ETV Bharat / entertainment

সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি, 30 এপ্রিল পর্যন্ত ক্রাইম ব্রাঞ্চের হেফাজতে অভিযুক্তরা - Salman Khan house firing case

Salman Khan Mumbai home Firing: সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় এসপ্ল্যানেড আদালত অস্ত্র সরবরাহকারীদের পাঠাল মুম্বই ক্রাইম ব্রাঞ্চ হেফাজতে পাঠাল ৷ 30 এপ্রিল পর্যন্ত হেফাজতের নির্দেশ বিচারকের ৷ দুই অভিযুক্তকে পঞ্জাব থেকে গ্রেফতার করে আনা হয় মুম্বই ৷

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 26, 2024, 8:35 PM IST

Updated : Apr 27, 2024, 2:44 PM IST

Etv Bharat
Etv Bharat

হায়দরাবাদ, 26 এপ্রিল: সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আলোড়ন পড়ে যায় ৷ উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামও ৷ এই ঘটনায় যুক্ত থাকা অভিযোগে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে দুই অভিযুক্তকে ৷ শুক্রবার তাদের এসপ্ল্যানেড আদালতে তোলা হলে বিচারক 30 এপ্রিল পর্যন্ত মুম্বই ক্রাইম ব্রাঞ্চ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ৷

ভিকি গুপ্ত এবং সাগর পাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে ডেকে পাঠানো হয়েছিল ৷ এর আগে মুম্বই পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে লরেন্স বিষ্ণোই ও তাঁর ভাই আনমোল বিষ্ণোইের বিরুদ্ধে বেশ কিছু পারিপার্শ্বিক প্রমাণ পায় ৷ এরপরেই মূল ষড়যন্ত্রী হিসাবে এই দুই অভিযুক্তকে মোস্ট ওয়ান্টেজের তালিকায় যুক্ত করে ৷ পাশাপাশি, মুম্বই পুলিশ সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই লরেন্স ও তার ভাইকে যুক্ত করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুসারে, গুলি চালানোর আগে অভিযুক্তরা সলমন খানের বাড়ির আশেপাশে রেইকি করে ৷ এমনকী, শ্যুটাররা এর আগে অভিনেতার খামারবাড়িতেও যান বলে জানা গিয়েছে ৷ তবে বিগত কয়েক সপ্তাহ ধরে ভাইজান ফার্মহাউসে যাচ্ছিলেন না ৷ এরপরেই মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সলমনের ফ্ল্যাট লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্তরা ৷

মুম্বই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের মতে, গ্রেফতারের সময় অভিযুক্তদের কাছ থেকে একটি ভাঙা মোবাইল ফোন পাওয়া গিয়েছে। ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে যে অভিযুক্তের একাধিক ফোন রয়েছে এবং বর্তমানে বাকি ফোনগুলির খোঁজ চালানো হচ্ছে ৷ উল্লেখ্য, 14 এপ্রিল দুই সন্দেহভাজন একটি মোটরবাইকে এসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় ৷ এই ঘটনার পর গ্যালাক্সির সামনে দেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ৷

আরও পড়ুন

1. সলমনের বাড়িতে বন্দুকবাজের হামলা, কলকাতায় ছবির প্রচারে এসে মুখ খুললেন আয়ুষ শর্মা

2. কান চলচ্চিত্র উৎসবে ঠাঁই চার পড়ুয়ার শর্ট ফিল্ম, অভিনন্দন জানাল এফটিআইআই

3. 14 বছর পর জুটি বাঁধছেন অক্ষয়-প্রিয়দর্শন, আসছে ফ্যান্টাসি হরর ফিল্ম

হায়দরাবাদ, 26 এপ্রিল: সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় আলোড়ন পড়ে যায় ৷ উঠে আসে লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের নামও ৷ এই ঘটনায় যুক্ত থাকা অভিযোগে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে দুই অভিযুক্তকে ৷ শুক্রবার তাদের এসপ্ল্যানেড আদালতে তোলা হলে বিচারক 30 এপ্রিল পর্যন্ত মুম্বই ক্রাইম ব্রাঞ্চ হেফাজতে রাখার নির্দেশ দিয়েছেন ৷

ভিকি গুপ্ত এবং সাগর পাল মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের এজলাসে ডেকে পাঠানো হয়েছিল ৷ এর আগে মুম্বই পুলিশ এই ঘটনায় যুক্ত থাকার অভিযোগে লরেন্স বিষ্ণোই ও তাঁর ভাই আনমোল বিষ্ণোইের বিরুদ্ধে বেশ কিছু পারিপার্শ্বিক প্রমাণ পায় ৷ এরপরেই মূল ষড়যন্ত্রী হিসাবে এই দুই অভিযুক্তকে মোস্ট ওয়ান্টেজের তালিকায় যুক্ত করে ৷ পাশাপাশি, মুম্বই পুলিশ সলমন খানের বাড়ি লক্ষ্য করে গুলি চালানোর ঘটনায় ইতিমধ্যেই লরেন্স ও তার ভাইকে যুক্ত করে চারজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে ৷

মুম্বাই ক্রাইম ব্রাঞ্চ থেকে প্রাপ্ত গোয়েন্দা তথ্য অনুসারে, গুলি চালানোর আগে অভিযুক্তরা সলমন খানের বাড়ির আশেপাশে রেইকি করে ৷ এমনকী, শ্যুটাররা এর আগে অভিনেতার খামারবাড়িতেও যান বলে জানা গিয়েছে ৷ তবে বিগত কয়েক সপ্তাহ ধরে ভাইজান ফার্মহাউসে যাচ্ছিলেন না ৷ এরপরেই মুম্বইয়ের গ্যালাক্সি অ্যাপার্টমেন্টে সলমনের ফ্ল্যাট লক্ষ্য করে গুলি চালায় অভিযুক্তরা ৷

মুম্বই ক্রাইম ব্রাঞ্চের আধিকারিকদের মতে, গ্রেফতারের সময় অভিযুক্তদের কাছ থেকে একটি ভাঙা মোবাইল ফোন পাওয়া গিয়েছে। ক্রাইম ব্রাঞ্চ জানিয়েছে যে অভিযুক্তের একাধিক ফোন রয়েছে এবং বর্তমানে বাকি ফোনগুলির খোঁজ চালানো হচ্ছে ৷ উল্লেখ্য, 14 এপ্রিল দুই সন্দেহভাজন একটি মোটরবাইকে এসে গ্যালাক্সি অ্যাপার্টমেন্টের বাইরে চার রাউন্ড গুলি চালিয়ে পালিয়ে যায় ৷ এই ঘটনার পর গ্যালাক্সির সামনে দেওয়া হয় অতিরিক্ত নিরাপত্তা ৷

আরও পড়ুন

1. সলমনের বাড়িতে বন্দুকবাজের হামলা, কলকাতায় ছবির প্রচারে এসে মুখ খুললেন আয়ুষ শর্মা

2. কান চলচ্চিত্র উৎসবে ঠাঁই চার পড়ুয়ার শর্ট ফিল্ম, অভিনন্দন জানাল এফটিআইআই

3. 14 বছর পর জুটি বাঁধছেন অক্ষয়-প্রিয়দর্শন, আসছে ফ্যান্টাসি হরর ফিল্ম

Last Updated : Apr 27, 2024, 2:44 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.