ETV Bharat / entertainment

'পোচার' স্ক্রিনিংয়ে কালো ভেলভেট শাড়িতে মোহময়ী আলিয়া

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 18, 2024, 8:04 PM IST

Alia Bhatt attended Poacher London screening: কালো রঙের ভেলভেট শাড়িতে নেট দুনিয়ায় ঝড় তুললেন আলিয়া ভাট ৷ রেট্রো লুকে মোহিত শাশুড়ি নীতু কাপুরও ৷ সোশাল মিডিয়ায় 'রাহা'র মাকে উদ্দেশ্য করে কী বললেন নীতু?

Etv Bharat
'পোচার' স্ক্রিনিংয়ে আলিয়া ভাট

হায়দরাবাদ, 18 ফেব্রুয়ারি: প্রথমবার প্রযোজক হিসাবে আত্মপ্রকাশ অভিনেত্রী আলিয়া ভাটের ৷ 'পোচার' ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের ৷ লন্ডনে হয়ে গেল সিরিজের বিশেষ স্ক্রিনিং ৷ তার জন্য অভিনেত্রী-প্রযোজক পাড়ি দিয়েছিলেন সেখানে ৷ বিশেষ এই দিনের জন্য আলিয়া বেছে নিয়েছিলেন কালো রঙের ভেলভেট শাড়ি ৷ সঙ্গে পার্ল জুয়েলারি ৷ আলিয়ার ক্লাসি রেট্রো ভাইবে কাত নেটপাড়া ৷ এমনকী প্রশংসায় পঞ্চমুখ শাশুড়ি নীতু কাপুরও ৷

লন্ডনে বিশেষ স্ক্রিনিংয়ের সেই ছবি আলিয়া শেয়ার করেছেন সোশাল মিডিয়ায় ৷ ছবিগুলি দেখে একাধিক অনুরাগী কমেন্ট বক্সে প্রশংসা করেছেন রণবীর-পত্নীর ৷ প্রশংসা করেছেন আলিয়ার মা সোনি রাজদান, বোন শাহিন ভাটও ৷ ছবির কমেন্ট বক্সে রণবীর কাপুরের মা নীতু কাপুরও ভালোবাসা জানিয়েছেন ৷ অন্যদিকে, লন্ডনে বিশেষ স্ক্রিনিংয়ে দর্শকদের মন জয় করেছে 'পোচার' ৷ ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা গিয়েছে আলিয়াকে ৷ পাশাপাশি, আলিয়ার ইটারনাল সানশাইন প্রোডাকশন সংস্থাও এগিয়ে এসেছে এই ছবির হাত ধরে ৷ এক্সিকিউটিভ প্রোডিউসার হিসাবে প্রকাশ্যে এসেছেন 'ব্রহ্মাস্ত্র' অভিনেত্রী ৷

রবিবারই তিনি ফিরে আসেন লন্ডন থেকে ৷ মুম্বই বিমানবন্দরে তাঁকে দেখা যায় কালো রঙের পোশাকে ৷ 'পোচার' স্ক্রিনিংয়ের পরের দিনই তিনি ফিরে আসেন ব্রিটেন থেকে ৷ উল্লেখ্য, পোচার পরিচালনা করেছেন ইন্টারন্যাশনাল এমি অ্যাওয়ার্ড জয়ী রিচি মেহতা ৷ মুখ্যচরিত্রে রয়েছেন নিমিষা সাজায়ন, রোশান ম্যাথিউ, দিব্যেন্দু ভট্টাচার্য ৷ ছবির গল্পে তুলে ধরা হয়েছে বন্যপ্রাণী পাচারের ঘটনা ৷ সেখানে কীভাবে জঙ্গলে হাতির দাঁত পাচার-সহ অনান্য পশুর চামড়া পাচারের মতো ঘৃন্য ঘটনা তুলে ধরা হয়েছে সত্য ঘটনা অবলম্বনে ৷ অ্যামাজন প্রাইম ভিডিয়োতে 23 ফেব্রুয়ারি থেকে এই সিরিজ স্ট্রিমিং হবে ৷ মোট 8টি পর্বে দেখা যাবে 'পোচার' সিরিজ ৷

আরও পড়ুন:

1. বিটাউনে পার 55 বছর, দর্শকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ বলিউড শাহেনশার

2. অনেকটাই পিছিয়ে গেল 'দেবারা'র মুক্তি, কবে আসছে জুনিয়র এনটিআরের ফিল্ম ?

3. ক্রাচে ভর দিয়ে দাঁড়িয়ে হৃতিক, কী হয়েছে অভিনেতার ? চিন্তিত অনুরাগীরা

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.