ETV Bharat / entertainment

'এমন ইমেজে শক্তিমান হওয়া যায় না', রণবীরকে খোঁচা দিয় পোস্ট করে পরে ডিলিট মুকেশ খান্নার

Mukesh Khanna on 'Shaktimaan' Casting: বড় পর্দায় আসতে চলেছে শক্তিমান ৷ নামের নেপথ্যে দেখা যেতে পারে অভিনেতা রণবীর সিংকে ৷ এমন জল্পনা ছড়াতেই রণবীরের ইমেজ নিয়ে প্রশ্ন তোলেন 'শক্তিমান' মুকেশ খান্না ৷

author img

By PTI

Published : Mar 19, 2024, 3:37 PM IST

Etv Bharat
'শক্তিমান' চরিত্র নিয়ে রণবীরকে খোঁচা মুকেশ খান্নার

নয়াদিল্লি, 19 মার্চ: নয়ের দশকের অন্যতম ধারাবাহিক 'শক্তিমান'৷ ছোট পর্দায় সুপার হিরো-কে দেখতে মুখিয়ে থাকত ছোট থেকে বড় সকলেই ৷ সুপারহিরোর ভূমিকায় অনবদ্য ইমেজ তৈরি করেছিলেন অভিনেতা মুকেশ খান্না ৷ অন্দরের খবর, সেই চরিত্রই নাকি ফের আসতে চলেছে তবে বড় পর্দায় ৷ দেখা যেতে পারে অভিনেতা রণবীর সিংকে ৷ আর এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক ৷ রণবীরের ইমেজে 'শক্তিমান' চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ তবে মজার বিষয়, রবিবার সোশাল মিডিয়ায় করা পোস্ট সোমবারই হয়ে গিয়েছে 'ডিলিট'৷

সূত্রের খবর, 'মিনাল মুরালি' খ্যাত পরিচালক পর্দায় জনপ্রিয় ধারাবাহিক শক্তিমান-এর নাম অপরিবর্তিত রেখে বড়পর্দায় তুলে ধরতে চাইছেন ৷ নাম ভূমিকায় প্রথমেই উঠে আসে রণবীর সিংয়ের নাম ৷ যদিও নির্মাতাদের তরফে এখনও কোনও কিছু প্রকাশ্যে আনা হয়নি ৷ তবে সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই ময়দানে নামেন অভিনেতা মুকেশ খান্না ৷ সোশাল মিডিয়ায় সরব হন তিনি ৷ তাঁর ডিলিট করা পোস্টে তিনি রণবীর সিংয়ের ইমেজ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সেই পোস্টে নাকি তিনি লেখেন, "সোশাল মিডিয়ায় একটা কথা শোনা যাচ্ছে 'শক্তিমান' চরিত্রে নাকি দেখা যাবে রণবীর সিংকে ৷ অনুরাগীরা এতে অসন্তুষ্ট ৷ আমি এই বিষয়ে কিছু বলতে চাই ৷"

তিনি বলেন, "আগেও বলেছি, এই অভিনেতার নিজস্ব একটা ইমেজ রয়েছে ৷ তিনি যত বড় স্টারই হোন না কেন, 'শক্তিমান' চরিত্র হয়ে উঠতে পারবেন না ৷ দেখা যাক কী হয় ৷" অন্যদিকে, অভিনেতা নিজের ইউটিউব চ্যানেলও একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে 2022 সালে রণবীরের 'ন্যুড' ম্যাগাজিনের ফটোশ্যুট তুলে ধরেন ৷ আসলে 'শক্তিমান' ধারাবাহিকের প্রযোজোক ও ক্রিয়েটর ছিলেন স্বয়ং মুকেশ খান্না ৷ ফলে জনপ্রিয় এই ধারাবাহিক তাঁর মনের অনেক কাছের ৷

তবে সোমবারই রণবীরকে নিয়ে করা বিভিন্ন পোস্ট অভিনেতা ডিলিট করে দেন সোশাল অ্যাকাউন্ট থেকে ৷ এরপর 'শক্তিমান কৌন' নামে একটি ভিডিয়ো তিনি আপলোড করেন তাঁর ইউটিউব চ্যানেলে ৷ ক্যাপশনে লেখেন, "কাস্টিং এখনও ঠিক হয়নি ৷ খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে ৷" শোনা গিয়েছে, সোনি পিকচার্স ইন্ডিয়া ও সাজিদ নাদিয়াদওয়ালার সংস্থা শক্তিমান ছবি প্রযোজনা করবেন ৷ তবে সেই চরিত্রে কাকে দেখা যাবে, তা এখনও ঠিক হয়নি ৷

আরও পড়ুন

1. বইয়ের আড়ালে অভিনব প্রচার! মোদিকে ভোট দেওয়ার 101 কারণ দেখালেন লেখক

2. দুবাইয়ে রাখা প্রমোদতরীর মালিক মাধবন, তিনি লাইসেন্সপ্রাপ্ত ক্যাপ্টেন

3. ব্ল্যাক বডি হাগিং পোশাকে ফ্যাশন উইকের ব়্যাম্প মাতালেন 'অ্যানিম্যাল' অভিনেত্রী

নয়াদিল্লি, 19 মার্চ: নয়ের দশকের অন্যতম ধারাবাহিক 'শক্তিমান'৷ ছোট পর্দায় সুপার হিরো-কে দেখতে মুখিয়ে থাকত ছোট থেকে বড় সকলেই ৷ সুপারহিরোর ভূমিকায় অনবদ্য ইমেজ তৈরি করেছিলেন অভিনেতা মুকেশ খান্না ৷ অন্দরের খবর, সেই চরিত্রই নাকি ফের আসতে চলেছে তবে বড় পর্দায় ৷ দেখা যেতে পারে অভিনেতা রণবীর সিংকে ৷ আর এখান থেকেই শুরু হয়েছে বিতর্ক ৷ রণবীরের ইমেজে 'শক্তিমান' চরিত্র নিয়ে প্রশ্ন তোলেন তিনি ৷ তবে মজার বিষয়, রবিবার সোশাল মিডিয়ায় করা পোস্ট সোমবারই হয়ে গিয়েছে 'ডিলিট'৷

সূত্রের খবর, 'মিনাল মুরালি' খ্যাত পরিচালক পর্দায় জনপ্রিয় ধারাবাহিক শক্তিমান-এর নাম অপরিবর্তিত রেখে বড়পর্দায় তুলে ধরতে চাইছেন ৷ নাম ভূমিকায় প্রথমেই উঠে আসে রণবীর সিংয়ের নাম ৷ যদিও নির্মাতাদের তরফে এখনও কোনও কিছু প্রকাশ্যে আনা হয়নি ৷ তবে সংবাদমাধ্যমে এই খবর ছড়িয়ে পড়তেই ময়দানে নামেন অভিনেতা মুকেশ খান্না ৷ সোশাল মিডিয়ায় সরব হন তিনি ৷ তাঁর ডিলিট করা পোস্টে তিনি রণবীর সিংয়ের ইমেজ নিয়ে প্রশ্ন তোলা হয়েছিল ৷ সংবাদসংস্থা পিটিআই জানিয়েছে, সেই পোস্টে নাকি তিনি লেখেন, "সোশাল মিডিয়ায় একটা কথা শোনা যাচ্ছে 'শক্তিমান' চরিত্রে নাকি দেখা যাবে রণবীর সিংকে ৷ অনুরাগীরা এতে অসন্তুষ্ট ৷ আমি এই বিষয়ে কিছু বলতে চাই ৷"

তিনি বলেন, "আগেও বলেছি, এই অভিনেতার নিজস্ব একটা ইমেজ রয়েছে ৷ তিনি যত বড় স্টারই হোন না কেন, 'শক্তিমান' চরিত্র হয়ে উঠতে পারবেন না ৷ দেখা যাক কী হয় ৷" অন্যদিকে, অভিনেতা নিজের ইউটিউব চ্যানেলও একটি ভিডিয়ো পোস্ট করেন, যেখানে 2022 সালে রণবীরের 'ন্যুড' ম্যাগাজিনের ফটোশ্যুট তুলে ধরেন ৷ আসলে 'শক্তিমান' ধারাবাহিকের প্রযোজোক ও ক্রিয়েটর ছিলেন স্বয়ং মুকেশ খান্না ৷ ফলে জনপ্রিয় এই ধারাবাহিক তাঁর মনের অনেক কাছের ৷

তবে সোমবারই রণবীরকে নিয়ে করা বিভিন্ন পোস্ট অভিনেতা ডিলিট করে দেন সোশাল অ্যাকাউন্ট থেকে ৷ এরপর 'শক্তিমান কৌন' নামে একটি ভিডিয়ো তিনি আপলোড করেন তাঁর ইউটিউব চ্যানেলে ৷ ক্যাপশনে লেখেন, "কাস্টিং এখনও ঠিক হয়নি ৷ খুব শীঘ্রই আপডেট দেওয়া হবে ৷" শোনা গিয়েছে, সোনি পিকচার্স ইন্ডিয়া ও সাজিদ নাদিয়াদওয়ালার সংস্থা শক্তিমান ছবি প্রযোজনা করবেন ৷ তবে সেই চরিত্রে কাকে দেখা যাবে, তা এখনও ঠিক হয়নি ৷

আরও পড়ুন

1. বইয়ের আড়ালে অভিনব প্রচার! মোদিকে ভোট দেওয়ার 101 কারণ দেখালেন লেখক

2. দুবাইয়ে রাখা প্রমোদতরীর মালিক মাধবন, তিনি লাইসেন্সপ্রাপ্ত ক্যাপ্টেন

3. ব্ল্যাক বডি হাগিং পোশাকে ফ্যাশন উইকের ব়্যাম্প মাতালেন 'অ্যানিম্যাল' অভিনেত্রী

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.