতে দেখেন । গুরুতর জখম অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে ভরতি ছিলেন তিনি ৷ বুধবার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয় । মেট্রোপলিটন পুলিশ বিবেকের মৃত্যুকে খুন হিসেবে অনুমান করে তদন্ত শুরু করেছে ।

প্রাথমিক তদন্তে পাওয়া গিয়েছে, মাথায় গুরুতর আঘাতের জেরে বিবেক তানেজার মৃত্যু হয়েছে ৷ বিবেকের উপর আক্রমণকারী ব্যক্তিকে খুঁজছেন মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্টের তদন্তকারী আধিকারিকরা । সিসিটিভি ক্যামেরায় ওই অজ্ঞাতকে বিবেকের উপর হামলা চালাতে দেখা গিয়েছে ৷ এরপরেই পুলিশ তার সন্ধানে নেমেছে ৷ মেট্রোপলিটন পুলিশ ডিপার্টমেন্ট অভিযুক্তের খোঁজ দেওয়া ব্যক্তিদের পুরস্কৃত করে । এ ক্ষেত্রে ওই ব্যক্তির খোঁজ দেওয়া ব্যক্তিকে পুরস্কারের কথা জানানো হয়েছে ৷

প্রসঙ্গত, চলতি সপ্তাহের শুরুতে সৈয়দ মাজাহির আলি নামে একজন ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া শিকাগোতে দুষ্কৃতীদের হামলার শিকার হয়েছিলেন । এর আগে 25 বছর বয়সি ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়া বিবেক সাইনির উপর জর্জিয়া রাজ্যের লিথোনিয়া শহরে মারাত্মকভাবে আক্রমণ করা হয় ৷ এই বছর মার্কিন যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত আরও চার পড়ুয়ার মৃত্যুর খবর পাওয়া গিয়েছে ।

(সংবাদ সংস্থা-পিটিআই)

আরও পড়ুন:

  1. পারডিউ বিশ্ববিদ্যালয়ে ভারতীয় বংশোদ্ভূত পড়ুয়ার মৃত্যু, আত্মহত্যা বলছে কর্তৃপক্ষ
  2. কানাডার এডমন্টন শহরে এক ভারতীয় বংশোদ্ভূত ও তাঁর 11 বছরের ছেলেকে গুলি করে খুন
  3. আমেরিকায় জখম ভারতীয় বংশোদ্ভূত, ডেলিভারি বয়কে ছুরিকাঘাত
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.