ETV Bharat / entertainment

মিঠুন ভালো বন্ধু, সন্দেশখালির প্রভাব ভোটে পড়বে না; চিরঞ্জিৎ আনপ্লাগড - Chiranjeet Chakraborty Interview

author img

By ETV Bharat Bangla Team

Published : Apr 29, 2024, 8:07 PM IST

Chiranjeet Chakraborty Interview: দাবাড়ু মুক্তির আগে ইটিভি ভারতের সঙ্গে একান্ত আড্ডায় সিনেমা থেকে রাজনীতি - নানা বিষয় নিয়ে নিজের মতামত জানালেন চিরঞ্জিৎ চক্রবর্তী ৷ তাঁর কথায় উঠে এসেছে মিঠুন চক্রবর্তী থেকে শুরু করে সন্দেশখালি প্রসঙ্গ ৷

ETV BHARAT
ETV BHARAT
চিরঞ্জিৎ আনপ্লাগড

কলকাতা, 29 এপ্রিল: পথিকৃৎ বসু পরিচালিত 'দাবাড়ু' ছবিতে দাবা প্রশিক্ষকের ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে । গ্র‍্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের ছায়ায় তৈরি ছবিতে দাবাড়ুর প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করতে গিয়ে নতুন করে দাবা খেলা শিখেছেন তিনি । ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন তিনবারের বিধায়ক ৷ খোলামেলা আড্ডায় তাঁর মুখে উঠে এসেছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় থেকে শুরু করে সন্দেশখালি প্রসঙ্গ ৷

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনায় এই প্রথম কোনও ছবিতে অভিনয় করছেন চিরঞ্জিৎ । এর আগে, টেলিভিশনে তাঁদের সঙ্গে 'মুশকিল আসান' করেছেন তিনি । শুধু সিনেমা এবং রাজনীতি নয়, চিরঞ্জিৎ চক্রবর্তীর ভালো থাকার পাসওয়ার্ড একাধিক । রয়েছে ছবি আঁকা, গান, আবৃত্তি । বিভিন্ন ফিল্মে তাঁর কিছু সংলাপ আজও মানুষের মুখে মুখে ফেরে ।

অনেকের মুখেই শোনা যায় রাজনীতি তাঁর জন্য নয় । এই ব্যাপারে তিনিও একমত । তবু কেন তিনি রাজনীতিতে ? এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কথাই তুলে ধরেন তিনি । ইটিভি ভারতকে তিনি বলেন, "আমি ভোটে দাঁড়াতে চাইনি কখনও । মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভোটে দাঁড় করিয়েছিলেন । আমি অনেক ভোটের ব্যবধানে জিতেওছিলাম । তখন একটা সিট আমি আনতে পারব, সেই বিশ্বাস আমার ছিল । আজ অনেক সিট । তাই আমি বলেছি, এ বার আমাকে ছেড়ে দেওয়া হোক । কিন্তু মুখ্যমন্ত্রী তাতে রাজি নন ।"

মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গ উঠলে চিরঞ্জিৎ বলেন, "মিঠুনের সঙ্গে অভিনয় করতে কোনও অসুবিধা নেই । রাজনীতি আর অভিনয় এক নয় । আমি, মিঠুন, পিসি সরকার খুব ভালো বন্ধু ।"

একইসঙ্গে এ দিনের সাক্ষাৎকারে সন্দেশখালি নিয়েও খোলামেলা কথা বলেছেন চিরঞ্জিৎ । তাঁর মতে, সন্দেশখালির কোনও প্রভাব ভোটে পড়বে না ৷ এছাড়াও কনিষ্ঠ প্রার্থীদের জন্য এ দিন তিনি দিয়েছেন নিজের টিপস ৷ ভোটের আগে কতটা ব্যস্ত তিনি ? রইল সেই সকল প্রশ্নোত্তরের ঝাঁপি ।

আরও পড়ুন:

  1. কলকাতায় সোহা আলি খান, কবে দেখা যাবে বাংলা ছবিতে? ইঙ্গিত অভিনেত্রীর
  2. 'প্রাক্তন' প্রসেনজিৎ-ঋতুপর্ণার 'অযোগ্য' ছবি আনছেন কৌশিক, প্রকাশ্যে পোস্টার
  3. কোলে উঠে গালে চুমু! ওরাংওটাং 'প্রেমে' মজলেন নুসরত, কটাক্ষ নেটপাড়ায়

চিরঞ্জিৎ আনপ্লাগড

কলকাতা, 29 এপ্রিল: পথিকৃৎ বসু পরিচালিত 'দাবাড়ু' ছবিতে দাবা প্রশিক্ষকের ভূমিকায় দেখা যাবে চিরঞ্জিৎ চক্রবর্তীকে । গ্র‍্যান্ডমাস্টার সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের ছায়ায় তৈরি ছবিতে দাবাড়ুর প্রশিক্ষকের ভূমিকায় অভিনয় করতে গিয়ে নতুন করে দাবা খেলা শিখেছেন তিনি । ইটিভি ভারতকে একান্ত সাক্ষাৎকারে সে কথাই জানিয়েছেন তিনবারের বিধায়ক ৷ খোলামেলা আড্ডায় তাঁর মুখে উঠে এসেছে মিঠুন চক্রবর্তীর সঙ্গে অভিনয় থেকে শুরু করে সন্দেশখালি প্রসঙ্গ ৷

শিবপ্রসাদ মুখোপাধ্যায় এবং নন্দিতা রায়ের প্রযোজনায় এই প্রথম কোনও ছবিতে অভিনয় করছেন চিরঞ্জিৎ । এর আগে, টেলিভিশনে তাঁদের সঙ্গে 'মুশকিল আসান' করেছেন তিনি । শুধু সিনেমা এবং রাজনীতি নয়, চিরঞ্জিৎ চক্রবর্তীর ভালো থাকার পাসওয়ার্ড একাধিক । রয়েছে ছবি আঁকা, গান, আবৃত্তি । বিভিন্ন ফিল্মে তাঁর কিছু সংলাপ আজও মানুষের মুখে মুখে ফেরে ।

অনেকের মুখেই শোনা যায় রাজনীতি তাঁর জন্য নয় । এই ব্যাপারে তিনিও একমত । তবু কেন তিনি রাজনীতিতে ? এই প্রসঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকার কথাই তুলে ধরেন তিনি । ইটিভি ভারতকে তিনি বলেন, "আমি ভোটে দাঁড়াতে চাইনি কখনও । মমতা বন্দ্যোপাধ্যায় আমাকে ভোটে দাঁড় করিয়েছিলেন । আমি অনেক ভোটের ব্যবধানে জিতেওছিলাম । তখন একটা সিট আমি আনতে পারব, সেই বিশ্বাস আমার ছিল । আজ অনেক সিট । তাই আমি বলেছি, এ বার আমাকে ছেড়ে দেওয়া হোক । কিন্তু মুখ্যমন্ত্রী তাতে রাজি নন ।"

মিঠুন চক্রবর্তীর প্রসঙ্গ উঠলে চিরঞ্জিৎ বলেন, "মিঠুনের সঙ্গে অভিনয় করতে কোনও অসুবিধা নেই । রাজনীতি আর অভিনয় এক নয় । আমি, মিঠুন, পিসি সরকার খুব ভালো বন্ধু ।"

একইসঙ্গে এ দিনের সাক্ষাৎকারে সন্দেশখালি নিয়েও খোলামেলা কথা বলেছেন চিরঞ্জিৎ । তাঁর মতে, সন্দেশখালির কোনও প্রভাব ভোটে পড়বে না ৷ এছাড়াও কনিষ্ঠ প্রার্থীদের জন্য এ দিন তিনি দিয়েছেন নিজের টিপস ৷ ভোটের আগে কতটা ব্যস্ত তিনি ? রইল সেই সকল প্রশ্নোত্তরের ঝাঁপি ।

আরও পড়ুন:

  1. কলকাতায় সোহা আলি খান, কবে দেখা যাবে বাংলা ছবিতে? ইঙ্গিত অভিনেত্রীর
  2. 'প্রাক্তন' প্রসেনজিৎ-ঋতুপর্ণার 'অযোগ্য' ছবি আনছেন কৌশিক, প্রকাশ্যে পোস্টার
  3. কোলে উঠে গালে চুমু! ওরাংওটাং 'প্রেমে' মজলেন নুসরত, কটাক্ষ নেটপাড়ায়
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.