ETV Bharat / entertainment

শাহরুখ-সলমনের ঈদি অনুরাগীদের, গ্যালাক্সি-মন্নতে লাখো মানুষের ভিড় - EID 2024

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 8:38 PM IST

Etv Bharat
গ্যালাক্সি-মন্নতে লাখো মানুষের ভিড়

SRK and Salman: সকাল থেকে অপেক্ষার মিলল ফল ৷ গ্যালাক্সি ও মন্নতের বাইরে অনুরাগীরা দেখলেন 'চাঁদ' ৷ সামনে এলেন বলিপাড়ার ভাইজান সলমন খান ও বাদশা শাহরুখ খান ৷

হায়দরাবাদ, 11 এপ্রিল: 'দেখো চাঁদ আয়া.. চাঁদ নজর আয়া...' ৷ এই গানটাই যেন অনুরাগীদের মনে বেজে উঠেছিল ঠিক যখন গ্যালাক্সি ও মন্নতের বাইরে স্বভাবজাত ভঙ্গিতে এসে দাঁড়ালেন 'টাইগার' ও 'পাঠান' ৷ খুশির ঈদে প্রতিবারের মতো এবারেও 'খানদানি' শুভেচ্ছা শাহরুখ-সলমনের ৷

বান্দ্রায় প্রতি বছর মন্নতের সামনে শাহরুখের জন্মদিন হোক, ছবি হিট হোক বা খুশির ঈদ-সকাল থেকে গেটের বাইরে থাকে অনুরাগীদের অগণিত ভিড় ৷ বিশেষ এই দিনে কিং খান ঈদের শুভেচ্ছা জানাতে এলেন ব্যালকনিতে ৷ সামনে তখন হাজারো কালো মাথার ভিড় ৷ সাদা রঙের কুর্তা-পাঞ্জাবিতে 'জওয়ান' এলেন ব্যালকনিতে ৷ চুলে ছোট্ট ঝুটি ৷ ডান হাতে ঘড়ি ৷ কখনও নমস্কারের ভঙ্গিতে, আবার কখনও হাত নেড়ে অনুরাগীদের অভিভাবদ জানালেন বাদশা ৷

সেই ভিডিয়ো তিনি শেয়ার করেছেন নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে ৷ ক্যাপশনে লিখেছেন,"সকলকে ঈদ মুবারক ৷ আর অনুরাগীদের ধন্যবাদ দিনটি আরও বিশেষ করে তোলার জন্য ৷ ভগবান সকলকে আশীর্বাদ করুন ৷ ভালোবাসা-সুখ-সমৃদ্ধি প্রদান করুন ৷" অন্যদিকে, তখন সন্ধ্যা নামছে ৷ আকাশে আলো-আঁধারির খেলা ৷ গ্যালাক্সির সামনে জ্বলে উঠেছে ফ্ল্যাশ লাইট ৷ সামনে তখন বলিউড টাইগার সলমন খান ৷ প্রতিবারের মতো এবারও তিনি এলেন বাবা সেলিম খানের সঙ্গে ৷ সাদা রঙের কুর্তা-পাজামায় দেখা গিয়েছে ভাইজানকে ৷ সকল অনুরাগীদের প্রতি হাত নেড়ে-সলাম জানিয়ে শুভেচ্ছা প্রদান করেন ৷ সেই ভিডিয়োও অভিনেতা শেয়ার করেছেন সোশাল হ্যান্ডেলে ৷

দেশজুড়ে পালিত হয়েছে খুশির ঈদ ৷ আর এই দিনটায় শাহরুখ-সলমন ভক্তরা মিস করেন না ৷ প্রিয় অভিনেতাকে চোখের দেখা দেখতে সকাল থেকেই জমতে থাকে ভিড় ৷ এদিনও তার ব্যতিক্রম হল না ৷ পরে গ্যালাক্সির সামনে এত বেশি ভিড় হয়ে যায় যে যানজট সরাতে পুলিশকে খানিকটা লাঠিচার্জও করতে হয়েছিল ৷

আরও পড়ুন

1. সামনের বছরের ঈদ রিলিজের সুখবর দিলেন সলমন, কী ফিল্ম ?

2. প্রথম দিনে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ

3. কবে কোথায় বসছে 2025 সালে অস্কারের আসর, ঘোষণা হল দিনক্ষণ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.