ETV Bharat / entertainment

অস্কারে মনোনীত ডকুমেন্টারি 'টু কিল আ টাইগার' ট্রেলার প্রকাশ্যে আনলেন প্রিয়াঙ্কা, প্রশংসা নেটপাড়ায়

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 26, 2024, 2:41 PM IST

Etv Bharat
'টু কিল আ টাইগার' ট্রেলার প্রকাশ্যে

Priyanka Chopra Executive Producer: রবিবারই অস্কারে মনোনীত ভারতীয় ডকুমেন্টারির এক্সিকিউটিভ প্রোডিউসার হিসাবে সামনে এসেছে প্রিয়াঙ্কা চোপড়ার নাম ৷ এবার তিনি প্রকাশ্যে আনলেন 'টু কিল আ টাইগার' ডকু-ট্রেলার ৷

লস অ্যাঞ্জেলস, 26 ফেব্রুয়ারি: অস্কারের মঞ্চে ডকুমেন্টারি বিভাগে ভারত থেকে মনোনীত হয়েছে টু কিল আ টাইগার ৷ সেই ছবির এক্সিকিউটিভ প্রোডিউসার আবার প্রিয়াঙ্কা চোপড়া ৷ সোমবার প্রকাশ্যে এল ডকুফিল্মের ট্রেলার ৷ নিজের ইন্সটাগ্রাম হ্যান্ডেলে পাওয়ারফুল এই ট্রেলার শেয়ার করেছেন অভিনেত্রী ৷

ভারত ভিত্তিক তথ্যচিত্র 'টু কিল আ টাইগার' 2024 অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে সেরা ডকুমেন্টারি ফিচারের জন্য মনোনীত হয়েছে। ভারতের ঝাড়খণ্ডের একজন বাবার জীবনের কাহিনীকে তুলে ধরেছে এই তথ্যচিত্রটি ৷ যিনি তাঁর যৌন নির্যাতনের শিকার মেয়েকে ন্যায়বিচারের পাইয়ে দেওয়ার জন্য লড়াই করেন । ট্রেলার শেয়ার করে প্রিয়াঙ্কা লিখেছেন, "ট্রেলার, সত্যিই অসাধারণ ৷" এরপরে অনুরাগীদের পাশাপাশি বলিউড তারকারাও এই ট্রেলারের প্রশংসায় পঞ্চমুখ ৷ হুমা কুরেশি ভালোবাসার ইমোজি ব্যবহার করেছেন ৷ অন্যদিকে এক অনুরাগী লিখেছেন, "গায়ে কাঁটা দেয় ৷" আবার কেউ লিখেছেন, "এই গল্পটা সামনে আসা দরকার ছিল ৷ ন্যায়ের জন্য লড়াই এইভাবেই চলতে থাকুক ৷"

রবিবারই টু কিল আ টাইগার ডকুমেন্টারির এক্সিকিউটিভ প্রোডিউসার হিসাবে নিজের নাম ধোষণা করেছেন দেশী গার্ল ৷ এই ছবির অনান্য প্রযোজকের তালিকায় রয়েছেন হলেন দেব পাটেল, মিন্ডি কলিংও ৷ প্রিয়াঙ্কা সোশাল মাধ্যমে লেখেন, "আমি গর্বিত, অ্যাকাডেমি অ্যাওয়ার্ডে নমিনেটেড ডকুমেন্টারি টু কিল আ টাইগার টিমের সঙ্গে যুক্ত হতে পেরে ৷ শুধু তাই নয়, এই ডকুমেন্টারির গ্লোবাল ডিস্ট্রিবিউশনের দায়িত্বে থাকছে ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্স ৷ আমি 2022 সালে যকন এই ছবিটা দেখি তখনই আমার মনে ধরে যায় ৷ নিজের সন্তানকে বাঁচানোর জন্য এক বাবার যে লড়াই, তা এককথায় অনবদ্য ৷"

তিনি আরও বলেন, "এই গল্প অনেক কিছু বলে ৷ তবে ব্যক্তিগতভাবে বলতে পারি, আমি নিজে ঝাড়খণ্ডে জন্ম গ্রহণ করেছি ৷ তাই এই কাহিনী আমার মনের কাছের ৷ আমি চাই দর্শকও এই ছবির সাক্ষী থাকুক ৷" হলিউড পোর্টাল ডেডলাইন অনুযায়ী, পরিচালক নিশা পাহুজা এই ছবিটি বানাতে আট বছর সময় নিয়েছেন ৷ টু কিল এ টাইগার' তথ্যচিত্রটি 10 ​​সেপ্টেম্বর 2022 সালে টরন্টো আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে দেখানো হয়েছিল ।

পাশাপাশি 2023 সালের জুনে সিনেমাটি উত্তর আমেরিকার লাইটহাউস আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবেও দেখানো হয় । নিশা পাহুজার এই তথ্যচিত্রে দৃশ্যায়িত হয়েছে ঝাড়খণ্ডের একটি পরিবারের মর্মান্তিক গল্প ৷ একটি তেরো বছর বয়সি বালিকার উপর যৌন নিপীড়নের ঘটনা ঘটে ৷ দোষীদের শাস্তি দেওয়ার জন্য মেয়েটির বাবা কতদূর যেতে পারে তারই গল্প বলে 'টু কিল এ টাইগার' ৷

আরও পড়ুন

1. মেয়ের ন্যায়বিচারের জন্য বাবার লড়াই, যাপনের গল্প বলে অস্কারে মনোনীত 'টু কিল আ টাইগার'

2. প্রযোজকের ভূমিকায় প্রিয়াঙ্কা, অস্কার মনোনীত তথ্যচিত্রের ঘোষণা করে জানালেন 'দেশি গার্ল'

3. জন সিনার কণ্ঠে 'ভোলি সি সুরত', শুনে ডব্লুডব্লুই সুপারস্টারকে কী বললেন শাহরুখ?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.