ETV Bharat / entertainment

জুটির রসায়ন, দুর্জয়-দীপাদের চোখধাঁধানো পারফরম্যান্স; দেখুন ভিডিয়ো

Star Parivaar Award 2024: কে হল সেরা বর, কেই বা পেল সেরা ননদের পুরস্কার, কোন জুটির রসায়ন মন কাড়ল দর্শকের ৷ এই নিয়ে কৌতুহলের শেষ নেই ৷ দর্শকদের সেই কৌতুহলেরই অবসান ঘটতে চলেছে ৷ টেলিভিশনের পর্দায় খুব শীঘ্র আসছে জমজমাট পুরস্কার বিতরণী অনুষ্ঠান ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 6, 2024, 12:34 PM IST

Parivaar Award
পরিবার অ্যাওয়ার্ড
পরিবার অ্যাওয়ার্ডে কী চমক থাকছে জানালেন দুর্জয়-দীপারা

কলকাতা, 6 মার্চ: বাংলা টেলিভিশনের পর্দায় ফের আসছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান । সম্প্রচারিত হবে 10 মার্চ সন্ধে 6 টায় । নাচেগানে ফের মেতে উঠবে বাঙালি । চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখাবেন দুর্জয়, রানি, দীপা, অর্জুন, শংকর, ঐশানি, ঋষি, পিহু, কথা, অগ্মিভ, আবির, পেখম-সহ আরও অনেকে । হাজির থাকবেন কাঞ্চন মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, সন্দীপ্তা সেন, কোয়েল মল্লিক, শিবপ্রসাদ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে । নামের তালিকা বেশ বড় । সঞ্চালনায় রয়েছেন যিশু সেনগুপ্ত । নাচে মন মাতাবেন মনামী ঘোষ । গান গাইবেন ইমন চক্রবর্তী ও বাবুল সুপ্রিয়-সহ আরও অনেকে ।

Parivaar Award
দুর্দান্ত পারফরম্যান্সে সকলের মন জয় করবেন কোয়েল মল্লিক

বাংলার সব থেকে বড় বিয়ের আসর বসতে চলেছে যে সেদিনের মঞ্চে । কিন্তু বিয়েটা কার? সেটাই চমক । বিয়ের সবরকম নিয়মকানুন মেনে চলা হয়েছে । এই অ্যাওয়ার্ড শো'র সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের দীপা ওরফে স্বস্তিকা ঘোষ, 'বঁধূয়া' ধারাবাহিকের পেখম অর্থাৎ জ্যোতির্ময়ী কুণ্ডু এবং 'তোমাদের রানি' ধারাবাহিকের দুর্জয় সেনগুপ্ত ওরফে অর্কপ্রভ । তিন জনেই এই অ্যাওয়ার্ড শো নিয়ে উচ্ছ্বসিত । পেখম এবং দুর্জয়ের এটা প্রথম অ্যাওয়ার্ড শো । তবে দীপা এর আগেও অংশ নিয়েছেন এই শোতে । অভিজ্ঞতা ভাগ করে নিলেন তাঁরা । তবে বিয়েটা কার সেই ব্যাপারে টুঁ শব্দটি করলেন না তাঁরা।

Parivaar Award
হাজির থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত

বাংলার বুকে দিন দিন কমছে সিনেমা হলের সংখ্যা । মাল্টিপ্লেক্সে গিয়ে নিয়মিত ফার্স্ট-ডে ফার্স্ট শো দেখার সাধ্য সকলের নেই । ফলে, রোজকার মনোরঞ্জনের হাতিয়ার ধারাবাহিক । তা সে টিভির পর্দায় দেখা হোক বা মুঠোফোনে । ধারাবাহিকের চরিত্ররাই হয়ে ওঠে দর্শকের ঘরের মানুষ । টেলি নায়িকারা হয়ে ওঠেন নিজের মেয়ে । আর খলনায়কদের নিজের জীবনের শত্রু ভাবতে শুরু করে তারা । ধারাবাহিকের মহিমা এতটাই ।

Parivaar Award
থাকছে জুটিদের চোখ ধাঁধানো পারফরম্যান্স

কেউ ভালোবাসে ফ্যামিলি ড্রামা, কেউ বা মাইথোলজি আবার কেউ সাহিত্যনির্ভর গল্প ৷ ধারাবাহিকের চরিত্রগুলিকেই আপন করে নেয় দর্শক । পছন্দের চরিত্রও এক একজনের এক একরকম । প্রত্যেক বছর এই সব ধারাবাহিককে পুরস্কৃত করে সংশ্লিষ্ট চ্যানেল । সেরা বউমা থেকে সেরা বর, সেরা মেয়ে, সেরা জামাই, সেরা ননদ, শাশুড়ি, দেওর সকলেই পায় পুরস্কার । সেরা পরিবারের পুরস্কারও দেওয়া হয় । এবারও তার অন্যথা হবে না ৷ কারা পাচ্ছে এই পুরস্কারগুলি তার জন্য অবশ্য চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায় ৷

Parivaar Award
মঞ্চ মাতাবে সূর্য

আরও পড়ুন:

  1. ফাগুনের সন্ধেয় একইদিনে বিয়ের পিঁড়িতে কাঞ্চন-শ্রীময়ী ও অনুপম-প্রশ্মিতা
  2. ভূত না ভ্রম? 'অতি উত্তম' ছবিতে মহানায়ককে নিয়ে জমাটি রহস্য
  3. প্রকাশ্যে 'ও অভাগী'র পোস্টার, ফের পর্দায় কথা সাহিত্যিকের গল্প

পরিবার অ্যাওয়ার্ডে কী চমক থাকছে জানালেন দুর্জয়-দীপারা

কলকাতা, 6 মার্চ: বাংলা টেলিভিশনের পর্দায় ফের আসছে পুরস্কার বিতরণী অনুষ্ঠান । সম্প্রচারিত হবে 10 মার্চ সন্ধে 6 টায় । নাচেগানে ফের মেতে উঠবে বাঙালি । চোখ ধাঁধানো পারফরম্যান্স দেখাবেন দুর্জয়, রানি, দীপা, অর্জুন, শংকর, ঐশানি, ঋষি, পিহু, কথা, অগ্মিভ, আবির, পেখম-সহ আরও অনেকে । হাজির থাকবেন কাঞ্চন মল্লিক, ঋতুপর্ণা সেনগুপ্ত, সন্দীপ্তা সেন, কোয়েল মল্লিক, শিবপ্রসাদ মুখোপাধ্যায়-সহ আরও অনেকে । নামের তালিকা বেশ বড় । সঞ্চালনায় রয়েছেন যিশু সেনগুপ্ত । নাচে মন মাতাবেন মনামী ঘোষ । গান গাইবেন ইমন চক্রবর্তী ও বাবুল সুপ্রিয়-সহ আরও অনেকে ।

Parivaar Award
দুর্দান্ত পারফরম্যান্সে সকলের মন জয় করবেন কোয়েল মল্লিক

বাংলার সব থেকে বড় বিয়ের আসর বসতে চলেছে যে সেদিনের মঞ্চে । কিন্তু বিয়েটা কার? সেটাই চমক । বিয়ের সবরকম নিয়মকানুন মেনে চলা হয়েছে । এই অ্যাওয়ার্ড শো'র সাংবাদিক সম্মেলনে হাজির ছিলেন 'অনুরাগের ছোঁয়া' ধারাবাহিকের দীপা ওরফে স্বস্তিকা ঘোষ, 'বঁধূয়া' ধারাবাহিকের পেখম অর্থাৎ জ্যোতির্ময়ী কুণ্ডু এবং 'তোমাদের রানি' ধারাবাহিকের দুর্জয় সেনগুপ্ত ওরফে অর্কপ্রভ । তিন জনেই এই অ্যাওয়ার্ড শো নিয়ে উচ্ছ্বসিত । পেখম এবং দুর্জয়ের এটা প্রথম অ্যাওয়ার্ড শো । তবে দীপা এর আগেও অংশ নিয়েছেন এই শোতে । অভিজ্ঞতা ভাগ করে নিলেন তাঁরা । তবে বিয়েটা কার সেই ব্যাপারে টুঁ শব্দটি করলেন না তাঁরা।

Parivaar Award
হাজির থাকবেন ঋতুপর্ণা সেনগুপ্ত

বাংলার বুকে দিন দিন কমছে সিনেমা হলের সংখ্যা । মাল্টিপ্লেক্সে গিয়ে নিয়মিত ফার্স্ট-ডে ফার্স্ট শো দেখার সাধ্য সকলের নেই । ফলে, রোজকার মনোরঞ্জনের হাতিয়ার ধারাবাহিক । তা সে টিভির পর্দায় দেখা হোক বা মুঠোফোনে । ধারাবাহিকের চরিত্ররাই হয়ে ওঠে দর্শকের ঘরের মানুষ । টেলি নায়িকারা হয়ে ওঠেন নিজের মেয়ে । আর খলনায়কদের নিজের জীবনের শত্রু ভাবতে শুরু করে তারা । ধারাবাহিকের মহিমা এতটাই ।

Parivaar Award
থাকছে জুটিদের চোখ ধাঁধানো পারফরম্যান্স

কেউ ভালোবাসে ফ্যামিলি ড্রামা, কেউ বা মাইথোলজি আবার কেউ সাহিত্যনির্ভর গল্প ৷ ধারাবাহিকের চরিত্রগুলিকেই আপন করে নেয় দর্শক । পছন্দের চরিত্রও এক একজনের এক একরকম । প্রত্যেক বছর এই সব ধারাবাহিককে পুরস্কৃত করে সংশ্লিষ্ট চ্যানেল । সেরা বউমা থেকে সেরা বর, সেরা মেয়ে, সেরা জামাই, সেরা ননদ, শাশুড়ি, দেওর সকলেই পায় পুরস্কার । সেরা পরিবারের পুরস্কারও দেওয়া হয় । এবারও তার অন্যথা হবে না ৷ কারা পাচ্ছে এই পুরস্কারগুলি তার জন্য অবশ্য চোখ রাখতে হবে টেলিভিশনের পর্দায় ৷

Parivaar Award
মঞ্চ মাতাবে সূর্য

আরও পড়ুন:

  1. ফাগুনের সন্ধেয় একইদিনে বিয়ের পিঁড়িতে কাঞ্চন-শ্রীময়ী ও অনুপম-প্রশ্মিতা
  2. ভূত না ভ্রম? 'অতি উত্তম' ছবিতে মহানায়ককে নিয়ে জমাটি রহস্য
  3. প্রকাশ্যে 'ও অভাগী'র পোস্টার, ফের পর্দায় কথা সাহিত্যিকের গল্প
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.