ETV Bharat / health

কাঁচের সাদা প্লেট হলদে হয়ে যাচ্ছে ? ঘরোয়া উপায়ে মুক্তি পেতে পারেন

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 1:35 PM IST

Yellowing of White Glass Plate: সাদা প্লেট হলুদ হয়ে গেলে আমরা পালটে ফেলতে চাই ৷ কিন্তু আপনি জানেন, এই সমস্যার সমাধান আপনি বাড়িতেই করতে পারেন ?

Yellowing of White Glass Plate
কাঁচের সাদা প্লেট হলদে হয়ে যাচ্ছে

হায়দরাবাদ: রান্নাঘরে সাদা প্লেট সাজিয়ে রাখলে সৌন্দর্য বাড়িয়ে তোলে ৷ তবে এই বাসন ঠিকঠাক যত্নে রাখা প্রয়োজন ৷ না-হলে সুন্দর জিনিস আর সুন্দর থাকে না ৷ কারণ দীর্ঘদিন ধরে এই বাসন ব্যবহার করলে তেলচিটে বা হলদে ভাব চলে আসে ৷ ঘরোয়া কিছু উপাদান ব্যবহার করেই এই সাদা বাসন ঝকঝকে করে তুলতে পারবেন ৷ জেনে নিন, কী কী উপায়ে তা করবেন (Yellowing of White Glass Plate)?

1) একটা বড় বাটিতে গরম জলে তাতে লেবুর রস দিন ৷ তাতে অল্প পরিমাণ নুন মিশিয়ে নিন ৷ এবার ওই জলে সাদা বাসন ধুয়ে নিন ৷ বাসন চকচক করবে ৷

2) ইনো এই বাসন সাদা করার জন্য বেশ ভালো কাজ করে ৷ ইনো গ্যাস অম্বলের জন্য সবার বাড়িতেই থেকে থাকে ৷ এই ইনো দিয়ে কিছুক্ষণ মাখিয়ে রাখুন ৷ তারপর 10 মিনিট রেখে লেবু জলে ধুয়ে নিন ৷

3) লেবুর খোসা ভিনিগারে ভিজিয়ে রেখে সেই জল দিয়ে প্লেট ধুলে সাদা ভাব আসে ৷

4) চাল ধোয়া জলে সাদা বাসন কিছুক্ষণ ডুবিয়ে রাখুন ৷ তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে ফেলুন ৷ তবে ধোয়ার পর বেশিক্ষণ ফেলে রাখবেন না ৷ শুকনো সুতির কাপড় দিয়ে মুছে ফেলতে হবে ৷ না-হলে জলের সাদা দাগ ভাব থেকে যাবে ৷

5) কুসুম গরম জলে সামান্য বেকিং সোডা মিশিয়ে কিছুক্ষণ ডুবিয়ে রেখে তারপর জল দিয়ে ভালো করে ধুয়ে নিলে কাচের বাসনের দাগ চলে যাবে ।

6) দাঁত মাজার টুথ পাউডার বাসনের হলেটেভাব দূর করতে সাহায্য করে । প্রথমে বাসনগুলি দুয়ে নিন ৷ ভিজে বাসনে এই পাুডার মাখিয়ে কিছুক্ষণ রেখে দিন ৷ তারপর ভালো করে ধুয়ো মুছে নিন ৷

তবে, পরিষ্কার করতে গিয়ে কাপ বা প্লেটের কোন ভেঙে যাওয়া একটি সাধারণ ঘটনা। এর থেকে মুক্তি পেতে কাচের বাসন ধোয়ার সময় সিঙ্কে একটা টাওয়েল পেতে দিন । তার উপরে বাসন রাখুন।

আরও পড়ুন:

  1. চুলের সমস্যায় ভুগছেন ? ব্যবহার করতে পারেন নারকেল জল
  2. ব্রণ মুখের সৌন্দর্য কেড়ে নিচ্ছে ? সমাধান হতে পারে এগুলি
  3. ঘরোয়া উপায়ে কীভাবে হিমোগ্লোবিনের সমস্য়া মেটাবেন, জেনে নিন
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.