ETV Bharat / health

আবহাওয়ার পরিবর্তনের জেরে ভাইরাল সংক্রমণে ভুগছেন ? আস্থা রাখুন ঘরোয়া টোটকায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 23, 2024, 2:38 PM IST

Weather Change Viral Infection: ভাইরাল সংক্রমণ বিভিন্ন কারণের কারণে হতে পারে, এবং কখনও কখনও কারণগুলি অজানা থেকে যায় । ঘরোয়া উপায়ে কী কী করবেন জেনে নিন ৷

Weather Change Viral Infection News
আবহাওয়ার পরিবর্তনে ভাইরাল সংক্রমণে ভুগছেন

হায়দরাবাদ: সর্দি কাশি সাধারণ বিষয় ৷ তবে শীত কমার সঙ্গে সঙ্গে মানুষের ভাইরাল সংক্রমনের আশঙ্কা শুরু হয় ৷ আর এই ভাইরাল সংক্রমনের প্রধান কারণ জীবাণু । যাঁরা বেশি মানুষের সংস্পর্শে থাকেন, তাঁদের এ ধরনের সমস্যা বেশি হয় । কিছু সহজ উপায় অবলম্বন করলে এসব ফ্লু ও ইনফ্লুয়েঞ্জা থেকে কিছুটা হলেও রেহাই পাওয়া যায় । চিকিৎসকের সাহায্য় নিয়ে মেডিসিন নেওয়া ছাড়াও কিছু ঘরোয়া পদ্ধতি অবলম্বন করা প্রয়োজন ৷ জেনে নিন কী কী করবেন (Home remedies For Viral Infection)?

কিছুক্ষণ পর পর হাত ধোওয়া: ভাইরাল সংক্রমণ থেকে মুক্তি পেতে দরকার বারবার হ্যান্ড ওয়াস দিয়ে হাত ধোয়া ৷ সবসময় সাবান জল ব্যবহার করা সম্ভব না হলেও আপনি হ্যান্ড স্যানিটাইজারও রাখতে পারেন ৷

বেশি করে জল পান করা: আবহাওয়ার বদলের সঙ্গে সঙ্গে শরীরে বিভিন্ন ধরনের অসুবিধা হতে পারে ৷ তাই ঘন ঘন জল খাওয়া প্রয়োজন যাতে শরীরে জলের ভারসাম্য বজায় থাকে ৷ এছাড়াও আপনি নুন-চিনির জলও পান করতে পারেন ৷

অ্যন্টি-অক্সিডেন্ট যুক্ত খাবার খাওয়া: এই সময় যেহেতু আবহাওয়া পরিবর্তন হতে থাকে তাই এমন খাবার খাওয়া উচিত যেগুলি অ্যন্টি-অক্সিডেন্ট সম্পন্ন যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য় করে ৷ স্ট্রবেরি, আপেল, বাঁধাকপি, ব্রকলি, টমেটো, গ্রিন টি, পালংশাক ইত্যাদি খাবার খেতে পারেন ৷ এছাড়াও ভিটামিন সি যুক্ত খাবারও খাওয়া প্রয়োজন ৷

অতিরিক্ত মশলাযুক্ত খাবার এড়িয়ে যাওয়া: অতিরিক্ত মশলা যুক্ত খাবার শরীরে ক্ষতি করতে পারে বিশেষ করে আবহাওয়ার পরিবর্তেনের সময় ৷

বাতাসকে আর্দ্র করা প্রয়োজন: বাতাসে আর্দ্রতা যোগ করতে একটি হিউমিডিফায়ার ব্যবহার করুন ৷ যা শুষ্ক বা গলা ব্যথার মতো উপসর্গগুলি উপশম করতে সাহায্য় করতে পারে ।

মুখ ও নাকে মাস্ক ব্যবহার করা: আপনার ভাইরাল সংক্রমণ হলে বা সংক্রমণ আরও ছড়িয়ে পড়লে মুখ এবং নাক ঢেকে রাখার পরামর্শ দেওয়া হয় । এটি সংক্রমণ প্রতিরোধ করতে সাহায্য় করে ৷

আরও পড়ুন:

  1. গ্লোয়িং ত্বক পেতে চান ? কোনও রাসায়নিক ব্যবহার না করেই খেতে পারেন সূর্যমুখী ডার্ক চকলেট-মিষ্টি আলু
  2. বায়োটিনের অভাবে চুল পড়ার সমস্যা হয়, পাতে রাখুন বাদাম-ডিম
  3. রোজ ব্রেকফাস্টে খেতে পারেন কুমড়োর বীজ, চুল-ত্বক ভালো থাকবে

(পরামর্শগুলি শুধুমাত্র সাধারণ তথ্যের ভিত্তিতে ৷ আপনার কোনও প্রশ্ন থাকলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করুন)

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.