ETV Bharat / entertainment

ডব্লিউপিএল উদ্বোধনে আগুন ঝরাবেন শাহরুখ-শাহিদ-টাইগার শ্রফ

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 22, 2024, 2:03 PM IST

ETV BHARAT
ETV BHARAT

WPL Opening Ceremony: বলিউড সুপারস্টার শাহরুখ খান উইমেনস প্রিমিয়ার লিগের (ডব্লিউপিএল) উদ্বোধনী অনুষ্ঠানে পারফর্ম করার জন্য প্রস্তুত। আসন্ন WPL শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হতে চলেছে।

হায়দরাবাদ, 22 ফেব্রুয়ারি: শুক্রবার বেঙ্গালুরুর এম চিন্নাস্বামী স্টেডিয়ামে শুরু হচ্ছে উইমেনস প্রিমিয়ার লিগ (ডব্লিউপিএল) ৷ প্রথম দিনেই গতবারের চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে লড়াই ৷ তবে হাইভোল্টেজ এই ম্যাচের আগে থাকছে জমকালো উদ্বোধনী অনুষ্ঠান ৷

দর্শকদের জন্য ঠাসা বিনোদনের রসদ নিয়ে হাজির থাকছেন আইপিএলএর ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সের মালিক তথা বলিউডের সুপারস্টার শাহরুখ খান ৷ তারকা খচিত উদ্বোধনী অনুষ্ঠানে শুধু শাহরুখ খানই নন, পারফর্ম করবেন টাইগার শ্রফ, শহিদ কাপুর, বরুণ ধাওয়ান, কার্তিক আরিয়ান এবং সিদ্ধার্থ মালহোত্রার মতো আরও বেশ কয়েকজন সেলিব্রিটি ।

শনিবার এম চিন্নাস্বামী স্টেডিয়ামে মুম্বই ইন্ডিয়ান্স বনাম দিল্লি ক্যাপিটালস ম্যাচের পর দ্বিতীয় খেলায় রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর মুখোমুখি হবে ইউপি ওয়ারিয়র্জের । প্রথম 11টি ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে ৷ আর প্লে অফ-সহ মরশুমের দ্বিতীয়ার্ধটি দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে হবে ।

20টি লিগ পর্বের খেলা শেষে শীর্ষস্থানীয় দল সরাসরি ফাইনালে জায়গা নিশ্চিত করবে । 15 মার্চ নির্ধারিত এলিমিনেটর ম্যাচটি দ্বিতীয় এবং তৃতীয় স্থানাধিকারী দলের মধ্যে দ্বিতীয় ফাইনালিস্ট নির্ধারণ করবে ৷ আর ফাইনাল হতে চলেছে 17 মার্চ ৷

আগের মরশুমে ডাব্লুপিএল মুম্বইতে অনুষ্ঠিত হয়েছিল ৷ ম্যাচগুলি হয় ডিওয়াই পাতিল স্টেডিয়াম বা ব্রেবোর্ন স্টেডিয়ামে । ব্রেবোর্ন স্টেডিয়ামে ফাইনালে হারমানপ্রীত কৌরের নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ানস, মেগ ল্যানিংয়ের নেতৃত্বাধীন দিল্লি ক্যাপিটালসকে সাত উইকেটে পরাজিত করে ট্রফি জিতে নেয় । পয়েন্ট টেবিলে ইউপি ওয়ারিয়র্জ, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং গুজরাত জায়ান্ট যথাক্রমে তৃতীয়, চতুর্থ এবং পঞ্চম অবস্থানে ছিল ।

আরও পড়ুন:

  1. দীপাবলিতে হোম-অ্যাওয়ে ফরম্যাটে হবে উইমেন্স প্রিমিয়র লিগ !
  2. রাতভর চলল উদযাপন, উৎসবে মাতল ডব্লিউপিএল চ্যাম্পিয়ন মুম্বই ইন্ডিয়ান্স
  3. রোহিতদের সাফল্যের সরণিতে হাঁটা শুরু হরমনপ্রীতদের, আত্মপ্রকাশে ডব্লিউপিএল চ্যাম্পিয়ন মুম্বই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.