ETV Bharat / sports

WPL in Home and Away Format: দীপাবলিতে হোম-অ্যাওয়ে ফরম্যাটে হবে উইমেন্স প্রিমিয়র লিগ !

author img

By

Published : Apr 15, 2023, 8:28 PM IST

বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, দীপাবলির সময় ডব্লিউপিএল-এর আয়োজন করার পরিকল্পনা করছে বোর্ড ৷ মূলত ঘরের মাঠের সমর্থক এবং আইপিএল-এর সঙ্গে টুর্নামেন্টের সময়ের ব্যবধান বাড়াতে এই ভাবনা ৷

WPL in Home and Away Format ETV BHARAT
WPL in Home and Away Format

মুম্বই, 15 এপ্রিল: আরও বড় আকারে আসতে চলেছে পরবর্তী উইমেন্স প্রিমিয়র লিগ ৷ যেখানে হোম-অ্যাওয়ে ফরম্যাটে হতে পারে মহিলা ক্রিকেটের এই টি-20 লিগ ৷ আর খুব সম্ভবত উইমেন্স প্রিমিয়র লিগ আয়োজনের সময়ে বদল হতে পারে ৷ বিসিসিআই সচিব জয় শাহ জানিয়েছেন, দীপাবলির সময় ডব্লিউপিএল-এর আয়োজন করা হতে পারে ৷ তবে, পুরো বিষয়টি এখন আলোচনাস্তরে রয়েছে বলে জানিয়েছেন বিসিসিআই সচিব ৷ আর সেটা হলে, হোম-অ্যাওয়ে ফরম্যাটে নিজেদের ঘরের মাঠে খেলতে পারবে সব দল ৷

আর এই বদল এ বছরেই আনতে চাইছে বিসিসিআই ৷ এ বছরের দীপাবলির সময়ে পরবর্তী উইমেন্স প্রিমিয়র লিগ শুরু করতে চাইছে বোর্ড ৷ জয় শাহ জানিয়েছেন, বছরে দু’টো ডব্লিউপিএল-এর কথা মোটেই ভাবা হচ্ছে না ৷ শুধুমাত্র দীপাবলির সময়ে এউ টুর্নামেন্ট আয়োজনের জন্য এ বছর থেকেই বিষয়টিকে ধারাবাহিক করার কথা ভাবছে বোর্ড ৷ পাশাপাশি, তিনি এও জানিয়েছেন, মহিলা ক্রিকেটের এখন একনিষ্ঠ সমর্থক রয়েছে ৷ প্রতিটি ফ্র্যাঞ্চাইজি তাদের ঘরের মাঠে খেললে মানুষের আরও কাছে পৌঁছতে পারবে মহিলা ক্রিকেট ৷ সেই সঙ্গে সেই শহরের সমর্থকরাও নিজেদের দলের ম্যাচ দেখতে পারবেন ৷

সূচনা পর্বে ডব্লিউপিএল 4 মার্চ থেকে শুরু হয়েছিল ৷ চলেছিল 26 মার্চ পর্যন্ত ৷ মুম্বইয়ের দু’টো মাঠে এই টুর্নামেন্ট খেলা হয়েছে ৷ কিন্তু, তাতেও প্রতি ম্যাচে দর্শক ভরতি ছিল মাঠে ৷ তাই এ বার ঘরের মাঠে উইমেন্স প্রিমিয়র লিগের ম্যাচ আয়োজনের কথা ভাবছে বোর্ড ৷ পাশাপাশি, এ বছর ডব্লিউপিএল শেষ হওয়ার 5 দিনের মাথায় আইপিএল শুরু হয়েছে ৷ ফলে মার্চে হোম-অ্যাওয়ে ফরম্যাটে ম্যাচ করতে হলে আইপিএল আয়োজনে সমস্যা হবে ৷ সেই কারণে, হাতে সময় নিয়ে দু’টো টুর্নামেন্টের সফল আয়োজন করতে চাইছে বিসিসিআই ৷

আরও পড়ুন: বিসিসিআই-এর সঙ্গে বিশ্বের সবচেয়ে ধনী ক্রিকেট লিগের পরিকল্পনা সৌদির

উল্লেখ্য, প্রথমবারেই উইমেন্স প্রিমিয়র লিগ সফল হয়েছে ৷ আর প্রথম সিজনে চ্যাম্পিয়ন হয়েছে মুম্বই ইন্ডিয়ান্স ৷ ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং সব দিক থেকে সেরা পারফর্ম্যান্স করে প্রথম সিজনের খেতাব জিতেছেন হরমনপ্রীত কৌররা ৷ তবে, পুরো টুর্নামেন্টে তাদের সমানে সমানে পারফর্ম করেছিল ম্যাগ ল্যানিনের দিল্লি ক্যাপিটালস ৷

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.