ETV Bharat / entertainment

প্রথম ছবিতেই অভিনয়ে স্বাধীনতা দিয়েছিলেন মৃণালদা: অনসূয়া মজুমদার - Mrinal Sen Birth Anniversary

author img

By ETV Bharat Bangla Team

Published : May 14, 2024, 6:38 PM IST

Mrinal Sen Birth Anniversary: মৃণাল সেনের 'মহাপৃথিবী'তে ছিলেন অভিনেত্রী অনসূয়া মজুমদার । কিংবদন্তি পরিচালকের জন্মদিনে সেই সময়কার অভিজ্ঞতার কথা জানালেন তিনি ৷

ETV BHARAT
মৃণাল সেনকে স্মরণ অনসূয়া মজুমদারের (নিজস্ব ছবি)

মৃণাল সেনকে স্মরণ অনসূয়া মজুমদারের (ইটিভি ভারত)

কলকাতা, 14 মে: 14 অগস্ট । কিংবদন্তি পরিচালক মৃণাল সেনের আজ 101তম জন্মবার্ষিকী । তাই সিনেপ্রেমী বাঙালির কাছে এই দিনটি বিশেষ গুরুত্বপূর্ণ । গুরুত্বপূর্ণ তাঁর ছবির অভিনেতা অভিনেত্রীদের কাছেও । মৃণাল সেনের 'মহাপৃথিবী'তে অভিনয় করেছিলেন অনসূয়া মজুমদার । পরিচালককে ঘিরে স্মৃতির পাতা ওলটালেন অভিনেত্রী ৷

মৃণাল সেনের 'মহাপৃথিবী' ছবিতে অভিনয় করেছিলেন অনসূয়া মজুমদার । কিংবদন্তি পরিচালককে ঘিরে তাঁর স্মৃতির কথা জানতে চাইলে তিনি বলেন, "খুব বেশি কাজ মৃণালদা'র সঙ্গে আমি করিনি । তবে, যেটুকু করেছি তাতে শিখেছি অনেক । অভিনেতাকে স্বাধীনতা দিতেন । আমিও পেয়েছি সেই স্বাধীনতা । 'মহাপৃথিবী' ছবিতে আমাকে নিজের মতো করে অভিনয় করতে বলেছিলেন এবং তিনি আমার অভিনয় পছন্দ করেছিলেন । এই ছবিটা আমার কাছে একটা শিক্ষা হয়ে থেকে যাবে ।"

'মহাপৃথিবী'তে অনসূয়া ছাড়াও ছিলেন সৌমিত্র চট্টোপাধ্যায়, ভিক্টর বন্দ্যোপাধ্যায়, অপর্ণা সেন, অঞ্জন দত্ত, গীতা দে, অসিত বন্দ্যোপাধ্যায়-সহ আরও অনেকে ।

উল্লেখ্য, মৃণাল সেনের 'অন্তরীণ' ছবিতে ডিম্পল কাপাডিয়ার জন্য কণ্ঠ দিয়েছিলেন অনসূয়া মজুমদার । বলেন, "অন্তরীণের ডাবিং-এর কাজ শেষ করার পর মৃণালদা আমাকে বলেছিলেন, আমি কত টাকা নেব ? আমি বলেছিলাম, আপনার কাছে টাকা চাইব সেই সাহস আমার নেই । উনি ওঁর মতো করে আমাকে টাকা দিয়েছিলেন । জানতে চেয়েছিলেন আমি খুশি কি না । বলেছিলাম, না দিলেও আমি অখুশি হতাম না । কারণ ওঁর সঙ্গে কাজ করাটাই একটা প্রাপ্তি । একটা শিক্ষা । এই দুটো কাজ আমার জীবনে সেরা হয়ে থেকে যাবে । চিরকাল ।"

তিনি আরও বলেন, "গীতা বৌদিও ভীষণ আন্তরিক ছিলেন । ভালোবাসতেন আমাকে । আরেকটা কথা বলতেই হয় ৷ আমি চাকরি করতাম । মৃণালদা সেটাকেও গুরুত্ব দিয়েছিলেন । আমাকে সেকেন্ড হাফে নিজেই ছেড়ে দিয়েছিলেন । অথচ আমার পুরো দিনের ছুটি নেওয়া ছিল । উনি সেকেন্ড হাফে আমাকে ছেড়ে দেওয়ায় আমারও সুবিধা হয়েছিল । মানুষ হিসেবে মৃণালদা'র যেকোনও ব্যাখ্যাই কম ।"

আরও পড়ুন:

  1. 'মৃণাল সেন না-থাকলে আমি অঞ্জন দত্ত হতাম না', 'চালচিত্র এখন' মুক্তির আগে স্বীকারোক্তি পরিচালকের
  2. 'তুমি তো বাতিল' প্রথমেই বলেন মৃণাল সেন! 'মৃগয়া' ছবি নিয়ে নস্টালজিক মিঠুন
  3. 'অনেক বকা খেয়েছি', মৃণাল সেনের 101তম জন্মদিনে গুরুর স্মৃতিতে ডুব শিষ্য অঞ্জনের
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.