ETV Bharat / entertainment

সোশাল মিডিয়া নিয়ে বিপাকে ! অভিযোগ জানাতে থানায় বিদ্যা বালান

Vidya Balan: অন্যান্য সেলেবদের মতো এবার বিপাকে পড়লেন 'দ্য ডার্টি গার্ল' ৷ তড়িঘড়ি থানায় ছুটলেন বিটাউনের বিদ্যা বালান ৷ একেবারে রেগে লাল তিনি ৷ আর যা ঘটেছে তাতে রাগটাই স্বাভাবিক ৷ ব্যাপারটা একটু খোলসা করে বলা যাক ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 21, 2024, 1:15 PM IST

অভিযোগ জানাতে থানায় বিদ্যা বালান
Vidya Balan

মুম্বই, 21 ফেব্রুয়ারি: কখনও ডিপফেক, কখনও আবার সোশাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল খুলে সেলেবদের নাম নিয়ে কুকীর্তি । এমন নানা খবর নিত্যদিন খবরের শিরোনামে আসছে ৷ বারংবার এমন ঘটনার প্রতিবাদও করছেন অভিনেতা-অভিনেত্রীরা । কিন্তু তাতে থোড়াই তোয়াক্কা ! যাদের এমন স্বভাব তারা দিব্য এই কুকর্ম চালিয়ে যাচ্ছে ৷ আর এ বার সেরকমই এক বিপাকে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান ৷ অভিযোগ জানাতে থানায় গেলেন তিনি ৷

বিদ্যা বালানের নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে ইনস্টাগ্রামে ৷ আর ফেক ওই প্রোফাইল থেকে বিদ্যার নাম করে চাকরির প্রতিশ্রুতি দিয়ে অর্থ চাওয়া হচ্ছে ৷ এমন কাণ্ড নজরে পড়তেই তড়িঘড়ি মুম্বই পুলিশের কাছে অজানা ওই ব্যক্তির নামে এফআইআর দায়ের করেন অভিনেত্রী। মুম্বই পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিদ্যা বালানের নামে যে ইনস্টা আইডি তৈরি করেছেন, তার মাধ্যমে চাকরি পাওয়ার জন্য লোকেদের প্রতারণা করেন তিনি । পুলিশ আইটি আইনের 66(সি) ধারায় এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে ।

এরপরই মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খার পুলিশ আরও জানিয়েছে, ওই কাণ্ডে লিপ্ত ব্যক্তি বিদ্যা বালানের নামে একটি ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশাপাশি জিমেইল অ্যাকাউন্টও তৈরি করেছিল । বিনোদনের দুনিয়ার সেলেবদের সঙ্গে সে প্রতিনিয়ত যোগাযোগ রাখত ৷ এরপর ওই পরিচিতির সুযোগ নিয়ে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় ৷ চাকরির সুযোগের প্রতারণামূলক প্রতিশ্রতি 17 থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে করা হয়েছিল। সম্প্রতি, ভুয়ো আইডির কারণে সমস্যায় পড়তে হয়েছে বলিউড তারকা-সহ বিশিষ্ট ব্যক্তিদের। ডিপফেক ভিডিয়োর কারণে রাশ্মিকা, ক্যাটরিনাও সমস্যায় পড়েছিলেন।

এ দিকে, বিদ্যা বালান ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজিতে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছেন ৷ মঞ্জুলিকা চরিত্রে তাঁর ভূমিকার পুনরাবৃত্তি করছেন তিনি ৷ কার্তিক আরিয়ান ভুলভুলাইয়া 2-তে অভিনয় করেছেন ৷ ভুলভুলাইয়া-3 তেও দেখা যাবে কিউট বয় কার্তিককে ৷ ভুলভুলাইয়া-3 পরিচালনা করবেন আনিস বাজমী, যিনি দ্বিতীয়টিরও পরিচালনা করেছেন । ফ্র্যাঞ্চাইজির প্রযোজক, ভূষণ কুমার, দর্শকদের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়ে সিরিজটি চালিয়ে যাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন । চলতি বছর দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে ছবিটি ।

আরও পড়ুন:

  1. ভারত-আমেরিকায় নির্বাচন, সোশাল মিডিয়ায় 'ডিপ ফেক' নিয়ন্ত্রণে মেটা
  2. ডিপফেক নিয়ে সোচ্চার তারকারা, রশ্মিকার পাশে দাঁড়ালেন বন্ধু বিজয়
  3. রশ্মিকার পর ক্যাটরিনা! টাওয়েল ফাইটে অভিনেত্রীর আপত্তিকর 'ফেক' ছবি ভাইরাল

মুম্বই, 21 ফেব্রুয়ারি: কখনও ডিপফেক, কখনও আবার সোশাল মিডিয়ায় ভুয়ো প্রোফাইল খুলে সেলেবদের নাম নিয়ে কুকীর্তি । এমন নানা খবর নিত্যদিন খবরের শিরোনামে আসছে ৷ বারংবার এমন ঘটনার প্রতিবাদও করছেন অভিনেতা-অভিনেত্রীরা । কিন্তু তাতে থোড়াই তোয়াক্কা ! যাদের এমন স্বভাব তারা দিব্য এই কুকর্ম চালিয়ে যাচ্ছে ৷ আর এ বার সেরকমই এক বিপাকে পড়লেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী বিদ্যা বালান ৷ অভিযোগ জানাতে থানায় গেলেন তিনি ৷

বিদ্যা বালানের নামে ভুয়ো অ্যাকাউন্ট খোলা হয়েছে ইনস্টাগ্রামে ৷ আর ফেক ওই প্রোফাইল থেকে বিদ্যার নাম করে চাকরির প্রতিশ্রুতি দিয়ে অর্থ চাওয়া হচ্ছে ৷ এমন কাণ্ড নজরে পড়তেই তড়িঘড়ি মুম্বই পুলিশের কাছে অজানা ওই ব্যক্তির নামে এফআইআর দায়ের করেন অভিনেত্রী। মুম্বই পুলিশের এক বিবৃতিতে জানানো হয়েছে, অভিযুক্ত ব্যক্তি বিদ্যা বালানের নামে যে ইনস্টা আইডি তৈরি করেছেন, তার মাধ্যমে চাকরি পাওয়ার জন্য লোকেদের প্রতারণা করেন তিনি । পুলিশ আইটি আইনের 66(সি) ধারায় এই বিষয়ে একটি মামলা দায়ের করেছে ।

এরপরই মামলার তদন্ত শুরু করেছে পুলিশ ৷ খার পুলিশ আরও জানিয়েছে, ওই কাণ্ডে লিপ্ত ব্যক্তি বিদ্যা বালানের নামে একটি ভুয়ো ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের পাশাপাশি জিমেইল অ্যাকাউন্টও তৈরি করেছিল । বিনোদনের দুনিয়ার সেলেবদের সঙ্গে সে প্রতিনিয়ত যোগাযোগ রাখত ৷ এরপর ওই পরিচিতির সুযোগ নিয়ে অর্থের বিনিময়ে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেয় ৷ চাকরির সুযোগের প্রতারণামূলক প্রতিশ্রতি 17 থেকে 19 ফেব্রুয়ারির মধ্যে করা হয়েছিল। সম্প্রতি, ভুয়ো আইডির কারণে সমস্যায় পড়তে হয়েছে বলিউড তারকা-সহ বিশিষ্ট ব্যক্তিদের। ডিপফেক ভিডিয়োর কারণে রাশ্মিকা, ক্যাটরিনাও সমস্যায় পড়েছিলেন।

এ দিকে, বিদ্যা বালান ভুলভুলাইয়া ফ্র্যাঞ্চাইজিতে যোগদানের জন্য প্রস্তুতি নিচ্ছেন ৷ মঞ্জুলিকা চরিত্রে তাঁর ভূমিকার পুনরাবৃত্তি করছেন তিনি ৷ কার্তিক আরিয়ান ভুলভুলাইয়া 2-তে অভিনয় করেছেন ৷ ভুলভুলাইয়া-3 তেও দেখা যাবে কিউট বয় কার্তিককে ৷ ভুলভুলাইয়া-3 পরিচালনা করবেন আনিস বাজমী, যিনি দ্বিতীয়টিরও পরিচালনা করেছেন । ফ্র্যাঞ্চাইজির প্রযোজক, ভূষণ কুমার, দর্শকদের জন্য একটি রোমাঞ্চকর অভিজ্ঞতার প্রতিশ্রুতি দিয়ে সিরিজটি চালিয়ে যাওয়ার বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছেন । চলতি বছর দিওয়ালিতে মুক্তি পেতে চলেছে ছবিটি ।

আরও পড়ুন:

  1. ভারত-আমেরিকায় নির্বাচন, সোশাল মিডিয়ায় 'ডিপ ফেক' নিয়ন্ত্রণে মেটা
  2. ডিপফেক নিয়ে সোচ্চার তারকারা, রশ্মিকার পাশে দাঁড়ালেন বন্ধু বিজয়
  3. রশ্মিকার পর ক্যাটরিনা! টাওয়েল ফাইটে অভিনেত্রীর আপত্তিকর 'ফেক' ছবি ভাইরাল
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.