ETV Bharat / health

‘আমার স্বাস্থ্য, আমার অধিকার’, বিশ্ব স্বাস্থ্য দিবসের ইতিহাস জেনে নিন - World Health Day 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 7, 2024, 11:05 AM IST

World Health Day News
আজ বিশ্ব স্বাস্থ্য দিবস

World Health Day: সুস্থতা এবং স্বাস্থ্যকর জীবনযাত্রার প্রচারের জন্য প্রতি বছর 7 এপ্রিল পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস । বিশ্ব স্বাস্থ্য সংস্থার (হু) ভিত্তিস্থাপন উপলক্ষে পালিত হয় এই দিন ৷ চলতি বছর বিশ্ব স্বাস্থ্য দিবসের থিম হল 'আমার স্বাস্থ্য, আমার অধিকার' ৷

হায়দরাবাদ: বিশ্ব স্বাস্থ্য দিবস, প্রতি বছর 7 এপ্রিল সারা বিশ্বে পালিত হয় ৷ এই দিনের লক্ষ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO) কর্তৃক সচেতনতা তৈরি করা । বিশ্বে একাধিক স্বাস্থ্য সংকট দেখা দিয়েছে ৷ অসংক্রামক রোগ থেকে শুরু করে দুর্যোগ, এমনকী জলবায়ু পরিবর্তন পর্যন্ত সুস্বাস্থ্যের পথে বাধা হয়ে দাঁড়াচ্ছে । ফলে স্বাস্থ্যের অধিকার উপলব্ধি করা এখন আগের চেয়ে অনেক বেশি গুরুত্বপূর্ণ ।

'আমার স্বাস্থ্য, আমার অধিকার': প্রতিবছর কোনও না কোনও থিম নিয়ে পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস ৷ চলতি বছর এই দিনের থিম 'আমার স্বাস্থ্য, আমার অধিকার' । সর্বত্র মানসম্পন্ন স্বাস্থ্য পরিষেবা, শিক্ষা এবং সেই সংক্রান্ত সুনির্দিষ্ট তথ্য, নিরাপদ পানীয় জল, পুষ্টি, মানসম্পন্ন আবাসন, পরিবেশগত অবস্থা এবং স্বাধীনতা পাওয়া মানুষের অধিকার ৷

বিশ্ব স্বাস্থ্য দিবসের ইতিহাস (History Of World Health Day): 7 এপ্রিল 1948 সালে প্রতিষ্ঠিত হয় বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা WHO (World Health Organization) । বিশ্ব স্বাস্থ্য সংস্থা 1948 সালে বিভিন্ন দেশগুলি দ্বারা স্বাস্থ্যের প্রচার, দুর্বলদের সেবা এবং বিশ্বকে নিরাপদ রাখার জন্য প্রতিষ্ঠিত হয়েছিল ৷ লক্ষ্য ছিল বিশ্বের প্রত্যেকের উন্নত স্বাস্থ্য এবং জীবনযাত্রা স্বাভাবিক করা । 1950 সালে জীবনের একটি গুরুত্বপূর্ণ দিক হিসাবে স্বাস্থ্যকর জীবনযাপন এবং সুস্থতার প্রচার করার জন্য 7 এপ্রিল প্রথম বিশ্ব স্বাস্থ্য দিবস পালিত হয়েছিল ।

হু’র বার্তা: বিশ্ব স্বাস্থ্য সংস্থার দক্ষিণ-পূর্ব এশিয়া অঞ্চলের আঞ্চলিক পরিচালক সায়মা ওয়াজে বলেন, ‘‘সকলের জন্য স্বাস্থ্যের অধিকার উপলব্ধি করার অর্থ হল এমন পরিস্থিতি তৈরি করা যেখানে প্রত্যেকে সর্বত্র উচ্চ-মানের স্বাস্থ্য সুবিধা, পরিষেবা এবং পণ্যগুলি পাবেন ৷ যা জনগণের চাহিদা, বোঝাপড়া এবং মর্যাদাকে অগ্রাধিকার দেবে । এর অর্থ একটি সম্পূর্ণ অধিকার যা মানুষকে সুস্থভাবে বাঁচতে সাহায্য় করে ৷ যেমন শিক্ষা, নিরাপদ জল এবং পুষ্টিকর খাদ্য ইত্যাদি ৷

নারী ও মেয়েদের বিরুদ্ধে সহিষ্ণুতা: মানবাধিকার লঙ্ঘন এবং অগ্রাধিকার জনস্বাস্থ্য সমস্যা এখনও ব্যাপকভাবে রয়ে গিয়েছে । তিনি বলেন, এই অঞ্চলের প্রতি তিনজনের মধ্যে একজন নারী তাদের জীবনে অন্তত একবার অন্তরঙ্গ সঙ্গীর হিংসার সম্মুখীন হয়েছেন ৷ যেখানে গ্রামীণ ও নিরক্ষর মহিলারা এবং দরিদ্রসীমার নীচে থাকা পরিবারের মানুষজন উল্লেখযোগ্যভাবে উচ্চ স্বাস্থ্য ঝুঁকির সম্মুখীন হয়েছেন । যা থেকে মুক্তি দেওয়ার লক্ষ্যেই পালিত হয় বিশ্ব স্বাস্থ্য দিবস ৷

আরও পড়ুন:

  1. গরমে ঘামের দুর্গন্ধে নাজেহাল ? কেয়া শেঠের টোটকা মানলে কেল্লাফতে
  2. দিনের শুরুটা করুন স্বাস্থ্যকর ব্রেকফাস্ট দিয়ে, রেসিপি দিলেন বিশেষজ্ঞ পুষ্টিবিদ
  3. ওয়াশিং মেশিনের সেটিংস বদলান, আয়ু বাড়বে জামাকাপড়ের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.