ETV Bharat / entertainment

'অনেক বকা খেয়েছি', মৃণাল সেনের 101তম জন্মদিনে গুরুর স্মৃতিতে ডুব শিষ্য অঞ্জনের - Mrinal Sen Birth Anniversary

author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 1:56 PM IST

Updated : May 14, 2024, 4:01 PM IST

Mrinal Sen Birth Anniversary: মৃণাল সেনের 101তম জন্মদিনে গুরুর স্মৃতিতে ডুব দিলেন শিষ্য অঞ্জন দত্ত ৷ তিনি তুলে ধরলেন কিংবদন্তি পরিচালকের সঙ্গে তাঁর সম্পর্কের কথা ৷

ETV BHARAT
মৃণাল সেনকে স্মরণ অঞ্জন দত্তের (নিজস্ব ছবি)

কলকাতা, 14 মে: কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের আজ 101তম জন্মদিন । জন্মশতবর্ষ উপলক্ষে তাঁকে ঘিরে ফিল্ম বানিয়েছেন শিষ্য অঞ্জন দত্ত । অঞ্জন নির্মিত 'চালচিত্র এখন' ছবিতে কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের 'চালচিত্র' ছবি নির্মাণের কাহিনি উঠে এসেছে । এই বিশেষ দিনে আজ গুরুর স্মৃতিতেই ভেসে বেড়ালেন শিষ্য অঞ্জন ৷

মৃণাল সেনের 'চালচিত্র', 'খারিজ' থেকে 'একদিন অচানক', 'মহাপৃথিবী', 'অন্তরীণ' ছবিতে অভিনয় করেছেন অঞ্জন দত্ত । গুরুর জন্মদিন প্রসঙ্গে অঞ্জন দত্ত আজ ইটিভি ভারতকে জানিয়েছেন, "দিনটা আর পাঁচটা দিনের মতোই ছিল । তিনি কারওকে ডাকতেন না । আমরাই যেতাম । কিন্তু কারও ক্ষমতা ছিল না মিষ্টি নিয়ে যাওয়ার । তবে, অন্য একটা দিন হাতে মিষ্টি নিয়ে রঞ্জিৎ মল্লিক যেতেন । কী করে যে সাহস দেখাতেন কে জানে । আমরা পারতাম না ।"

অঞ্জন দত্ত স্মৃতি আওড়ে আরও বলেন, "জীবনে কখনও মানুষটাকে কারও সমালোচনা করতে শুনিনি, বিরক্ত হতেও দেখিনি । মৃণালদা আমার জীবনে কী, তা এক কথায় বলা দায় । মৃণালদা না-থাকলে সিনেমাতে তো আমি আসতামই না । হয়তো অন্য কিছু করতাম । আমার সঙ্গে মৃণালদা'র বন্ধুত্বের সম্পর্ক ছিল । সাধারণত এ রকমটা হয় না । তবে, আমাদের মধ্যে ছিল ।"

জানা যায়, 'চালচিত্র' ছবির শুটিঙে চলন্ত বাসের একটি দৃশ্যে কাগজের টিকিটও গিলে ফেলেছিলেন অঞ্জন দত্ত । পরিচালক মৃণাল সেন বলেছিলেন, "দৃশ্যে তুমি টিকিটটা গিলে ফেলবে ।" আসলে মুখের ভিতরে রাখতে বলেছিলেন । আর অঞ্জন দত্ত সেটা সত্যিই গিলে ফেলেছিলেন । ভেবেছিলেন, গুরু টিকিটটা সত্যিই গিলে ফেলতে বলছেন । এমনই ছিল গুরুশিষ্যের সম্পর্কের বাঁধন ৷ গুরুর নির্দেশ অক্ষরে অক্ষরে পালন করতেন তিনি । অঞ্জন দত্ত আরও বলেন, "অনেক বকা খেয়েছি মৃণালদা'র কাছে । বৌদিও বকেছেন । তবে, মৃণালদা বকলে আবার আমাকে বৌদি (গীতা সেন) সাপোর্ট করতেন । এমনই সম্পর্ক ছিল ওই পরিবারের সঙ্গে আমার ।..."

আরও পড়ুন:

  1. 'মৃণাল সেন না-থাকলে আমি অঞ্জন দত্ত হতাম না', 'চালচিত্র এখন' মুক্তির আগে স্বীকারোক্তি পরিচালকের
  2. 40 বছর আগের শ্যুটিং স্থলে প্রদর্শনী, মৃণাল সেনকে জন্মশতবর্ষে অনন্য শ্রদ্ধা বীরভূমবাসীর
  3. পাওলির 'কালবেলা' দেখে মুগ্ধ হন মৃণাল সেন, 'পালান' ছবিতে কিংবদন্তিকে শ্রদ্ধা অভিনেত্রীর
Last Updated :May 14, 2024, 4:01 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.