কলকাতা, 24 এপ্রিল: কয়েকদিন পরেই প্রেক্ষাগৃহে মুক্তি পাবে করণ ললিত বুটানি পরিচালিত 'রুসলান' ৷ অ্যাকশনধর্মী ছবির ট্রেলার ইতিমধ্যেই নজর কেড়েছে দর্শকদের ৷ সম্প্রতি কলকাতায় ছবির প্রচারে উপস্থিত হয়েছিলেন অভিনেতা আয়ুশ শর্মা ও অভিনেত্রী সুশ্রী শ্রেয়া মিশ্র ৷
ছবির প্রচারে এসে বলেন, "আমি কলকাতাবাসীর আতিথেয়তায় বরাবরই মুগ্ধ। আরও একবার সেই সুযোগ পেলাম। এখানকার সুস্বাদু খাবার সবসময়ই হিট। এবারও খেলাম। আমি প্রত্যেকবার ক্যামেরা নিয়ে আসি কলকাতার ছবি তুলব বলে। কিন্তু সময়ের অভাবে হয়েই ওঠে না।" ছবি প্রসঙ্গে আয়ুষ বলেন, "ছবিতে রোমান্স, অ্যাকশন, ইমোশন, ফ্যামিলি ড্রামা সবই আছে।"
আয়ুষ সম্পর্কে ভাইজানের ভগ্নিপতি হন। গুলিবৃষ্টির পরে ‘ভাইজান’ কেমন আছেন এই প্রশ্ন করা হলে তিনি বলেন, "ভাল আছেন ভাইজান। সবার আশীর্বাদ, শুভেচ্ছা রয়েছে তাঁর উপরে। তাই তাঁর কিছু হতেই পারে না।" সাংবাদিক সম্মেলন শেষ করেও কথা বলা থামাননি আয়ুষ। কলকাতার প্রতি প্রেম উজাড় করে দিয়ে তিনি বললেন, "বেশ কয়েক বার এই শহরে ঘুরে গিয়েছি। অনেক পথঘাট দেখেছি। কিন্তু গভীরে যাওয়া হয়নি। এরপর হাতে অনেকটা সময় নিয়ে আসব। অনেক ছবি তুলব।"
'শ্রী সত্য সাই আর্টস'-এর কেকে রাধামোহন দ্বারা প্রযোজিত এবং করণ এল বুটানি পরিচালিত, 'রুসলান'-এ দর্শকের জন্য রয়েছে রোমাঞ্চকর অ্যাকশন দৃশ্য এবং হৃদয়গ্রাহী নাটক। যা সকলের ভালো লাগবে বলে আশাবাদী আয়ুষ-সহ গোটা টিমের। জানা গিয়েছে, রুসলান চরিত্রটি সঙ্গীতপ্রেমী। কিন্তু পরিস্থিতি তাঁকে একে 47 রাইফেল হাতে তুলে দিয়েছে।
এই ছবিতে আয়ুষ ছাড়াও অভিনয় করেছেন সুশ্রী মিশ্রা, জগপতি বাবু, বিদ্যা মালভাদে-সহ আরও অনেকে। ‘লাভযাত্রী’, ‘অন্তিম’-এর পর তাঁর তৃতীয় ছবি ‘রুসলান’ মুক্তি পেতে চলেছে 26 এপ্রিল। শেষ লগ্নে তারই প্রচারে কলকাতায় আসেন আয়ুষ শর্মা এবং সুশ্রী মিশ্র।
আরও পড়ুন
1. কান চলচ্চিত্র উৎসবে ঠাঁই চার পড়ুয়ার শর্ট ফিল্ম, অভিনন্দন জানাল এফটিআইআই
2. উপস্থিত 'গুরু দ্রোণের পুত্র অশ্বত্থামা', 'কালকি' ছবিতে অমিতাভকে দেখে চেনা দায়
3. লরেন্স বিষ্ণোইয়ের নামে সলমনের বাড়ির সামনে থেকে ক্যাব বুক, গ্রেফতার অভিযুক্ত