ETV Bharat / entertainment

প্রথম দিনে বক্স অফিসে মুখ থুবড়ে পড়ল বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ - Bade Miyan Chote Miyan

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 11, 2024, 4:00 PM IST

Bade Miyan Chote Miyan
Bade Miyan Chote Miyan

Bade Miyan Chote Miyan Box Office: শুরুটা ভালো হল না বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁর ৷ রেকর্ড তো দূরে থাক এর আগে ঈদে মুক্তি পাওয়া অন্যান্য ছবির থেকে ঢের পিছিয়ে অক্ষয় কুমার এবং টাইগার শ্রফের অ্যাকশন থ্রিলারটি ৷ প্রথম দিন মাত্র 3.29 কোটির ব্যবসা করল 250 কোটির বাজেটে তৈরি এই ফিল্ম ৷

হায়দরাবাদ, 11 এপ্রিল: ঈদে মুক্তি পেয়েছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ৷ অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ অভিনীত এই ছবি নিয়ে প্রত্যাশার শেষ ছিল না দর্শককূলের ৷ তবে দর্শকের সেই প্রত্যাশায় একেবারে জল ঢেলে দিল 250 কোটি টাকা বাজেটের এই ফিল্ম ৷ এত তারকার ভিড় সত্ত্বেও প্রথমদিনে বক্স অফিসে তেমন সাড়া ফেলতে পারেনি বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ৷ প্রত্যেক বছর ঈদের দিন ভালো ব্যবসা করে হিন্দি ছবি ৷ সে জয়গায় একপ্রকার ব্যর্থ এই ফিল্ম ৷

আলি আব্বাস জাফর পরিচালিত এই ছবিতে ভারতীয় সেনা আধিকারিকের ভূমিকায় অভিনয় করেছেন অক্ষয় কুমার ও টাইগার শ্রফ ৷ তাঁদের পারফরম্যান্স বক্সঅফিসে তেমন জাদু দেখাতে পারেনি । চলচ্চিত্র সমালোচকদের তথ্য অনুসারে, এই অ্যাকশন-প্যাকড ছবিটি দেশে মাত্র 3.29 কোটি টাকার ব্যবসা দিয়ে বক্সঅফিসে খাতা খুলেছে ৷ যা প্রত্যাশা বা ফিল্মের বাজেটের তুলনায় অনেকটাই কম।

  • " class="align-text-top noRightClick twitterSection" data="">

অ্যাকশন হিরো হিসাবে পরিচিত অক্ষয় কুমার ৷ তাঁকে এই অবতারে দেখতে বেশ পছন্দ করেন অনুরাগীরা ৷ সম্প্রতি এক সাংবাদিক সম্মেলনে তিনি দাবি করেছেন, দেশীয় প্রযোজনার সবচেয়ে সেরা অ্যাকশন ফিল্ম হতে চলেছে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ৷ ইন্ডাস্ট্রিতে 33 বছর কাটিয়ে দিলেন 'খিলাড়ি' কুমার ৷ তাঁর কেরিয়ারে অসংখ্য অ্যাকশন ফিল্মে কাজ করেছেন তিনি ৷

অক্ষয় আত্মবিশ্বাসের সঙ্গে বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁকে ক্যারিয়ারের সেরা ছবির মধ্যে একটি হিসাবে গণ্য করেছিলেন। এর ফলে স্বাভাবিকভাবেই ভক্তদের মধ্যে উন্মাদনার শেষ ছিল না ৷ তবে বক্স অফিসের দিকে তাকালে তেমনটা মনে হচ্ছে না ৷ এটাও ঠিক আজ সবে শুরু এখনও অনেকদিন পরে রয়েছে ৷ আগামিদিনে এই ছবি কতটা ব্যবসা করতে পারে সেই দিকে নজর থাকবে চলচ্চিত্র সমালোচকদের ৷

বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ ছবিতে চিনুকস, ব্ল্যাক হকস, সি-235, ওশকোশেস, মিলিটারি ট্রাক, হুমভিস, মিলিটারি ল্যান্ড রোভার, এটিভি এবং ট্যাঙ্কের মতো অস্ত্রের ব্যবহার দেখতে পাওয়া যাবে। অক্ষয় কুমার এবং টাইগার শ্রফ ছাড়াও পৃথ্বীরাজ সুকুমারন, সোনাক্ষী সিনহা, মানুষী চিল্লার এবং আলায়া এফের মতো তারকারা বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁতে অভিনয় করেছেন ৷ হিন্দি, তামিল, তেলেগু, মালায়ালাম ও কন্নড় ভাষায়, 3ডি এবং আইম্যাকস উভয় ফরম্যাটে মুক্তি পেয়েছে ছবিটি ।

আরও পড়ুন:

  1. অগ্রিম বুকিংয়ে অজয়ের ময়দানকে ছাঁপিয়ে গেল অক্ষয়ের বড়ে মিয়াঁ ছোটে মিয়াঁ
  2. গল্প চুরির অভিযোগ, অজয়ের ময়দানের মুক্তিতে স্থগিতাদেশ আদালতের
  3. বিজয়-ম্রুণালের ছবির নেতিবাচক প্রচার সামাজিক মাধ্যমে, পুলিশের দ্বারস্থ নির্মাতারা
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.