ETV Bharat / health

মেদ কমাতে কার্যকরী হতে পারে সন্ধ্যার ব্যায়াম, বলছে গবেষণা - Exercise During Evening

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 18, 2024, 10:48 PM IST

Exercise During Evening News
সন্ধ্যার সময় ব্যায়াম স্থূলতার বিরুদ্ধে লড়াই করতে পারে, বলছে গবেষণা

Exercise During Evening: ডায়াবেটিস কেয়ার জার্নালে প্রকাশিত এই সমীক্ষায় দেখা গিয়েছে যারা দিনের নির্দিষ্ট সময়ে তাদের কার্যকলাপের পরিকল্পনা করতে পারে তারা এই স্বাস্থ্য ঝুঁকিগুলি অনেক এড়াতে পারেন ৷

হায়দারাবাদ: ব্যায়ামের জন্য সকালকেই গুরুত্বপূর্ণ সময় হিসাবে বিবেচনা করা হয় ৷ একটি নতুন গবেষণায় দেখা গিয়েছে যে সন্ধ্যায় শারীরিক ক্রিয়াকলাপ স্থূলতায় আক্রান্ত ব্যক্তিদের জন্য আরও বেশি স্বাস্থ্য উপকারে আসতে পারে ।

ডায়াবেটিস কেয়ার জার্নালে প্রকাশিত একটি গবেষণা অনুসারে, 8 বছর ধরে 30,000 মানুষের উপর পরীক্ষা চালানো হয়েছে ৷ অস্ট্রেলিয়ার সিডনি বিশ্ববিদ্যালয়ের গবেষকরা সেই পরীক্ষায় দেখেছেন যে যারা অ্যারোবিক মাঝারি শারীরিক কার্যকলাপ করেন, তাদের হৃদরোগ থেকে অকাল মৃত্যুর ঝুঁকি কম ৷ একই সঙ্গে তাঁরা দেখেছেন, আমাদের হৃদস্পন্দন সন্ধ্যা 6টা থেকে মধ্যরাতের মধ্যে বেশি থাকে ।

সিডনি বিশ্ববিদ্যালয়ের ফিজিওলজির অধ্যাপক ডাঃ অ্যাঞ্জেলো সাবাগ বলেন, "বেশ কয়েকটি জটিল সামাজিক কারণে, প্রতি তিনজনের মধ্যে দু’জনের অতিরিক্ত ওজন বা স্থূলতা রয়েছে ৷ যা তাঁদের হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের মতো বড় কার্ডিয়োভাসকুলার সমস্যায় অকাল মৃত্যুর ঝুঁকি বাড়িয়ে দেয় ৷"

গবেষকরা কেবল সাধারণ ব্যায়ামেই নজর দেননি ৷ 3 মিনিট বা তার বেশি সময় ধরে ক্রমাগত অ্যারোবিক ব্যায়ামেও আলোকপাত করেছেন ৷ পূর্ববর্তী গবেষণার উপর ভিত্তি করে যে সন্ধ্যায় শারীরিক কার্যকলাপ ডায়াবেটিস বা স্থূলতার সঙ্গে সম্পর্কিত জটিলতাগুলিকে কমাতে সাহায্য করতে পারে ৷ যা শরীরে গ্লুকোজের মাত্রা বজায় রাখতে সাহায্য় করে ।

আরও পড়ুন:

  1. সকালে খাচ্ছেন অ্যাপেল সিডার ভিনিগার? ডেকে আনছেন বড় বিপদ
  2. প্রয়োজন নিয়মিত পর্যবেক্ষণ ও সেবা, হিমোফিলিয়া দিবসে জানুন রোগের চিকিৎসা সম্পর্কে
  3. গরমে ঘরকে রাখুন এসির মতো ঠান্ডা, মেনে চলতে পারেন এই ঘরোয়া টিপস
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.