ETV Bharat / entertainment

Priyanka's New Hollywood Project: সিটাডেল মুক্তির আগেই আরও একটি হলিউড প্রজেক্টের ঘোষণা প্রিয়াঙ্কার

author img

By

Published : Apr 6, 2023, 12:43 PM IST

তাঁর বহু প্রতীক্ষিত স্পাই সিরিজ সিটাডেল মুক্তির আগেই প্রিয়াঙ্কা চোপড়া আরও একটি হলিউড প্রজেক্টের খবর শেয়ার করলেন ৷ তাঁকে এ বার ইদ্রিস এলবা এবং জন সিনার সঙ্গে এক ফ্রেমে দেখা যাবে ।

Priyanka Chopra ETV Bharat
প্রিয়াঙ্কা চোপড়ার হলিউড ফিল্ম

হায়দরাবাদ, 6 এপ্রিল: হলিউডে মূলধারার ভূমিকায় দক্ষিণ এশীয় প্রতিনিধিত্বকে সুন্দরভাবে এগিয়ে নিয়ে চলেছেন অভিনেত্রী প্রিয়াঙ্কা চোপড়া ৷ একইসঙ্গে তিনি ভারতকে বিশ্ব মানচিত্রে তুলে ধরতে বিশেষ ভূমিকা পালন করছেন । তাঁর এজিবিও স্পাই সিরিজ সিটাডেলের বিশ্বব্যাপী মুক্তির আগেই দেশি গার্ল হলিউডে আরও একটি নতুন প্রজেক্টে কাজের সুযোগ পেয়েছেন ৷ তিনি জন সিনা এবং ইদ্রিস এলবার সঙ্গে 'হেডস অফ স্টেট'-এ স্ক্রিন স্পেস শেয়ার করবেন ।

জানা গিয়েছে, জোশ অ্যাপেলবাম এবং আন্দ্রে নেমেকের একটি স্ক্রিপ্টের পরিচালনা করছেন 'নোবডি'র পরিচালক ইলিয়া নাইশুলার ৷ সেই স্ক্রিপ্টের প্রাথমিক খসড়া হ্যারিসন কোয়েরির মূল ধারণার উপর ভিত্তি করে তৈরি করা হয়েছে । প্রিয়াঙ্কা চোপড়া তাঁর ইনস্টাগ্রামে অনুরাগীদের সঙ্গে তাঁর আসন্ন প্রজেক্টের খবরটি শেয়ার করেছেন । পোস্টের ক্যাপশনে তিনি লিখেছেন, "এর পর...@idriselba @johncena @naishuller @amazonstudios...লেটস গো ৷"

এই ফিল্মটিকে "এয়ার ফোর্স ওয়ান মিটস মিডনাইট রান" হিসাবে বর্ণনা করা হয়েছে এবং আমাজন স্টুডিয়োর এই প্রজেক্টের শুটিং শুরু হচ্ছে মে মাসে ৷ পিগ্গি চপসের এই ঘোষণায় উচ্ছ্বসিত তাঁর ভক্তরা ৷ এক অনুরাগী লিখেছেন, "তুমি অপ্রতিরোধ্য । শুভকামনা প্রিয়াঙ্কা ৷" আর একজন সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, "PeeCee you rocks ৷"

এ দিকে, 'অ্যাভেঞ্জার্স: ইনফিনিটি ওয়ার' এবং 'অ্যাভেঞ্জার্স: এন্ডগেম' খ্যাত দ্য রুশো ব্রাদার্সের 'সিটাডেল'-এর মুক্তির জন্য প্রস্তুত । এই অ্যাকশন-প্যাকড ওয়েব সিরিজ দুই অভিজাত এজেন্ট ম্যাসন কেন (রিচার্ড ম্যাডেন) এবং নাদিয়া (প্রিয়াঙ্কা)-কে ঘিরে আবর্তিত হয়েছে ৷ তাঁরা সিটাডেল নামে একটি বিশ্বব্যাপী গুপ্তচর সংস্থার অধীনে কাজ করেন ।

সিটাডেল সম্পর্কে কথা বলার সময় প্রিয়াঙ্কা বলেন, "গল্পটির সঙ্গে স্টান্টগুলি ঘনিষ্ঠভাবে জড়িত । এই বিশাল অ্যাকশন পিসের মধ্যে সবচেয়ে উত্তেজনাপূর্ণ বিষয় হল যে, এখানে নাটক এবং একটা গল্প বলা হয়েছে । আমরা এই চরিত্রগুলি সম্পর্কে অনেক কিছু দেখতে পাই, তাঁরা কীভাবে শারীরিকভাবে ইন্টারঅ্যাক্ট করেন ৷ শুধুমাত্র দুর্দান্ত অ্যাকশন সিকোয়েন্স নয়, তাঁদের প্রত্যেকের হৃদয়ে নাটক রয়েছে ৷ তাই সমস্ত স্টান্টের মধ্যে একটা গল্প জড়িয়ে আছে এবং এটি আমার জন্য খুব দুর্দান্ত ও নতুন অভিজ্ঞতা ছিল ।" 'সিটাডেল' মুক্তি পাচ্ছে 28 এপ্রিল ।

আরও পড়ুন: এনএমওসিসি'র উদ্বোধনে স্পটলাইটে প্রিয়াঙ্কা-নিক

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.