ETV Bharat / entertainment

ছিটকে গেল 'বার্বি', 'বাফটা'র মঞ্চে সেরার সেরা ক্রিস্টোফারের 'ওপেনহাইমার'

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 19, 2024, 10:37 AM IST

BAFTA 2024: বাফটার মঞ্চে সেরার সেরা পুরস্কার জিতে নিল ক্রিস্টোফার নোলানের 'ওপেনহাইমার' ৷ ঝুলিতে এল সেরা পরিচালক, সেরা অভিনেতা-সহ সাতটি পুরস্কার ৷ এমা স্টোন জিতলেন সেরা অভিনেত্রীর পুরস্কার ৷ আর কারা কারা রয়েছেন তালিকায় ৷

Etv Bharat
'বাফতা'র মঞ্চে সেরার সেরা 'ওপেনহাইমার'

লন্ডন, 19 ফেব্রুয়ারি: বার্বি ছবিকে পিছনে ফেলে বাফটা পুরস্কারের মঞ্চে ম্যাজিক দেখাল ক্রিস্টোফার নোলানের বায়োগ্রাফিক্যাল ছবি 'ওপেনহাইমার' ৷ লন্ডনের ব়য়্যাল ফেস্টিভ্যাল হলে অনুষ্ঠিত হওয়া 'বাফটা 2024' (BAFTA 2024)-এর মঞ্চে নোলানের ঝুলিতে এল সাতটি পুরস্কার ৷ সেরা পরিচালক, সেরা ছবি-সহ আরও পাঁচটি বিভাগে পুরস্কার জিতেছে 'ওপেনহাইমার' ৷ আমেরিকার সংবাদ সংস্থা অনুসারে 'পুর থিংস' ছবির ঝুলিতে এসেছে পাঁচটি পুরস্কার ৷ এই ছবির জন্যই এমা স্টোন পেয়েছেন সেরা অভিনেত্রীর সম্মান ৷ এছাড়াও কস্টিউম, মেকআপ-হেয়ার, প্রোডাকশন ডিজাইন ও স্পেশাল ভিজ্যুয়াল এফেক্টস রয়েছে সেই তালিকায় ৷

'কিলার অফ দ্য ফ্লাওয়ার মুন' পেয়েছিল ন'টা নমিনেশন, বার্বি কুপারের 'মায়েস্ত্রো' পেয়েছিল সাতটি নমিনেশন অন্যদিকে 2023 সালের অন্যতম চর্চিত ছবি গ্রেটা গারউইগ-এর 'বার্বি'-ও পেয়েছিল একাধিক নমিনেশন ৷ কিন্তু সবকিছুকে পিছনে ফেলেছে ক্রিস্টোফারের 'ওপেনহাইমার' ৷

একনজরে দেখে নেওয়া যাক বিজেতার তালিকায় রয়েছে কোন ছবি ও কোন তারকা ৷

সেরা চলচ্চিত্র- ওপেনহাইমার; ক্রিস্টোফার নোলান, চার্লস রোভেন, এমা থমাস

সেরা অভিনেত্রী- এমা স্টোন, পুর থিংস

সেরা অভিনেতা- সিলিয়ান মারফি, ওপেনহাইমার

সেরা পরিচালক- ক্রিস্টোফার নোলান, ওপেনহাইমার

ইই রাইজিং স্টার অ্যাওয়ার্ড (জনসাধারণের ভোট অনুযায়ী)- মিয়া ম্যাককেনা-ব্রুস

মেকআপ অ্যান্ড হেয়ার- পুর থিংস, নাদিয়া স্টেসি, মার্ক কুলিয়ার, জোশ ওয়েস্টন

কস্টিউম ডিজাইন- পুর থিংস, হলি ওয়াডিংটন

আউটস্ট্যান্ডিং ব্রিটিশ ফিল্ম- দ্য জোন অফ ইন্টারেস্ট, জোনাথন গ্লেজার, জেমস উইলসন

ব্রিটিশ শর্ট অ্যানিমেশন- ক্রাব ডে, রস স্ট্রিংগার, বার্তোজ স্ট্যানিসলাভেক, আলেকসান্দ্রা সিকুলাক

ব্রিটিশ শর্ট ফিল্ম- জেলিফিস অ্যান্ড লবস্টার, ইয়াসমিন আফিফি, এলিজাবেথ রুফাই

প্রোডাকশন ডিজাইন- পুর থিংস, শোনা হিথ, জেমস প্রাইস, জসুজা মিহালেক

সাউন্ড- দ্য জোন অফ ইন্টারেস্ট, জনি বার্ন, টার্ন উইলার্স

অরজিনাল স্কোর- ওপেনহাইমার, লুডভিগ গোরানসন

ডকুমেন্টারি- 20 ডেস ইন মারুইপল, মিস্টিস্লাভ চেরনভ, রানি আরনসন রথ, মিশেল মিজনার

বেস্ট সাপোর্টিং অ্যাকট্রেস- ডা'ভাইন জয় ব়্যান্ডলফ দ্য হলডোভার্স

বেস্ট সাপোর্টিং অ্যাক্টর- রবার্ট ডাউরি জুনিয়র, ওপেনহাইমার

অ্যাডাপ্টেড স্ক্রিনপ্লে- আমেরিকান ফিকশন, কর্ড জেফারসন

সিনেমাটোগ্রাফি- ওপেনহাইমার, হোয়েট ভ্যান হোয়েটমা

এডিটিং- ওপেনহাইমার, জেনিফার লেম

কাস্টিং- দ্য হল্ডওভারস, সুসান শপমেকার

ফিল্ম নট ইন দ্য ইংলিশ ল্যাঙ্গুয়েজ- দ্য জোন অফ ইন্টারেস্ট, জোনাথন গ্লেজার, জেমস উইলসন

আউটস্যান্ডিং ডেবিউ বাই আ ব্রিটিশ রাইটার, ডিরেক্টর অর প্রোডিউসার- আর্থ মামা, সাভানাহ লিফ (রাইটার, ডিরেক্টর, প্রোডিউসার), শার্লি ও'কনর (প্রোডিউসার), মেদব রিওর্ডান (প্রোডিউসার)

অ্যানিমেটেড ফিল্ম- দ্য বয় অ্যান্ড দ্য হেরন, হায়া মিয়াজাকি, টশিও সাজুকি

স্পেশাল ভিজিয়্যুল এফেক্টস- পুর থিংস, সাইমন হিউজ

অরজিনাল স্ক্রিনপ্লে- অ্যানাটমি অফ আ ফেল, জাস্টিন ট্রিয়েট, আর্থার হারারি

আরও পড়ুন:

1. 'পোচার' স্ক্রিনিংয়ে কালো ভেলভেট শাড়িতে মোহময়ী আলিয়া

2. দুই থেকে তিন হচ্ছেন বরুণ-নাতাশা, অনুরাগীদের খুশির খবর শোনালেন অভিনেতা

3. 100 কোটির ঘরে ঢুঁ মারতে চলেছে শাহিদ-কৃতির 'তেরি বাতো ম্যায় অ্যায়সা উলঝা জিয়া'

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.