ETV Bharat / entertainment

সলমনের অ্যাপার্টমেন্টের বাইরে গুলি, দুষ্কৃতীদের মধ্যে একজন গুরুগ্রামের বাসিন্দা - Salman Khan

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 15, 2024, 12:33 PM IST

Salman Khan
Salman Khan

Salman Khan House Firing: বান্দ্রায় সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে দুই ব্যক্তি চার রাউন্ড গুলি করে পালিয়ে যায়। দিল্লি পুলিশের আধিকারিকদের দাবি, সিসিটিভি ফুটেজে ধরা পড়া দু'জন ব্যক্তির মধ্যে একজন গুরুগ্রামের বলে মনে করা হচ্ছে ।

হায়দরাবাদ, 15 এপ্রিল: সলমন খানের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে গুলি চালানোর ঘটনায় দু'জন দুষ্কৃতীর মধ্যে একজন গুরুগ্রামের বাসিন্দা ৷ এমনটাই খবর পাওয়া গিয়েছে দিল্লি পুলিশ সূত্রে । রবিবার ভোরে দু'জন অজ্ঞাত পরিচয় ব্যক্তি বাইকে করে এসে গ্যালাক্সির সামনে গুলি চালায় ৷ ওই দু'জন দুষ্কৃতী বান্দ্রার গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায়। সিসিটিভি ফুটেজে গোটা ঘটনাটি ধরা পড়েছে ৷ বান্দ্রার একজন পুলিশ আধিকারিক জানান, আইপিসি ধারা 307 (খুনের চেষ্টা) এবং অস্ত্র আইনের অধীনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের বিরুদ্ধে একটি এফআইআর নথিভুক্ত করা হয়েছে ।

দিল্লি পুলিশ সূত্রে খবর, দু'জন দুষ্কৃতীরর মধ্যে যাকে গুরুগ্রামের বাসিন্দা বলে সন্দেহ করা হচ্ছে সে হরিয়ানায় একাধিক হত্যা ও ডাকাতির সঙ্গে জড়িত ৷ মার্চ মাসে গুরুগ্রাম-ভিত্তিক ব্যবসায়ী সচিন মুঞ্জালকে হত্যার দায়ে অভিযুক্ত ওই ব্যক্তি ৷ ওই ঘটনায় তাকে খুঁজছে পুলিশ ৷ বিদেশে বসবাসকারী গ্যাংস্টার রোহিত গোদারা সোশাল মিডিয়া পোস্টে মুঞ্জালের হত্যার দায় স্বীকার করেছিল। গ্যাংস্টার লরেন্স বিষ্ণোই, তার ভাই আনমোল এবং গোল্ডি ব্রারের ঘনিষ্ঠ সহযোগী রোহিত গোদারা ।

রবিবার সলমন খানের বাড়ির বাইরে গুলি চলার কয়েক ঘণ্টা পরে সোশাল মিডিয়ায় আনমোল বিষ্ণোই এই ঘটনার দায় স্বীকার করে এবং বলিউড অভিনেতাকে সতর্ক করে ৷ সে বলে, "এটি কেবল ট্রেলার ।" গত বছরের মার্চ মাসে সলমন খানকে প্রাণে মারার হুমকি দেওয়া হয় ৷ তাঁর অফিসে হুমকি দিয়ে ই-মেল আসে ৷ এরপরেই মুম্বই পুলিশ লরেন্স বিষ্ণোই এবং গোল্ডি ব্রার ও অন্য একজনের বিরুদ্ধে এফআইআর করেছিল ।

এই ঘটনার পর সলমন খানের নিরাপত্তাও বাড়িয়েছিল মুম্বই পুলিশ ৷ তিনি এখন 'ওয়াই ক্যাটাগরি'র নিরাপত্তা পান ৷ সবসময় পুলিশের 11 জনের বিশেষ বাহিনী থাকে বলিউডের ভাইজানের নিরাপত্তা বলয়ে ৷ এছাড়াও একজন কম্যান্ডো এবং দু'জন পিএসও রয়েছেন অভিনেতার নিরাপত্তা বলয়ে ৷ রাস্তা দিয়ে যাওয়ার সময় পুলিশের দু'টি গাড়ি সলমনের গাড়িকে এসকর্ট করে নিয়ে যায় ৷ এছাড়াও ব্যক্তিগত নিরাপত্তা রয়েছে ৷ এমনকী সলমন যে গাড়িতে যান সেটিও সম্পূর্ণ বুলেটপ্রুফ ৷ তারপরেও রাস্তায় নয় তবে তাঁর বাড়িতে হামলার ঘটনা ঘটল ৷

আরও পড়ুন:

  1. সলমনের বাংলোর বাইরে শূন্যে গুলি দুই অজ্ঞাতপরিচয়ের, বাড়ল নিরাপত্তা
  2. সলমনের সঙ্গে ফোনে কথা মুখ্যমন্ত্রী শিন্ডের, ভাইজানের নিরাপত্তা বাড়াতে নির্দেশ কমিশনারকে
  3. নিরাপত্তায় ফাঁকি দিয়ে সলমনের ফার্মহাউসে প্রবেশের চেষ্টা, মুম্বই পুলিশের জালে দুই
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.