ETV Bharat / entertainment

স্পাইয়ের ভূমিকায় বরুণ-সামান্থা, প্রকাশ্যে 'সিটাডেল: হানি বানি'র পোস্টার

Varun Dhawan and Samantha Ruth Prabhu: আমেরিকান ওয়েব সিরিজ সিটাডেল ভারতে মুক্তি পাবে শীঘ্রই ৷ প্রকাশ্যে এসেছে এই সিরিজের নতুন নাম ৷ বরুণ ধাওয়ান ও সামান্থা রুথ প্রভু অভিনীত আপকামিং ওয়েব সিরিজের নাম রাখা হয়েছে 'সিটাডেল: হানি বানি' ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 19, 2024, 8:02 PM IST

Varun Dhawan and Samantha Ruth Prabhu
'সিটাডেল: হানি বানি' পোস্টার

হায়দরাবাদ, 19 মার্চ: কয়েক মাস আগেই প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিটাডেল নজর কেড়েছে দর্শকদের ৷ আমেরিকান সিরিজটি বলিউডেও তৈরি হচ্ছে, সেটা সকলেরই জানা ৷ সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিয়ো সিরিজের নতুন নাম ও পোস্টার প্রকাশ্যে এসেছে ৷ রাজ-ডিকে পরিচালিত আমেরিকান সিরিজ সিটাডেল-এর নতুন নাম রাখা হয়েছে 'সিটাডেল: হানি বানি' ৷

স্পাই-অ্যাকশনে ভরপুর ছবিতে থাকছে ভালোবাসার গল্পও ৷ নয়ের দশকের প্রেক্ষাপটে এই সিরিজ ধরা পড়বে ৷ তবে এই সিরিজ কবে মুক্তি পাবে তা এখনও জানানো হয়নি নির্মাতাদের তরফে ৷ বরুণ ধাওয়ান, সামান্থা রুথ প্রভু ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কেকে মেনন, সিমরন, সোহম মজুমদার, কাশভি মজুমদার, সাকিব সালেম ও সিকন্দর খের ৷ সিরিজটি প্রযোজনা করেছে ডি2আর ফিল্মস ৷ সিরিজের চিত্রনাট্য লেখায় হাত লাগিয়েছেন পরিচালক স্বয়ং ও সীতা মেনন ৷

মূল সিরিজে দেখা গিয়েছিল রিচার্ড ম্যাডডেন ও প্রিয়াঙ্কা চোপড়াকে ৷ এই সিরিজ দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পায় ৷ রুশো ব্রাদার্সের প্রযোজনায় মুক্তি পায় এই সিরিজ ৷ গত বছর 28 এপ্রিল আমাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিমিং হয় 'সিটাডেল'-এর ৷ সিরিজ প্রকাশ্যে আসার আগে তার ট্রেলার ও টিজারে মুগ্ধ ছিলেন অনুরাগীরা ৷ মুক্তির পরেই এই টিজার 1 লক্ষ 10 হাজার ভিউ পেয়েছিল ৷ এবার বরুণ-সামন্থা জুটি দর্শক টানতে কতটা সক্ষম হয়, তা সময়ই বলবে ৷

উল্লেখ্য, ধর্মা প্রোডাকশনের ব্যানারে মুক্তির অপেক্ষায় রোম্যান্টিক কমেডি ছবি 'সানি সংস্কারি কি তুলসী কুমারি' ৷ যেখানে বরুণ ধাওয়ান ফের জুটি বাঁধবেন জাহ্নবী কাপুরের সঙ্গে ৷ সেই ছবির পাশাপাশি আরও বেশ কিছু কাজ রয়েছে বরুণের হাতে ৷

আরও পড়ুন

1. লম্বা ছুটির আগে কাজ শেষ ! সামান্থার 'সিটাডেল ইন্ডিয়া'র শুটিংয়ের সমাপ্তি

2. রোমে 'সিটাডেল'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাতে হাত নিকিয়াঙ্কা, ভাইরাল ছবি

3. সিটাডেল মুক্তির আগেই আরও একটি হলিউড প্রজেক্টের ঘোষণা প্রিয়াঙ্কার

হায়দরাবাদ, 19 মার্চ: কয়েক মাস আগেই প্রিয়াঙ্কা চোপড়া অভিনীত সিটাডেল নজর কেড়েছে দর্শকদের ৷ আমেরিকান সিরিজটি বলিউডেও তৈরি হচ্ছে, সেটা সকলেরই জানা ৷ সম্প্রতি ওটিটি প্ল্যাটফর্ম প্রাইম ভিডিয়ো সিরিজের নতুন নাম ও পোস্টার প্রকাশ্যে এসেছে ৷ রাজ-ডিকে পরিচালিত আমেরিকান সিরিজ সিটাডেল-এর নতুন নাম রাখা হয়েছে 'সিটাডেল: হানি বানি' ৷

স্পাই-অ্যাকশনে ভরপুর ছবিতে থাকছে ভালোবাসার গল্পও ৷ নয়ের দশকের প্রেক্ষাপটে এই সিরিজ ধরা পড়বে ৷ তবে এই সিরিজ কবে মুক্তি পাবে তা এখনও জানানো হয়নি নির্মাতাদের তরফে ৷ বরুণ ধাওয়ান, সামান্থা রুথ প্রভু ছাড়াও গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যাবে কেকে মেনন, সিমরন, সোহম মজুমদার, কাশভি মজুমদার, সাকিব সালেম ও সিকন্দর খের ৷ সিরিজটি প্রযোজনা করেছে ডি2আর ফিল্মস ৷ সিরিজের চিত্রনাট্য লেখায় হাত লাগিয়েছেন পরিচালক স্বয়ং ও সীতা মেনন ৷

মূল সিরিজে দেখা গিয়েছিল রিচার্ড ম্যাডডেন ও প্রিয়াঙ্কা চোপড়াকে ৷ এই সিরিজ দর্শকদের মিশ্র প্রতিক্রিয়া পায় ৷ রুশো ব্রাদার্সের প্রযোজনায় মুক্তি পায় এই সিরিজ ৷ গত বছর 28 এপ্রিল আমাজন প্রাইম ভিডিয়োতে স্ট্রিমিং হয় 'সিটাডেল'-এর ৷ সিরিজ প্রকাশ্যে আসার আগে তার ট্রেলার ও টিজারে মুগ্ধ ছিলেন অনুরাগীরা ৷ মুক্তির পরেই এই টিজার 1 লক্ষ 10 হাজার ভিউ পেয়েছিল ৷ এবার বরুণ-সামন্থা জুটি দর্শক টানতে কতটা সক্ষম হয়, তা সময়ই বলবে ৷

উল্লেখ্য, ধর্মা প্রোডাকশনের ব্যানারে মুক্তির অপেক্ষায় রোম্যান্টিক কমেডি ছবি 'সানি সংস্কারি কি তুলসী কুমারি' ৷ যেখানে বরুণ ধাওয়ান ফের জুটি বাঁধবেন জাহ্নবী কাপুরের সঙ্গে ৷ সেই ছবির পাশাপাশি আরও বেশ কিছু কাজ রয়েছে বরুণের হাতে ৷

আরও পড়ুন

1. লম্বা ছুটির আগে কাজ শেষ ! সামান্থার 'সিটাডেল ইন্ডিয়া'র শুটিংয়ের সমাপ্তি

2. রোমে 'সিটাডেল'-এর স্পেশাল স্ক্রিনিংয়ে হাতে হাত নিকিয়াঙ্কা, ভাইরাল ছবি

3. সিটাডেল মুক্তির আগেই আরও একটি হলিউড প্রজেক্টের ঘোষণা প্রিয়াঙ্কার

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.