ETV Bharat / entertainment

ভূত না ভ্রম? 'অতি উত্তম' ছবিতে মহানায়ককে নিয়ে জমাটি রহস্য

author img

By ETV Bharat Bangla Team

Published : Mar 2, 2024, 8:08 PM IST

Updated : Mar 2, 2024, 8:21 PM IST

Oti Uttam Compare to Lage Raho Munna Bhai: মুক্তি পেয়েছে সৃজিত মুখোপাধ্যায় পরিচালিত অতিউত্তম ছবির ট্রেলার ৷ মহানায়ককে অন্যরকমভাবে দর্শকদের সামনে উপস্থিত করতে চলেছেন পরিচালক ৷ ট্রেলার দেখে অনেকের মনে পড়তে পারে রাজকুমার হিরানির লগে রহো মুন্নাভাইয়ের কথা ৷

Etv Bharat
Etv Bharat

হায়দরাবাদ, 2মার্চ: রাজকুমার হিরানি পরিচালিত 'লগে রাহো মুন্নাভাই' নিশ্চই দেখেছেন? সেখানে 'মুন্না' তথা সঞ্জয় দত্তকে দেখা দিতে থাকেন জাতির জনক মহাত্মা গান্ধি ৷ সেখান থেকেই শুরু হয় 'মুন্নাভাইয়ের গান্ধিগিরি' ৷ ছবিটা মুক্তি পেয়েছিল 2006 সালে ৷ ব্যাক টু 2024 ৷ 18 বছর পর সেই রকম এক মুহূর্ত আবারও ধরা পড়ল ৷ সৌজন্যে সৃজিত মুখোপাধ্যায় ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

মুক্তি পেয়েছে সৃজিত পরিচালিত অতি উত্তম ছবির ট্রেলার ৷ বাংলা চলচ্চিত্র দুনিয়া আজও যাঁর অভিনয় গুণে মুগ্ধ ৷ সাদা-কালো পর্দার মহানায়ককে পরিচালক ফিরিয়ে আনলেন রঙিন দুনিয়ায়। তবে অন্যভাবে ৷ আর এখানেই পরিচালক রাজকুমার হিরানির সঙ্গে সৃজিত মুখোপাধ্যায়ের ছবির ভাবনা মিলে গিয়েছে সুক্ষভাবে ৷ যাঁরা ইতিমধ্যে ট্রেলার দেখে নিয়েছেন, তাঁরা অনেকেই বিষয়টি বুঝতে পেরে গিয়েছেন ৷ তবে এখনও যাঁরা দেখেননি, দেখে নিতে পারেন ৷ হাস্যরস-কৌতুকে ভরপুর এক মজাদার ট্রেলার বেশ উপভোগ করতে পারবেন আপনারা ৷

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

ট্রেলারে দেখানো হয়েছে একজন ছাত্র উত্তম-অনুরাগী ৷ তাঁকে নিয়ে পিএইচডি করছেন ৷ একদিন দুই বন্ধু প্ল্যানচ্যাট করেন উত্তম কুমারকে দেখার জন্য ৷ এরপরই তাঁদের জীবনে প্রবেশ করে স্বয়ং উত্তম কুমারের 'ভূত' ৷ তবে মুন্নাভাই ছবিতে প্ল্যানচ্যাট ছিল না ৷ ছিল অতিরিক্ত পড়াশোনার ফলে এক ধরনের ভ্রম ৷ কেবল মুন্নাই দেখতে পেত গান্ধিজিকে ৷

এখানে কিন্তু একটু আলাদা ৷ একমাত্র যাঁরা উত্তম-প্রেমী তাঁরাই দেখতে পাচ্ছেন মহানায়ককে ৷ অর্থাৎ অনিন্দ্য সেনগুপ্ত, রোশনি ভট্টাচার্য ও গৌরব চট্টোপাধ্যায় যাঁরা উত্তম-কুমারকে ভালোবাসেন তাঁদের দেখা দিতে শুরু করেন মহানায়ক ৷ মহানায়কের সঙ্গে চলতে থাকে নানা আলাপচারিতা-আড্ডা ৷ এর মাঝেই গল্পের নায়িকা 'ভূত' উত্তম কুমারের প্রেমে পড়েন৷ তারপর কী হয়? সেখানেই রয়েছে টুইস্ট ৷ সব মিলিয়ে এই ছবি অন্যরকম বিনোদন দর্শকদের উপহার দিতে চলেছে, তা বলা যায় ৷ তবে ছবির ট্রেলার দেখে কোথাও না কোথাও এক মুহূর্তের জন্য হলেও আপনার রাজকুমার হিরানির লগে রাহো মুন্নাভাই ছবির কথা মনে পড়বেই ৷

আরও পড়ুন

1. 22 মার্চ মুক্তি পাচ্ছে 'অতি উত্তম', মহানায়কের কণ্ঠে অভিনেতা সুরজিৎ

2. অতি উত্তমে মুগ্ধ শাহেনশা, মহানায়কের প্রত্যাবর্তনে টুইটবার্তা অমিতাভের

3. 'জিঙ্গত' গানে জাহ্নবীর সঙ্গে ঠুমকা পপ তারকা রিহানার, দেখুন ভাইরাল নাচের ভিডিয়ো

Last Updated :Mar 2, 2024, 8:21 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.