ETV Bharat / international

Two Shot Dead in Canada: কানাডার এডমন্টন শহরে এক ভারতীয় বংশোদ্ভূত ও তাঁর 11 বছরের ছেলেকে গুলি করে খুন

author img

By ETV Bharat Bangla Team

Published : Nov 11, 2023, 2:45 PM IST

Indian Origin Man and his Son Shot Dead in Canada: বৃহস্পতিবার বিকেলে কানাডার এডমন্টন শহরে এক ভারতীয় বংশোদ্ভূত ও তাঁর 11 বছরের ছেলেকে গুলি করে খুন করা হয় ৷ এখনও কাউকে গ্রেফতার করা হয়নি ৷ পুলিশ তদন্ত করছে ৷ পুলিশের দাবি, দু’টি দুষ্কৃতী গোষ্ঠীর মধ্যে লড়াইয়ের জেরেই এই ঘটনা ঘটেছে ৷

Two Shot Dead in Canada
Two Shot Dead in Canada

অটোয়া (কানাডা), 11 নভেম্বর: ভারতীয় বংশোদ্ভূত হরপ্রীত সিং উৎপল (41) ও তাঁর 11 বছর বয়সী ছেলেকে গুলি করে খুন করার অভিযোগ উঠল কানাডার এডমন্টন শহরে ৷ বৃহস্পতিবার বিকেলে একটি গ্যাস স্টেশনের বাইরে ঘটনাটি ঘটে ৷ কানাডা পুলিশ এই ঘটনাকে দুষ্কৃতীদের মধ্যে লড়াই হিসেবে বর্ণনা করেছে ৷

ঘটনার সময় উৎপল, তাঁর ছেলে একটি গাড়িতে ছিলেন ৷ তাঁদের সঙ্গে আরও একজনও ছিল ৷ সে উৎপলের ছেলের বন্ধু ৷ আশ্চর্যজনকভাবে তার কোনও আঘাত লাগেনি ৷ পুলিশের বক্তব্য, উৎপলের সঙ্গে গাড়িতে ছেলে ছিল কি না, সেই বিষয়ে হয়তো আততায়ীরা নিশ্চিত ছিল না ৷ কিন্তু ঘটনার সময় ছেলেকে দেখতে পেয়ে তাকে গুলি করে মারে ৷

তবে উৎপলের সঙ্গে তাঁর শিশু সন্তানকে খুন করার বিষয়ে উদ্বেগ্রকাশ করেছে কানাডা পুলিশ ৷ দুষ্কৃতীদের লড়াইয়ে শিশুদের আঘাত করার চল আগে ছিল না বলে কানাডা পুলিশের বক্তব্য ৷ এ দিকে যেখানে এই খুনের ঘটনা ঘটে, তার থেকে কিছুটা দূরে একটা গাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায় ৷ পুলিশের অনুমান, ওই গাড়িতেই আততায়ীরা এসেছিল ৷ পালানোর সময় গাড়িটি পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তারা ৷ কারণ, গাড়ির ভিতর থেকে কারও দেহ উদ্ধার হয়নি ৷

কানাডা পুলিশের দাবি, উৎপলের সঙ্গে অপরাধমূলক কাজের যুক্ত থাকার প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল ৷ একটি মামলার বিচার 2024 সালের এপ্রিলে শুরু হওয়ার কথা ছিল ৷ তার আগেই তাঁকে খুন করে দেওয়া হল ৷ তবে কারা খুন করল, তা পুলিশ এখনও জানতে পারেনি ৷ তবে আততায়ীদের সন্ধান চলছে বলে পুলিশ জানিয়েছে ৷

একটি সূত্র থেকে জানা গিয়েছে, উৎপল ব্রাদার্স কিপার্স গ্যাংয়ের সদস্য ছিলেন ৷ ব্রাদার্স কিপার্স বা বিকে গ্যাংয়ের সঙ্গে ইউএন নামে অন্য় একটি দুষ্কৃতী গোষ্ঠীর লড়াই ছিল ৷ সেই লড়াইয়ের জেরে প্রাণ গিয়েছে উৎপলের ৷ কারণ, উৎপলের খুনের আগেরদিন টরোন্টোতে পরমবীর চাহিল নামে একজনকে গুলি করে হত্যা করা হয় ৷ পরমবীর ওই ইউএন গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল ৷ ওয়াকিবহাল মহলের মতে, দু’টো খুনের মধ্যে যোগ থাকতে পারে ৷

তবে পুলিশ এই বিষয়টির সঙ্গে নিশ্চিত নয় ৷ এত তাড়াতাড়ি দু’টি খুনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না তারা ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এডমন্টন পুলিশ সার্ভিসের ভারপ্রাপ্ত সুপার কলিন ডার্কসেন ৷ তবে তিনি জানিয়েছেন, 2021 সালে উৎপলকে একবার গুলি করে হত্যার চেষ্টা করা হয় ৷ সেই সময় পরিবারের সঙ্গে একটি রেস্তরাঁয় বসেছিলেন তিনি ৷ পুলিশ খতিয়ে দেখছে সেদিনের ঘটনার সঙ্গে এ দিনের ঘটনার কোনও যোগ আছে কি না !

আরও পড়ুন:

  1. ভারতের সঙ্গে সম্পর্কের সুদিন ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী কানাডার বিদেশমন্ত্রী
  2. ' ভারতে বিশ্বকাপ ফাইনালের দিন বিশ্ব সন্ত্রাসের খেলা দেখবে ', হুমকি বিচ্ছিন্নতাবাদী শিখ নেতার
  3. আগুন নিয়ে খেলছে কানাডা, ক্রমেই চরমপন্থীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে ট্রুডোর দেশ

অটোয়া (কানাডা), 11 নভেম্বর: ভারতীয় বংশোদ্ভূত হরপ্রীত সিং উৎপল (41) ও তাঁর 11 বছর বয়সী ছেলেকে গুলি করে খুন করার অভিযোগ উঠল কানাডার এডমন্টন শহরে ৷ বৃহস্পতিবার বিকেলে একটি গ্যাস স্টেশনের বাইরে ঘটনাটি ঘটে ৷ কানাডা পুলিশ এই ঘটনাকে দুষ্কৃতীদের মধ্যে লড়াই হিসেবে বর্ণনা করেছে ৷

ঘটনার সময় উৎপল, তাঁর ছেলে একটি গাড়িতে ছিলেন ৷ তাঁদের সঙ্গে আরও একজনও ছিল ৷ সে উৎপলের ছেলের বন্ধু ৷ আশ্চর্যজনকভাবে তার কোনও আঘাত লাগেনি ৷ পুলিশের বক্তব্য, উৎপলের সঙ্গে গাড়িতে ছেলে ছিল কি না, সেই বিষয়ে হয়তো আততায়ীরা নিশ্চিত ছিল না ৷ কিন্তু ঘটনার সময় ছেলেকে দেখতে পেয়ে তাকে গুলি করে মারে ৷

তবে উৎপলের সঙ্গে তাঁর শিশু সন্তানকে খুন করার বিষয়ে উদ্বেগ্রকাশ করেছে কানাডা পুলিশ ৷ দুষ্কৃতীদের লড়াইয়ে শিশুদের আঘাত করার চল আগে ছিল না বলে কানাডা পুলিশের বক্তব্য ৷ এ দিকে যেখানে এই খুনের ঘটনা ঘটে, তার থেকে কিছুটা দূরে একটা গাড়ি আগুনে ভস্মীভূত হয়ে যায় ৷ পুলিশের অনুমান, ওই গাড়িতেই আততায়ীরা এসেছিল ৷ পালানোর সময় গাড়িটি পুড়িয়ে প্রমাণ লোপাটের চেষ্টা করেছে তারা ৷ কারণ, গাড়ির ভিতর থেকে কারও দেহ উদ্ধার হয়নি ৷

কানাডা পুলিশের দাবি, উৎপলের সঙ্গে অপরাধমূলক কাজের যুক্ত থাকার প্রমাণ আগেই পাওয়া গিয়েছিল ৷ একটি মামলার বিচার 2024 সালের এপ্রিলে শুরু হওয়ার কথা ছিল ৷ তার আগেই তাঁকে খুন করে দেওয়া হল ৷ তবে কারা খুন করল, তা পুলিশ এখনও জানতে পারেনি ৷ তবে আততায়ীদের সন্ধান চলছে বলে পুলিশ জানিয়েছে ৷

একটি সূত্র থেকে জানা গিয়েছে, উৎপল ব্রাদার্স কিপার্স গ্যাংয়ের সদস্য ছিলেন ৷ ব্রাদার্স কিপার্স বা বিকে গ্যাংয়ের সঙ্গে ইউএন নামে অন্য় একটি দুষ্কৃতী গোষ্ঠীর লড়াই ছিল ৷ সেই লড়াইয়ের জেরে প্রাণ গিয়েছে উৎপলের ৷ কারণ, উৎপলের খুনের আগেরদিন টরোন্টোতে পরমবীর চাহিল নামে একজনকে গুলি করে হত্যা করা হয় ৷ পরমবীর ওই ইউএন গোষ্ঠীর সঙ্গে যুক্ত ছিল ৷ ওয়াকিবহাল মহলের মতে, দু’টো খুনের মধ্যে যোগ থাকতে পারে ৷

তবে পুলিশ এই বিষয়টির সঙ্গে নিশ্চিত নয় ৷ এত তাড়াতাড়ি দু’টি খুনের বিষয়ে সিদ্ধান্তে পৌঁছাতে চাইছে না তারা ৷ পুরো বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছেন এডমন্টন পুলিশ সার্ভিসের ভারপ্রাপ্ত সুপার কলিন ডার্কসেন ৷ তবে তিনি জানিয়েছেন, 2021 সালে উৎপলকে একবার গুলি করে হত্যার চেষ্টা করা হয় ৷ সেই সময় পরিবারের সঙ্গে একটি রেস্তরাঁয় বসেছিলেন তিনি ৷ পুলিশ খতিয়ে দেখছে সেদিনের ঘটনার সঙ্গে এ দিনের ঘটনার কোনও যোগ আছে কি না !

আরও পড়ুন:

  1. ভারতের সঙ্গে সম্পর্কের সুদিন ফেরার বিষয়ে আত্মবিশ্বাসী কানাডার বিদেশমন্ত্রী
  2. ' ভারতে বিশ্বকাপ ফাইনালের দিন বিশ্ব সন্ত্রাসের খেলা দেখবে ', হুমকি বিচ্ছিন্নতাবাদী শিখ নেতার
  3. আগুন নিয়ে খেলছে কানাডা, ক্রমেই চরমপন্থীদের আশ্রয়স্থল হয়ে উঠেছে ট্রুডোর দেশ
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.