ETV Bharat / entertainment

সরছে ইন্দিরা গান্ধি-নার্গিস দত্তের নাম, একাধিক বদল জাতীয় চলচ্চিত্র পুরস্কারে

author img

By ETV Bharat Bangla Team

Published : Feb 13, 2024, 7:54 PM IST

Etv Bharat
জাতীয় চলচ্চিত্র পুরস্কারে একাধিক বদল

National Film Awards Categories: বদলে যাচ্ছে জাতীয় পুরস্কারের বিভিন্ন বিভাগের নাম ৷ নার্গিস দত্ত ও প্রাক্তন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধির নামে যে পুরস্কার দেওয়া হত, সেই নাম বদলে রাখা হচ্ছে নতুন নাম ৷ বাড়ানো হচ্ছে পুরস্কারের অর্থও ৷

নয়াদিল্লি, 13 ফেব্রুয়ারি: জাতীয় চলচ্চিত্র পুরস্কারে আনা হচ্ছে একাধিক বদল ৷ তার মধ্যে উল্লেখযোগ্য হল, সম্মানজনক দুটি বিভাগের নামে আনা হচ্ছে বদল ৷ পাশাপাশি বাড়ানো হচ্ছে প্রাপ্ত পুরস্কারের অর্থমূল্যও ৷ সংবাদ সংস্থা পিটিআই সূত্রে জানা গিয়েছে, 'ইন্দিরা গান্ধি অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফিল্ম' ও 'নার্গিস দত্ত অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম'-এর নাম বদলানো হচ্ছে ৷

এই দু'টি পুরস্কারের নাম পরিবর্তন করে নতুন নাম রাখা হবে বলে জানা গিয়েছে ৷ কেন্দ্রীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রকের কমিটির তরফে অতিমারির সময়েই দু'টি পুরস্কারের নাম পরিবর্তনের বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়েছিল বলে জানা যায় ৷ কমিটির তরফে নীরজ শেখর একাধিক পরিবর্তনের উল্লেখ করেছিলেন, তা অনুমোদনও পেয়ে যায় ৷

কমিটির সদস্য পরিচালক প্রিয়দর্শন ডিসেম্বরে টেকনিক্যাল বিষয় যেমন সাউন্ডের মতো বিভাগকেও জাতীয় পুরস্কারের মধ্যে নিয়ে আসার পরিকল্পনা করেন ৷ তবে 2022 সালে অতিমারির কারণে জাতীয় পুরস্কার অনুষ্ঠান 30 জানুয়ারি বন্ধ করে দেওয়া হয় ৷ সূত্রের খবর, কমিটির তরফে প্রস্তাবে জানানো হয়েছে, 'ইন্দিরা গান্ধি অ্যাওয়ার্ড ফর বেস্ট ডেবিউ ফিল্ম অফ আ ডিরেক্টর'- এর নাম সহজ করে রাখা হবে 'বেস্ট ডেবিউ ফিল্ম অফ আ ডিরেক্টর' ৷ পাশাপাশি আগে যে পুরস্কারের অর্থমূল্য প্রযোজক ও পরিচালকরে মধ্যে ভাগ হয়ে যেত, সেটাও বন্ধ করা হয়েছে ৷ তার বদলে জানানো হয়েছে পুরস্কারের অর্থমূল্য কেবল পরিচালকই পাবেন ৷

একইভাবে 'নার্গিস দত্ত অ্যাওয়ার্ড ফর বেস্ট ফিচার ফিল্ম অন ন্যাশনাল ইন্টিগ্রেশন'-এর নাম পরিবর্তন করে রাখা হয়েছে 'বেস্ট ফিচার ফিল্ম প্রোমোটিং ন্যাশনাল, সোশাল অ্যান্ড এনভায়রনমেন্টাল ভ্যালুজ' ৷ অন্যদিকে, 'দাদাসাহেব ফালকে' অ্যাওয়ার্ডের অর্থমূল্য 10 লাখ থেকে বাড়িয়ে করা হয়েছে 15 লাখ টাকা ৷ 'স্বর্ণকমল' ও 'রজত কমল' পুরস্কার বিজেতাদের অর্থমূল্য বাড়িয়ে যথাক্রমে করা হয়েছে 3 লাখ টাকা ও 2 লাখ টাকা ৷ 'বেস্ট অ্যানিমেশন ফিল্ম' ও 'বেস্ট স্পেশাল এফেক্টস'-এর ছবিকে আনা হয়েছে নতুন বিভাগে ৷ তৈরি করা হয়েছে 'বেস্ট এভিজিসি ফিল্ম' ৷ তার মধ্যে রাখা হয়েছে দুটি সাব-ক্যাটাগরি ৷

'বেস্ট অডিয়োগ্রাফি ক্যাটাগরি'র নাম বদলে রাখা হয়েছে 'বেস্ট সাউন্ড ডিজাইন', সঙ্গে বাড়ানো হয়েছে অর্থমূল্য 2 লাখ টাকা ৷ 'স্পেশাল জুরি অ্যাওয়ার্ড' বন্ধ করে দেওয়া হয়েছে ৷ তার বদলে জুরির তরফে ফিচার-নন ফিচার ছবির ঘোষণা হবে বলে জানা গিয়েছে ৷ 'বেস্ট মিউজিক ডিরেকশন' ক্যাটাগরি বদলে করা হয়েছে 'বেস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক' ৷ নতুন ক্যাটাগরি হিসাবে সামনে আনা হয়েছে 'বেস্ট স্ক্রিপ্ট' ৷ 'অ্যাওয়ার্ডস ফর বেস্ট ফিল্ম অন ফ্যামিলি ভ্যালুজ' ও 'স্পেশাল জুরি অ্যাওয়ার্ড'-ও পরবর্তী জাতীয় চলচ্চিত্র পুরস্কারের বিভাগ থেকে তুলে নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে ৷

আরও পড়ুন:

1. দক্ষিণী সুপারহিট ছবির রিমেকে অক্ষয় দেখাবেন সাধারণ মানুষের লড়াই

2. বেকহ্যাম-কেট ব্ল্যানচেটদের সঙ্গে বাফটার আসরে উপস্থাপক দীপিকা

3. চলছে প্রস্তুতি, খুব তাড়াতাড়ি শুরু শুটিং; বায়োপিক নিয়ে সুখবর দিলেন মহারাজ

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.